নাসিরনগর সরকারি কলেজ
নাসিরনগর সরকারি কলেজ (পূর্বনাম:নাসিরনগর ডিগ্রি কলেজ)[১] নাসিরনগরের কলেজ মোড় প্রাঙ্গনের কলেজ পাড়ায় অবস্থিত বাংলাদেশের একটি সরকারি কলেজ। এই কলেজটি "নাসিরনগর মহাবিদ্যালয়" নামেও পরিচিত।[২] আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ, আধুনিক জিমনেশিয়াম এবং একটি পুকুর রয়েছে। কলেজটি রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত এবং রাজনৈতিক সহাবস্থানের ফলে উপজেলার অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে।[৩][৪]
নাসিরনগর মহাবিদ্যালয় | |
প্রাক্তন নাম | নাসিরনগর ডিগ্রি কলেজ |
---|---|
নীতিবাক্য | |
ধরন | সরকারি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি কলেজ |
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৮৭ |
প্রতিষ্ঠাতাগণ | সৈয়দ শাহ আব্দুল্লাহ কল্যাণ ট্রাস্ট |
বৃত্তিদান | দারিদ্র্য এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী |
সভাপতি | শূন্য |
অধ্যক্ষ | লায়লা নূর (ভারপ্রাপ্ত) |
উপাধ্যক্ষ | পদশূন্য |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩৬ জন |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ২০ জন |
শিক্ষার্থী | ৪৫০০ |
স্নাতক | বিএ, বিবিএ, বিএসসি, বিএসএস |
স্নাতকোত্তর | এমএ, এমবিএ, এমএসসি, এমএসএস |
ঠিকানা | কলেজ মোড়, নাসিরনগর ইউনিয়ন সদর , , ২৪°১১′৩২″ উত্তর ৯১°১১′৪৮″ পূর্ব / ২৪.১৯২১০২° উত্তর ৯১.১৯৬৫৭৯° পূর্ব |
শিক্ষাঙ্গন | মফঃস্বল |
ভাষা | বাংলা মাধ্যম |
সময়সূচি | সকাল ০৯.০০টা থেকে বিকেল ৩.০০টা। |
লিঙ্গ | ছেলে এবং মেয়ে |
পোশাকের রঙ | সাদা ও কালো রঙ |
ক্রীড়াবিষয়ক | স্প্রিন্ট, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ |
সংক্ষিপ্ত নাম | নাসক বা এনজিসি (NGC) |
অধিভুক্তি | |
ক্রীড়া | বাস্কেটবল, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট |
মাসকট | পানিতে ভাসমান শাপলা এবং এর ডান পার্শ্বে একটি দোয়াত কলম, চূড়ায় আলোকবর্তী সূর্য এবং বাম পার্শ্বে একটি বই। |
ওয়েবসাইট | www |
মানচিত্রে নাসিরনগর সরকারি কলেজের অবস্থান। |
ইতিহাস
সম্পাদনাকলেজটি প্রতিষ্ঠিত হয় ১৯৮৭ সালে। প্রতিষ্ঠার সময় শুধুমাত্র উচ্চমাধ্যমিক শ্রেণীতে ক্লাস নেয়া হতো, তবে বর্তমানে এতে বিভিন্ন বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতোকত্তর শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। এখানে উচ্চমাধ্যমিক শ্রেনীতে বাংলা, ইংরেজি আবশ্যিক বিষয় ছাড়াও মানবিক বিভাগে ১০টি বিষয়, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫টি বিষয় এবং বিজ্ঞান বিভাগে ৫টি বিষয়ে পাঠদান করা হয়। বি.এ/বি.এস.এস/বি.এসসি/বি.বি.এস বিভাগের সকল বিষয়ে স্মাতক ক্লাসে পাঠদান করা হয়। কলেজে কম্পিউটার শিক্ষা, মনোবিজ্ঞান এবং ভূগোল ইত্যাদি বিষয়ের ব্যবহারিক ক্লাসের জন্য রয়েছে পর্যাপ্ত সুযোগ সুবিধা, বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের জন্য রয়েছে অত্যন্ত উন্নত ও সমৃদ্ধ গবেষণাগার।
ক্যাম্পাস
সম্পাদনাকলেজটি দাঁড়িয়ে আছে ৩২ একর জমির উপর।
গ্রন্থাগার
সম্পাদনাএই কলেজে শিক্ষার্থীদের জন্য একটি লাইব্রেরি রয়েছে। লাইব্রেরিতে ১০০০০ টি বই ও পাঁচটি জার্নাল রয়েছে। লাইব্রেরিটি কলেজ প্রাঙ্গনের প্রশাসনিক ভবনে অবস্থিত। লাইব্রেরিতে বসে বই পড়ার জন্য শিক্ষার্থীদের লাইব্রেরি কার্ড সংগ্রহ করতে হয়। লাইব্রেরি থেকে বই বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। লাইব্রেরিটি কলেজ টাইম পর্যন্ত খোলা থাকে।
ক্যান্টিন
সম্পাদনাকলেজে শিক্ষার্থীদের জন্য একটি ব্যক্তিগত ক্যান্টিন রয়েছে। ক্যান্টিনে সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তাসহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। ক্যান্টিনে বসে খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে। ক্যান্টিনটি কলেজ টাইম পর্যন্ত খোলা থাকে। এছাড়াও ছাত্রাবাসের নিজস্ব হলএ ছোট ক্যান্টিন রয়েছে। হল ক্যান্টিনগুলো সারাদিন খোলা থাকে।
এছাড়াও কলেজ ক্যাম্পাসের পাশে মুদির দোকান রয়েছে, যেখানে নানান মুদি পণ্য পাওয়া যায়।
চিকিৎসা ব্যবস্থা
সম্পাদনাচিকিৎসা প্রদানে কলেজ প্রাঙ্গণের সন্নিকটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এটি কলেজের নিকটবর্তী হওয়ায় ছাত্রছাত্রীদের জন্য আলাদা চিকিৎসা কেন্দ্র নেই।
যাতায়াত ব্যবস্থা
সম্পাদনানাসিরনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে উপজেলার যেকোন অংশ হতে সহজেই বাস ও সিএনজি দিয়ে আসা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই শিক্ষাপ্রতিষ্ঠানটির অবস্থান।
কলেজ ভবন
সম্পাদনাবিদ্যালয়টিতে একাধিক ভবন রয়েছে। মানসম্মত ক্লাসরুম সহ বহু সুযোগ-সুবিধা রয়েছে। বর্তমানে কলেজের ভবন সংখ্যা প্রায় ৫টি।
- ভবন ১
- ভবন ২
- ভবন ৩
- ভবন ৪
- নতুন একাডেমিক ভবন ১
মাঠ
সম্পাদনাকলেজের অভ্যন্তরেই বিশাল আকৃতির কয়েকটি মাঠ এবং একটি হেলিপ্যাড রয়েছে।
শিক্ষক
সম্পাদনাভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব লায়লা নূর। এছাড়াও সর্বসাকল্যে ৩৫ জন শিক্ষক রয়েছে কলেজটিতে।
অনুষদ এবং বিভাগ
সম্পাদনানাসিরনগর সরকারি কলেজে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ এই তিনটি অনুষদের অধীনে অনেকগুলো বিভাগ রয়েছে।
কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ
সম্পাদনা- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগ
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
- ইসলাম শিক্ষা বিভাগ
- দর্শন বিভাগ
- সামাজিক বিজ্ঞান
- সমাজকর্ম বিভাগ
- অর্থনীতি বিভাগ
- যুক্তিবিদ্যা বিভাগ
- পৌরনীতি বিভাগ
বিজ্ঞান অনুষদ
সম্পাদনা- পদার্থবিজ্ঞান বিভাগ
- রসায়ন বিভাগ
- জীববিজ্ঞান বিভাগ
- গণিত বিভাগ
- মনোবিজ্ঞান বিভাগ
- ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগ
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
ব্যবসায় শিক্ষা অনুষদ
সম্পাদনা- হিসাববিজ্ঞান বিভাগ
- মার্কেটিং বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ ও অন্যান্য
সহ শিক্ষা কার্যক্রম
সম্পাদনালেখাপড়ার পাশাপাশি নাসিরনগর সরকারি কলেজে শিক্ষা-সহায়ক কার্যক্রমকেও বিশেষ গুরুত্বের দেখা হয়। এ কারণে প্রতিবছর উচ্চ মাধ্যমিক পরিক্ষায় ভালো ফল অর্জনের পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় এ কলেজের শিক্ষার্থীরা বরাবরই ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে।
আবাসিক হলসমূহ
সম্পাদনানাসিরনগর সরকারি কলেজ এ বর্তমানে রয়েছে ১টি হল।[৫][ভাল উৎস প্রয়োজন] এছাড়া আরও প্রস্তাবিত ২টি ছাত্রাবাস এর নির্মাণ প্রকল্পে আছে।
- প্রস্তাবিত হলসমূহ হলো
- বঙ্গবন্ধু ছাত্র হল
- বঙ্গমাতা ছাত্রী হল
সংগঠন
সম্পাদনারাজনৈতিক
সম্পাদনা★বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির
সাংস্কৃতিক
সম্পাদনা- নাসিরনগর সরকারি কলেজ সাংস্কৃতিক কেন্দ্র
- নাসিরনগর সরকারি কলেজ ডিবেটিং সোসাইটি
- নাসিরনগর সরকারি কলেজ কালচারাল ক্লা্
অন্যান্য
সম্পাদনা- নাসিরনগর সরকারি কলেজ সাংবাদিক সমিতি
- নাসিরনগর সরকারি কলেজ আবৃত্তি সংসদ
- বিএনসিসি
- যুব রেড ক্রিসেন্ট
- রোভার স্কাউট
- বাঁধন
- নাসিরনগর সরকারি কলেজ মিউজিক স্কুল
- নাসিরনগর সরকারি কলেজ আইটি সোসাইটি
- নাসিরনগর সরকারি কলেজ নাট্যমঞ্চ (নাসকনাম)
- নাসিরনগর সরকারি কলেজ অ্যাডভেঞ্চার ক্লাব
- নাসিরনগর সরকারি কলেজ বিজনেস ক্লাব
- ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব
- প্রথম আলো বন্ধুসভা
- বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ
- ৭১'র চেতনা
বিজ্ঞান
সম্পাদনা- নাসিরনগর সরকারি কলেজ সায়েন্স ক্লাব
- নাসিরনগর সরকারি কলেজ রিসার্চ ক্লাব
- বাংলাদেশ ওপেন সায়েন্স অর্গানাইজেশন
- বিজ্ঞান আন্দোলন মঞ্চ
- নাসিরনগর সরকারি কলেজ নেচার স্টাডি ক্লাব
- ভূগোলবিদের আখড়া
- নাসিরনগর সরকারি কলেজ সাইকোলজি সোসাইটি
- এনভারজিও সোসাইটি বাংলাদেশ
নিরাপত্তা ব্যবস্থা
সম্পাদনাপ্রতিষ্ঠানটির সুষ্ঠু কার্যক্রম পরিচালনার জন্য নিরাপত্তা কর্মী রয়েছে। সবচেয়ে বড় দিক হচ্ছে সম্পূর্ণ ক্যাম্পাসটি সি.সি.টিভি ক্যামেরার আওতাধীন। যা সরাসরি অধ্যক্ষের কার্যালয় থেকে তদারকি করা হয়।
কৃতি শিক্ষার্থী
সম্পাদনাগ্যালারী
সম্পাদনা-
২০১৬ সালে নাসিরনগর ডিগ্রি কলেজের (বর্তমান, নাসিরনগর সরকারি কলেজ) নামফলক। পরবর্তীতে কলেজটি সরকারিকরণ করা হলে এই ফলকটি বিলুপ্ত হয়ে যায়।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ admin (২০১৬-০৭-২০)। "নাসিরনগর ডিগ্রী কলেজ সরকারিকরণ :: প্রধানমন্ত্রীকে অভিনন্দন, আনন্দ মিছিল"। The voice of Brahmanbaria || Local news means the world is (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৫।
- ↑ "বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান"। www.bdselfstudy.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৫।
- ↑ "নাসিরনগর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে শোক দিবস পালিত"। Vinnobarta (ইংরেজি ভাষায়)। ২০২৩-০৮-১৫। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৫।
- ↑ "নাসিরনগর সরকারি কলেজ বন্ধ ঘোষণা"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২৩-১০-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৫।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;:0
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ প্রতিবেদক, নিজস্ব (২০২২-০৩-৩১)। "নাসিরনগর উপজেলায় এক দশক পর কমিটি পেল ছাত্রলীগ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৫।