নারায়ণগঞ্জ-৪
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
নারায়ণগঞ্জ-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২০৭নং আসন।
নারায়ণগঞ্জ-৪ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | নারায়ণগঞ্জ জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনানারায়ণগঞ্জ-৪ আসনটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা ও সিদ্ধিরগঞ্জ থানা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শামীম ওসমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | কবরী সারোয়ার | ১,৪১,০৭৫ | ৪৮.৫ | +৭.১ | ||
বিএনপি | শাহ আলম | ১,৩৮,৬৮৬ | ৪৭.৭ | -৫.৯ | ||
ইসলামী আন্দোলন | মোহাম্মদ শফিকুল ইসলাম | ১০,২০০ | ৩.৫ | প্র/না | ||
বাসদ | মো: ইসমাইল মিয়া | ৫৬৪ | ০.২ | প্র/না | ||
গণফ্রন্ট | আব্দুল লতিফ মজুমদার | ১৪৭ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২,৩৮৯ | ০.৮ | −১১.৪ | |||
ভোটার উপস্থিতি | ২,৯০,৬৭২ | ৭৯.৬ | +১১.৩ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | মুহাম্মদ গিয়াস উদ্দিন | ১,৩৭,৩২৩ | ৫৩.৬ | +১৯.৮ | ||
আওয়ামী লীগ | শামীম ওসমান | ১,০৬,১০৪ | ৪১.৪ | +২.৬ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | আতিকুর রহমান নান্নু মুন্সি | ১০,৪৯৪ | ৪.১ | প্র/না | ||
স্বতন্ত্র | মো: নুরুল আমিন মাসুদ | ৬০৪ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মো: কামাল হোসেন | ৪২১ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) | মাহবুবুর রহমান ইসমাইল | ৩৪৩ | ০.১ | প্র/না | ||
বিকেএ | মুহাম্মদ আব্দুল মান্নান ধালী | ২৭৫ | ০.১ | প্র/না | ||
জাতীয় পার্টি | এ কে এম মাহবুব উল্লাহ | ২০৬ | ০.১ | প্র/না | ||
ইসলামী ফ্রন্ট | মো: ফায়েজ আহমেদ | ১৬৯ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | এ কে এম ফজলুল হক | ১০৪ | ০.০ | প্র/না | ||
স্বতন্ত্র | আবু হাসনাত মো: শহীদ বাদল | ৫১ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩১,২১৯ | ১২.২ | +৭.২ | |||
ভোটার উপস্থিতি | ২,৫৬,০৯৪ | ৬৮.৩ | −৩.০ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | শামীম ওসমান | ৭৩,৩৪৯ | ৩৮.৮ | +১৫.৮ | ||
বিএনপি | সিরাজুল ইসলাম | ৬৩,৮৬৬ | ৩৩.৮ | -৬.৫ | ||
জাতীয় পার্টি | সাত্তার আলী ভুইয়া | ৩৮,৬৫৩ | ২০.৪ | +৮.৭ | ||
ইসলামী ঐক্য জোট | মো: নান্নু মুন্সি | ৪,৫৮৮ | ২.৪ | -০.৯ | ||
জামায়াতে ইসলামী | সোঃ নুরুল ইসলাম | ৩,৮৬২ | ২.০ | প্র/না | ||
জাকের পার্টি | সুরুজ্জামান | ২,৯৯২ | ১.৬ | -২.১ | ||
ন্যাপ | মাহতাব উদ্দিন | ৬৪০ | ০.৩ | প্র/না | ||
জাতীয় সমাজতান্ত্রিক দল (মহিউদ্দীন) | মহিউদ্দিন আহমেদ | ৩৯৩ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | তসলিম হোসেন | ৩৭৮ | ০.২ | প্র/না | ||
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) | মাহবুবুর রহমান | ২১৮ | ০.১ | প্র/না | ||
স্বতন্ত্র | মাসুদুল ইসলাম খোকন | ১১১ | ০.১ | প্র/না | ||
জাসদ (রব) | মোসা: ফাতেমা বেগম | ৬২ | ০.০ | প্র/না | ||
জাতীয় জনতা পার্টি (আসাদ) | আলমগীর হোসেন | ৫০ | ০.০ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৯,৪৮৩ | ৫.০ | −১২.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৯,১৬২ | ৭১.৩ | +১৮.৯ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | সিরাজুল ইসলাম | ৫৪,৫৭৮ | ৪০.৩ | |||
আওয়ামী লীগ | আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু | ৩১,১২১ | ২৩.০ | |||
স্বতন্ত্র | মোহাম্মদ আলী | ২২,০০১ | ১৬.৩ | |||
জাতীয় পার্টি | এম এ সাত্তার | ১৫,৮৫৯ | ১১.৭ | |||
জাকের পার্টি | সুরুজ্জামান | ৪,৯৮১ | ৩.৭ | |||
ইসলামী ঐক্য জোট | সহিদুল ইসলাম | ৪,৫১৬ | ৩.৩ | |||
ফ্রিডম পার্টি | কামাল আহমেদ | ৯৮৬ | ০.৭ | |||
বাংলাদেশ ফ্রিডম লীগ | বাবুল প্রধান | ৪৩২ | ০.৩ | |||
ধূমপান ও মাদকদ্রব্য নিবারণকারী মানবসেবা সংস্থা | মো: মোসলেম উদ্দিন | ৪৩০ | ০.৩ | |||
জাতীয় জনতা পার্টি ও গণতান্ত্রিক ঐক্য জোট | রওশন আরা বেগম | ২৩২ | ০.২ | |||
জাসদ (সিরাজ) | মোসা: ফাতেমা বেগম | ২০৬ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,৪৫৭ | ১৭.৩ | ||||
ভোটার উপস্থিতি | ১,৩৫,৩৪২ | ৫২.৪ | ||||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নারায়ণগঞ্জ-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে নারায়ণগঞ্জ-৪