নিউরোট্রান্সমিটার

রাসায়নিক যৌগ

স্নায়ুকোষ তথা নিউরন হতে নিঃসৃত একধরনের রাসায়নিক পদার্থ এক স্নায়ুকোষ থেকে আরেক স্নায়ুকোষে সংকেত পরিবহন, সংকেত পরিবর্ধন বা সংকেত নিয়ন্ত্রণ করে তাকে নিউরোট্রান্সমিটার বলে। নিউরোট্রান্সমিটার মূলত একপ্রকার রাসায়নিক বার্তাবাহক যা সিন্যাপস বা স্নায়ুসন্ধি দিয়ে এক নিউরন থেকে পরবর্তী অপর নিউরনে রাসায়নিক সিগন্যাল প্রেরণ করে। সিন্যাপসের সিনাপটিক ভেসিকল হতে নিউরোট্রান্সমিটারগুলো নিঃসৃত হয় এবং সিনাপটিক ক্লাফটে অবস্থিত রিসিপ্টর কর্তৃক গৃহীত হয়। বেশিরভাগ নিউরোট্রান্সমিটার এর আকার একক অ্যামিনো এসিডের ন্যায় ছোট তবে কিছু কিছু নিউরোট্রান্সমিটার প্রোটিন বা পেপটাইড এর আকারের ন্যায় বড় হয়ে থাকে।

নিউরোট্রান্সমিটারগুলির বায়োসিন্থেটিক পূর্ববর্তী দেখানো চার্ট

প্রধান কয়েকটি নিউরোট্রান্সমিটার

সম্পাদনা
ক্যাটিকোল অ্যামাইন ও অন্যান্য বেঞ্জিন কেন্দ্রযুক্ত মোনো-অ্যামাইনঃ
ইন্ডোল অ্যামাইন:
ইমাইডাজোল অ্যামাইন:
গ্যাস্ট্রিন সমূহ
পশ্চাৎ পিটুইটারীর
ওপিয়য়েড সমূহ
সিক্রেটিন জাতীয় পেপ্টাইড
সোমাটোস্টাটিন জাতীয় পেপ্টাইড
ট্যাকিকাইনিন জাতীয় পেপ্টাইড
নিউরোপেপটাইড Y (Y=টাইরোসিন)

গ্যাসীয় নিউরোট্রান্সমিটার

সম্পাদনা

স্নেহপদার্থ জাতীয় নিউরোট্রান্সমিটার

সম্পাদনা