নুরুল আলম খান (জন্ম ১৫ মার্চ, ১৯৪২) একজন বাংলাদেশী শিক্ষাবিদ, গণিতবিদ এবং অধ্যাপক। তিনি ঢাকা রয়্যাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ ও বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন একাডেমিক পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি বাংলাদেশ গণিত সমিতিতে সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।[]

নুরুল আলম খান
প্রফেসর ডঃ নুরুল আলম খান
রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার ১ম উপাচার্য
কাজের মেয়াদ
জানুয়ারি ২০১০ – মে ২০১১
আচার্যজিল্লুর রহমান
উত্তরসূরীহাসান ইমতিয়াজ চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1942-05-15) ১৫ মে ১৯৪২ (বয়স ৮২)
বেড়া, পাবনা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ রাজ (বর্তমানের বাংলাদেশ)
সম্পর্কওসমান গণি খান (ভাই)
শিক্ষাপিএইচডি (গণিত)
প্রাক্তন শিক্ষার্থী

প্রাথমিক জীবন এবং শিক্ষা

সম্পাদনা

নুরুল আলম খান ১৯৪২ সালের ১৫ মার্চ পাবনা জেলার বেড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৭ সালে ধোবাখোলা করোনেশন হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন এবং জগন্নাথ কলেজ থেকে ১৯৫৯ সালে আই.এস.সি. সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে তিনি অনার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭০ সালে প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয় থেকে তার পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

কর্মজীবন

সম্পাদনা

খান ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসাবে তাঁর একাডেমিক কর্মজীবন শুরু করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মসুল বিশ্ববিদ্যালয়, আল-মুস্তানসিরিয়া বিশ্ববিদ্যালয় এবং আল-ফাতেহ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক পদে অধিষ্ঠিত ছিলেন। ১৯৯১ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন, যেখানে তিনি ২০০৭ সালে অবসর গ্রহণের আগে পর্যন্ত অসংখ্য একাডেমিক পদে দায়িত্ব পালন করেন।

অবসর গ্রহণের পর, খান নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এবং উত্তরা ইউনিভার্সিটি [] সহ ঢাকার বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। তিনি ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১১ সালের মে পর্যন্ত রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[]

খান বেশ কয়েকটি পাঠ্যপুস্তক রচনা করেছেন এবং ২৫টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের জার্নাল অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির প্রধান সম্পাদক [] ছিলেন এবং বিভিন্ন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ঢাবিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত"বাংলা ট্রিবিউন। ৭ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৪ 
  2. "গণিত বিভাগের অধ্যাপক ড. নুরুল আলম খানকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন নিযুক্ত করা হয়েছে"উত্তরা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০২২। 
  3. "Faculty Profile of DR. NURUL ALAM KHAN"উত্তরা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ১২ সেপ্টেম্বর ২০২২। 
  4. জার্নাল অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, উত্তরা বিশ্ববিদ্যালয়। "Call For Papers, Uttara University Journal Of Science, Engineering And Technology (UUJSET)-Revised" (ইংরেজি ভাষায়)। উত্তরা বিশ্ববিদ্যালয়ে। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২৪ 
  5. "বিএমএস ২০২০-২১ কমিটি নির্বাচন ফলাফল" (পিডিএফ)bdmathsociety.org। বাংলাদেশ গণিত সমিতির সভাপতি।