নারায়ণগঞ্জ-৫
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
(নারায়ণগঞ্জ-৫ (জাতীয় সংসদের নির্বাচনী এলাকা) থেকে পুনর্নির্দেশিত)
নারায়ণগঞ্জ-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২০৮নং আসন।
নারায়ণগঞ্জ-৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | নারায়ণগঞ্জ জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনানারায়ণগঞ্জ-৫ আসনটি নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর উপজেলা ও বন্দর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনানাসিম ওসমান ২০১৪ সালের এপ্রিলে মারা যান। জুনের উপ-নির্বাচনে তার ভাই সেলিম ওসমান নির্বাচিত হয়।[৫]
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে নাসিম ওসমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৬]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | নাসিম ওসমান | ১,৭৪,৬৫১ | ৫৭.১ | প্র/না | ||
বিএনপি | আবুল কালাম | ১,২৭,১৪৯ | ৪১.৬ | -১.৪ | ||
কমিউনিস্ট পার্টি | মন্টু ঘোষ | ১,৫৩৮ | ০.৫ | +০.৩ | ||
তরিকত ফেডারেশন | জাহিদ বাহার শিপ্লু | ১,২১০ | ০.৪ | প্র/না | ||
বাসদ | আবু নাঈম খান বিপ্লব | ৮২৭ | ০.৩ | প্র/না | ||
বিকল্পধারা | মোঃ দেলোয়ার হোসেন | ২২০ | ০.১ | প্র/না | ||
গণফোরাম | মোঃ জহির উদ্দিন | ১৯৪ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৭,৫০২ | ১৫.৫ | +৯.১ | |||
ভোটার উপস্থিতি | ৩,০৫,৭৮৯ | ৯৬.৯ | +২০.১ | |||
বিএনপি থেকে জাতীয় পার্টি অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আবুল কালাম | ৭৩,০১৩ | ৪৩.০ | +১২.৭ | ||
আওয়ামী লীগ | এস এম আকরাম | ৬২,২৩২ | ৩৬.৭ | -৩.৯ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | নাসিম ওসমান | ৩২,১৬৬ | ১৯.০ | প্র/না | ||
স্বতন্ত্র | শাহাবুদ্দিন আহমদ | ৪৬২ | ০.৩ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | জি এম ফারুক | ৩৭৫ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মোঃ শম্বু হাসান | ৩৭৫ | ০.২ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | মন্টু ঘোষ | ৩৫৪ | ০.২ | -০.১ | ||
জাতীয় পার্টি | মোঃ আবদুস সাত্তার | ৩৩৫ | ০.২ | প্র/না | ||
প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি (প্রগশ) | গিয়াস উদ্দিন আহমেদ | ১৩৬ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | আক্তারুজ্জামান | ১১৪ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | শামসুস সালেহিন | ৮৭ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১০,৭৮১ | ৬.৪ | −৪.০ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৯,৬৪৯ | ৭৬.৮ | −২.৯ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | এস এম আকরাম | ৫৮,৪৮৩ | ৪০.৬ | +১০.২ | ||
বিএনপি | আবুল কালাম | ৪৩,৫৬২ | ৩০.৩ | -১১.৭ | ||
জাতীয় পার্টি | নাসিম ওসমান | ৩৫,৫১০ | ২৪.৭ | +৪.১ | ||
জামায়াতে ইসলামী | মোঃ এ কাদের | ৩,২৯৯ | ২.৩ | -২.১ | ||
জাকের পার্টি | খাজা মহিউদ্দীন | ১,২২৩ | ০.৯ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | মোঃ ইকবাল সোবহান | ৯৬৯ | ০.৭ | +০.৪ | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | জি এম ফারুক | ৩৮৭ | ০.৩ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | মন্টু ঘোষ | ৩৫৫ | ০.৩ | +০.১ | ||
বিকেএ | হাফেজ মুহাম্মদ আবু সালেহ | ১৮৫ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,৯২১ | ১০.৪ | +৭.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৪৩,৯৭৩ | ৭৯.৭ | +২৩.৬ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | আবুল কালাম | ৫৩,৩০০ | ৪২.০ | |||
আওয়ামী লীগ | নাজমা রহমান | ৩৮,৬০৩ | ৩০.৪ | |||
জাতীয় পার্টি | নাসিম ওসমান | ২৬,১৪৩ | ২০.৬ | |||
জামায়াতে ইসলামী | মোঃ নজরুল ইসলাম | ৫,৫৮২ | ৪.৪ | |||
ফ্রিডম পার্টি | খাজা মহিউদ্দীন | ১,৯৮৯ | ১.৬ | |||
ইসলামী ফ্রন্ট | বাকী বিল্লাহ | ৩২৯ | ০.৩ | |||
জাতীয় জনতা পার্টি ও গণতান্ত্রিক ঐক্য জোট | গিয়াস উদ্দিন আহমেদ | ৩০৩ | ০.২ | |||
কমিউনিস্ট পার্টি | মন্টু ঘোষ | ২৯৬ | ০.২ | |||
জাসদ (রব) | তোফাজ্জল হোসেন | ২৭৪ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,৬৯৭ | ২.৭ | ||||
ভোটার উপস্থিতি | ১,২৬,৮১৯ | ৫৬.১ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নারায়ণগঞ্জ-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "সেলিম ওসমান নির্বাচিত"। প্রথম আলো। ২৬ জুন ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "পরিসংখ্যান প্রতিবেদন ৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। পৃষ্ঠা 263।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে নারায়ণগঞ্জ-৫