নাসির খান (ভারতীয় অভিনেতা)
নাসির খান (১১ জানুয়ারী ১৯২৪ – ৩ মে ১৯৭৪) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি ছিলেন প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমারের ছোট ভাই। নাসির খান ১৯৪৫ সালে মাজদুর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। কয়েকটি চলচ্চিত্রে কাজ করার পর, তিনি লাহোরে চলে আসেন এবং ১৯৪৮ সালে তিনি প্রথম পাকিস্তানি চলচ্চিত্র তেরি ইয়াদ এ অভিনয় করেন।[২]
নাসির খান | |
---|---|
জন্ম | ১১ জানুয়ারি ১৯২৪ |
মৃত্যু | ৩ মে ১৯৭৪ | (বয়স ৫০)
জাতীয়তা | ভারত |
পেশা | চলচ্চিত্র অভিনয়শিল্পী |
কর্মজীবন | ১৯৪৫–১৯৬১ ১৯৭২–১৯৭৪ |
দাম্পত্য সঙ্গী | সুরাইয়া নাজির (তালাকপ্রাপ্ত) বেগম পারা |
সন্তান | ২ (আইয়ুব খান) |
আত্মীয় | দিলীপ কুমার (ভাই) |
ব্যক্তিগত জীবন
সম্পাদনানাসির খান আয়েশা বেগম ও লালা গোলাম সারওয়ার আলী খানের ঘরে ১২ ভাই বোনের সংসারে মুম্বাইয়ের হিন্দকো-ভাষাভিত্তিক আওয়ান পরিবারে জন্মগ্রহণ করেন। [১][৩] তার পিতা একজন জমিদার ও ফল ব্যবসায়ী ছিলেন, যিনি পেশোয়ার ও দেওলালীতে বাগানের মালিক ছিলেন।
নাসির খান প্রথমে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নাজির আহমেদ খানের কন্যা সুরাইয়া নাজিরকে বিয়ে করেছিলেন। এই দম্পতির ঘরে এক মেয়ে নাহিদ খানের জন্ম হয়। পরবর্তী তিনি অভিনেত্রী বেগম পারার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের ছেলে সন্তান আইয়ুব খান একজন অভিনেতা।[৪]
মৃত্যু
সম্পাদনানাসির খান মাত্র ৫০ বছর বয়সে ১৯৭৪ সালের মে মাসে মৃত্যুবরণ করেন।[২][৫] মৃত্যুর আগে তিনি প্রায় দশ বছর পর ইয়াদ কি বারাত (১৯৭৩) চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন এবং তার সর্বশেষ চলচ্চিত্র বৈরাগ (১৯৭৬) মৃত্যুর পর মুক্তি পায়।[২]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Nasir Khan – Interview (1952)"। Cineplot.com website। ১১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯।
- ↑ ক খ গ "Nasir Khan – Profile"। cineplot.com website। ৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯।
- ↑ "A Legend By Any Definition"। Outlook India। Outlook India। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯।
- ↑ "Begum Para"। www.outlookindia.com। Outlookindia.com। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯।
- ↑ "Rediff On The Net, Movies: An interview with Begum Para"। www.rediff.com। ২৯ নভেম্বর ১৯৯৭। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯।