উত্তরা ইউনিভার্সিটি

উত্তরা ইউনিভার্সিটি বা উত্তরা বিশ্ববিদ্যালয় হল বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে, ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত উত্তরা ইউনিভার্সিটি ডিএআর ট্রাস্ট (ড. এম আজিজুর রহমান ট্রাস্ট) মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়টি আচার্য। ড. এম আজিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক, প্রতিষ্ঠাতা উপাচার্য এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সাল থেকে, অধ্যাপক আইসমিন আরা লেখা দ্বিতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। UU তার নতুন নির্মিত স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়েছে।

উত্তরা বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যউচ্চশিক্ষা ও গবেষণায় শ্রেষ্ঠত্ব
ধরনবেসরকারী বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০৩
ইআইআইএন১৩৬৬৬৯ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যইয়াসমীন আরা লেখা
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৪৫০+
শিক্ষার্থী১০০০০+
স্নাতক৭০০০+
স্নাতকোত্তর৩০০০+
অবস্থান, ,
২৩°৫২′১২″ উত্তর ৯০°২৪′১০″ পূর্ব / ২৩.৮৭০০৭৭° উত্তর ৯০.৪০২৭২২° পূর্ব / 23.870077; 90.402722
শিক্ষাঙ্গনশহুরে
পোশাকের রঙনীল
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.uttarauniversity.edu.bd
মানচিত্র
বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের সামনের ছবি

একাডেমিক কাঠামো

সম্পাদনা

উত্তরা ইউনিভার্সিটি[] (ইউইউ) পাঁচটি স্কুল এবং চৌদ্দটি একাডেমিক বিভাগে বিভক্ত। এই বিভাগগুলি কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসা, বিজ্ঞান, শিক্ষা এবং শারীরিক শিক্ষা বিস্তৃত স্নাতক, স্নাতক এবং পেশাদার প্রোগ্রাম অফার করে। তাদের ওয়েবসাইটে পাওয়া সাম্প্রতিক UGC বার্ষিক প্রতিবেদন অনুসারে, UU সমস্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে সপ্তম সর্বোচ্চ সংখ্যক ফুলটাইম অধ্যাপক নিয়োগ করে। UU এর প্রকাশনার সংখ্যা এবং উদ্ভাবনী প্রোগ্রামগুলির কারণে আন্তর্জাতিক র‌্যাঙ্কিং অন্তর্ভুক্তির জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে। এর একাডেমিক প্রোগ্রাম, যার সবগুলোই ইউজিসি দ্বারা স্বীকৃত।

স্কুল অফ বিজনেস

সম্পাদনা
  • ব্যবসায় প্রশাসন বিভাগ

স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

সম্পাদনা

সিভিল, এনভায়রনমেন্ট ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং স্কুল[]

সম্পাদনা

কলা ও সামাজিক বিজ্ঞান স্কুল

সম্পাদনা
  • ইংরেজি বিভাগ
  • আইন বিভাগ
  • ইসলামিক স্টাডিজ বিভাগ
  • বাংলা ভাষা বিভাগ

শিক্ষা ও শারীরিক শিক্ষার স্কুল

সম্পাদনা
  • শিক্ষা বিভাগ
  • শারীরিক শিক্ষা বিভাগ

উপাচার্য

সম্পাদনা

নিম্নোক্ত ব্যক্তিবর্গ উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

সমাবর্তন[]

সম্পাদনা

উত্তরা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন ১৬ জুন ২০০৯ তারিখে অনুষ্ঠিত হয়। উত্তরা বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এ এম এস আরেফিন সিদ্দিক। উত্তরা ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ৪ জুলাই ২০১১ অনুষ্ঠিত হয়। তৃতীয় সমাবর্তন ২০১৪ সালে যা ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়েছিল।

২০১৬ সালে বিআইসিসিতে চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়। পঞ্চম সমাবর্তন ২০১৭ সালের জানুয়ারিতে বিআইসিসিতে অনুষ্ঠিত হয়।[] ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানটি ৩০ অক্টোবর ২০১৮ তারিখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা - 4 (ICCB) এ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানটি চ্যানেল আই-এ সরাসরি সম্প্রচার করা হয় এবং ৩,০০০ এরও বেশি শিক্ষার্থী স্নাতক হয়। সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান।

UU এর সপ্তম সমাবর্তন ২৪ জুলাই, ২০২২-এ অনুষ্ঠিত হয়।[] ২০২৩ সালের ৩রা অক্টোবর মঙ্গলবার অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়।[] সমাবর্তন বক্তা ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৬-১৭)। "উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২০ 
  2. "Research and Publication Award 2023 held at Uttara University"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২৪-০৫-১৯। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২০ 
  3. "উত্তরা ইউনিভার্সিটির ভিসি ড. ইয়াসমীন আরা লেখার পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন"দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২৪ 
  4. "উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য হলেন অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২০ 
  5. "Convocations"Uttara University (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-২০ 
  6. "উত্তরা ইউনিভার্সিটির পঞ্চম সমাবর্তনের লোগো উন্মোচন"প্রথম আলো। ৪ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৪ 
  7. "উত্তরা ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন অনুষ্ঠিত"প্রথম আলো। ২৫ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৪ 
  8. "উত্তরা ইউনিভা‍র্সিটির অষ্টম সমাব‍‍র্তন অনুষ্ঠিত"www.kalerkantho.com। ৩ অক্টোবর ২০২৩। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৪