নিজামুল ইসলাম
বাংলাদেশী রাজনীতিবিদ
শেখ নিজামুল ইসলাম একজন বাংলাদেশি চিকিৎসক ও সাবেক সংসদ সদস্য। ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি টাঙ্গাইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২]
নিজামুল ইসলাম | |
---|---|
টাঙ্গাইল-১ আসন আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ধনবাড়ী, টাঙ্গাইল |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পেশা | চিকিৎসা, রাজনীতিবিদ |
নিজামুল ১৯৭০ সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে টাঙ্গাইল-১ আসন থেকে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন।[৩] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি বিদেশ জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[৪]
প্রারম্ভিক জীবন
সম্পাদনানিজামুল ইসলাম টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বর্নিচন্দবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন তিনি মধুপুর থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "টানা পঞ্চমবার জয় চায় আ'লীগ পুনরুদ্ধার চেষ্টায় বিএনপি"। যুগান্তর। ১০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের তালিকা"। টাঙ্গাইল জেলা তথ্য বাতায়ন। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮।
- ↑ "টাঙ্গাইলের প্রবাসী মুক্তিযোদ্ধা"। দৈনিক সংগ্রাম। ২৪ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮।
- ↑ "ব্রিজ গুঁড়িয়ে দিতে ডাক পড়ত গেরিলা হাবিবের"। সমকাল (ইংরেজি ভাষায়)। ২৪ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৮।