মধুপুর
মধুপুর হচ্ছে একটি ছোট শহর যেটি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার অন্তর্গত। এটি টাঙ্গাইল শহরের ৫১ কিলোমিটার উত্তর-পূর্বে ও রাজধানী ঢাকা শহরের ১৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে বংশী নদীর তীরে অবস্থিত।
মধুপুর | |
---|---|
শহর | |
বাংলাদেশে মধুপুর শহরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩৭′ উত্তর ৯০°১.৫′ পূর্ব / ২৪.৬১৭° উত্তর ৯০.০২৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | টাঙ্গাইল জেলা |
উপজেলা | মধুপুর উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৫ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• মেয়র | বর্তমানে ইউএনও মেয়রের দায়িত্বে রয়েছেন। |
আয়তন | |
• মোট | ২৪.৭৭ বর্গকিমি (৯.৫৬ বর্গমাইল) |
উচ্চতা | ১৯ মিটার (৬২ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫৬,৩৪২ |
• জনঘনত্ব | ২,৩০০/বর্গকিমি (৫,৯০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ মান সময় (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৯৯৬ |
এলাকা কোড | ৯২২৮ |
ওয়েবসাইট | মধুপুর তথ্য বাতায়ন |
জনসংখ্যাতত্ত্ব
সম্পাদনাবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত আদমশুমারি ২০১১ অনুযায়ী, মধুপুর শহরের মোট জনসংখ্যা ৫৬,৩৪২ জন। এই শহরে মোট ঘরসংখ্যা ১৩,৭১৩ টি।[১]
শিক্ষা
সম্পাদনামধুপুর শহরের গড় স্বাক্ষরতার হার শতকরা ৫৬.৭ ভাগ (পুরুষ ৫৮.৭%, মহিলা-৫৪.৫%)।[২]
প্রাথমিক বিদ্যালয়
১. মধুপুর মডেল প্রাথমিক বিদ্যালয়। ২. চারালজানি সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩. তারার মেলা কিন্ডার গার্টেন ৪. মধুপুর প্রি ক্যাডেট স্কুল ৫. মধুপুর প্রিপারেটরি স্কুল
মাধ্যমিক বিদ্যালয়
১. মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২. মধুপুর রাণী ভবানী মডেল উচ্চ বিদ্যালয় ৩. মধুপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Tangail Table C-01 : Area, Households, Population, Density by Residence and Community" (পিডিএফ)। bbs.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৪-১১-১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৩-০১।
- ↑ "Tangail Table C-06 : Distribution of Population aged 7 years and above by Literacy, Sex, Residence and Community" (পিডিএফ)। bbs.gov.bd (ইংরেজি ভাষায়)। ২০১৪-১১-১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০২-২৫।