নিমাই ভট্টাচার্য
নিমাই ভট্টাচার্য (১০ এপ্রিল ১৯৩১ - ২৫ জুন ২০২০)[১][২] একজন ভারতীয় বাঙালি লেখক, সাংবাদিক।
নিমাই ভট্টাচার্য | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৫ জুন ২০২০ | (বয়স ৮৯)
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | বাচ্চু |
শিক্ষা | সুরেন্দ্রনাথ কলেজ |
পেশা | সাংবাদিক |
উল্লেখযোগ্য কর্ম | মেমসাহেব |
আদি নিবাস | পূর্ববঙ্গ (বর্তমানে বাংলাদেশ) |
দাম্পত্য সঙ্গী | দীপ্তি ভট্টাচার্য |
পিতা-মাতা | সুরেন্দ্রনাথ ভট্টাচার্য (পিতা) |
প্রারম্ভিক জীবন
সম্পাদনানিমাই ভট্টাচার্য তৎকালীন যশোর জেলার মাগুরা মহকুমার (বর্তমান জেলা) শালিখা থানার অন্তর্গত শরশুনা গ্রামে জন্মগ্রহণ করেন।[৩] তিন বছর বয়সে তিনি মাতৃহীন হন। তাঁর পিতার নাম সুরেন্দ্রনাথ ভট্টাচার্য ।এবং১৯৪৮ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপর তিনি কলকাতার রিপন কলেজে ভর্তি হন। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। নিমাই ভট্টাচার্য বাংলাদেশের বগুড়া জেলার কালীতলার বিশিষ্ট ব্যবসায়ীর কন্যা দীপ্তি ভট্টাচার্যকে বিবাহ করেন। দেশভাগের পর তিনি পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে স্থায়ী হন। অতঃপর তিনি কলকাতার টালিগঞ্জের শাশমল রোডের বাসায় বসবাস করতেন।
শিক্ষা জীবন
সম্পাদনানিমাই ভট্টাচার্য ভাগ্যের নির্মম অদৃষ্টে সাড়ে তিন বছর বয়সে মাতৃহীন হয়ে ভীষণ কষ্টে পিতার সীমিত আয়ের মধ্যে ভর্তি হন কলকাতা কর্পোরেশনের ফ্রি স্কুলে। কলকাতা রিপন কলেজে কিছুদিন পড়ালেখা করার পর যশোরে ফিরে আসেন। ১৯৪১ সালে তিনি যশোরের সম্মিলনী ইন্সটিটউশনে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন এবং নবম শ্রেণি পর্যন্ত সেখানে পড়াশোনা করেন। নিমাই ভট্টাচার্যের পিতা সুরেন্দ্রনাথ ভট্টাচার্য নিজেও যশোরের সম্মিলনী ইন্সটিটিউশনের ছাত্র এবং পরবর্তীতে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন কলকাতা গমনের আগ মুহূর্ত পর্যন্ত। পরবর্তীতে দেশ বিভাগের পর নিমাই ভট্টাচার্য তাঁর পিতার সাথে পুনরায় কলতায় যান এবং সেখানে আবারো রিপন স্কুলে ভর্তি হন। সেখান থেকে তিনি ১৯৪৮ সালে ম্যাট্রিক পাস করেন এবং সেখান থেকেই তিনি আই.এ পাস করেন এবং ১৯৫২ সালে বি.এ পাস করেন।
কর্মজীবন
সম্পাদনানিমাই সাংবাদিকতার মাধ্যমেই তার কর্মজীবন শুরু করেন।এবং তিনি দীর্ঘ পঁচিশ বছর দিল্লিতে ভারতীয় পত্রিকার রাজনৈতিক-কূটনৈতিক-সংসদীয় সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভারতের অনেক প্রধানমন্ত্রীর সাথে বিদেশ সফর করে নিউজ কাভার করেছেন। ১৯৬৩ সালে তার লেখা একটি উপন্যাস কলকাতার সাপ্তাহিক ‘অমৃতবাজার’ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় এবং তা ব্যাপক প্রশংসা অর্জন করে।[৪] এরপর, তার চারটি উপন্যাস একই পত্রিকায় প্রকাশিত হয়।
উল্লেখযোগ্য গ্রন্থ
সম্পাদনানিমাইয়ের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫০ -এর অধিক।[৫] বাংলা সাহিত্যে মেমসাহেব উপন্যাসটি তার সবচেয়ে উল্লেখযোগ্য রচনা। মেমসাহেব গ্রন্থ অবলম্বনে ১৯৭২ সালে একই নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়।[৬] এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং অপর্ণা সেন। তার লেখা উল্লেখযোগ্য বইগুলো হল:
- মেমসাহেব
- মিনিবাস
- মাতাল
- ইনকিলাব
- ব্যাচেলার
- ইমনকল্যাণ
- ডিফেন্স কলোনী
- প্রবেশ নিষেধ
- কেরানী
- ভায়া ডালহৌসী
- হকার্স কর্নার
- রাজধানী এক্সপ্রেস
- নিমন্ত্রণ
- নাচনী
- অ্যাংলো ইন্ডিয়ান
- ডার্লিং
- ম্যাডাম
- ওয়ান আপ-টু-ডাউন
- গোধুলিয়া
- প্রিয়বরেষু
- আকাশ ভরা সূর্য তারা
- মোগল সরাই জংশন
- ইওর অনার
- ককটেল
- অনুরোধের আসর
- যৌবন নিকুঞ্জে
- শেষ পরানির কড়ি
- হরেকৃষ্ণ জুয়েলার্স
- পথের শেষে
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রয়ে গেল 'মেমসাহেব', প্রয়াত সাহিত্যিক-সাংবাদিক নিমাই ভট্টাচার্য"। টাইমস অফ ইণ্ডিয়া। ২৫ জুন ২০২০। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০।
- ↑ "সাহিত্যিক নিমাই ভট্টাচার্য প্রয়াত"। আনন্দবাজার। ২৫ জুন ২০২০। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২০।
- ↑ "নিমাই ভট্টাচার্য বাংলাদেশেরই সন্তান"। একুশে টিভি। ১০ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৯।
- ↑ "নিমাই ভট্টাচার্য"। রকমারি.কম। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
- ↑ "'মেমসাহেব'-এর নিমাই ভট্টাচার্য: একাত্তরের মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যার পেছনেও মৌলবাদীরা ছিল"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৬ আগস্ট ২০১৮। ২৬ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৯।
- ↑ "8 Tollywood Actors Who Essayed Out Every Facet Of Being A Journalist"। Times Of India। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৯।