নলছিটি পৌরসভা
নলছিটি পৌরসভা বাংলাদেশের ঝালকাঠি জেলার অন্তর্গত নলছিটি উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। নলছিটি পৌরসভাটি দেশের অতি প্রাচীন পৌরসভা। ১৮৭৫ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় ও এটি বাংলাদেশের ২য় পৌরসভা।। [২] এটি একটি "ক" শ্রেনীর পৌরসভা। [৩]
নলছিটি পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
ইতিহাস | |
শুরু | ১৮৬৫ |
নেতৃত্ব | |
মেয়র | আঃ ওয়াহেদ খাঁন [১], বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন | |
এফপিটিপি | |
সর্বশেষ নির্বাচন | ৩০ ডিসেম্বর ২০২১ |
সভাস্থল | |
নলছিটি পৌরসভা কার্যালয় |
ইতিহাস
সম্পাদনা১৮৬৫ সালে নলছিটি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৬৫ সালে নলছিটি পৌরসভা বিলুপ্ত ঘোষণা হবার বিশ বছর পর তৎকালিন সাংসদ জুলফিকার আলী ভুট্টোর প্রচেষ্টায় ১৯৮৫ সালে আবার নলছিটি পৌরসভা পুনঃ গঠিত হয়। ১৯৯৯ইং সালে পৌরসভাটিকে গ শ্রেনী থেকে খ শ্রেনীতে উন্নতি করা হয়।[৪]
প্রতিষ্ঠাকালীন সময়ে পৌরসভার আয়তন ছিল ০.৫০ বর্গ মাইল (২.৯০ বর্গ কিলোমিটার)। ৯ জন নির্বাচিত পৌর সদস্য ও জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক পৌরসভা পরিচালিত হত।[২]
প্রশাসনিক অবকাঠামো
সম্পাদনানলছিটি পৌরসভার আয়তন ২৪.১৬ বর্গ কিলোমিটার। [৫] ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। পৌরসভার উত্তরে সুগন্ধার নদী, দক্ষিণে কুসংগল ইউনিয়ন, পূর্বে দপদপিয়া ইউনিয়ন ও পশ্চিমে কুলকাঠী ইউনিয়ন। [৬] ৯টি ওয়ার্ডে ৯জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম নলছিটি থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৬নং নির্বাচনী এলাকা ঝালকাঠি-২ এর অংশ।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নলছিটি পৌরসভার মোট জনসংখ্যা ৩০,৮০৫ জন। এর মধ্যে পুরুষ ১৪,৭০৬ জন এবং মহিলা ১৬,০৯৯ জন। মোট পরিবার ৭,০৫৩টি।[৭]
শিক্ষা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নলছিটি পৌরসভার সাক্ষরতার হার ৬৬.১%. এখন বর্তমানে ৯৫%.।[৭]
চেয়ারম্যানগণের তালিকা
সম্পাদনা- মোঃ মজিবুর রহমান, চেয়ারম্যান, (কার্যকাল ১৪ ফেব্রুয়ারি ২০১১ - )
- মোঃ তসলিম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান, (কার্যকাল 30 ডিসেম্বর 2015 - ৩০ ডিসেম্বর ২০২০]
- মোঃ ওয়াহেদ কবির খান, চেয়ারম্যান,(কার্যকাল ৩০ ডিসেম্বর ২০২০ - বর্তমান)
উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা
সম্পাদনা- সিদ্ধকাঠি জমিদার বাড়ী
- নলছিটি পৌর ভবন
- চায়না মাঠ
- চায়না কবর
- নান্দিকাঠী মাহতাব মঞ্জিল
- মালিপুর দরবার শরিফ
- ব্রিটিশ আমলে নির্মানধীন কলবাড়ী।
- এবং বর্তমানে উল্লেখযোগ্য ভাস্কর্য বিজয় ৭১।
- শাহ সুজা নির্মিত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নলছিটি পৌরসভা-জনপ্রতিনিধি তথ্য - মেয়র"। PauraInfo.gov.bd। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫।
- ↑ ক খ জ্যাক, জে, সি,। বাকেরগঞ্জ জেলা গ্যাজেটিয়ার Chapter 2 (পিডিএফ) (১৯২৮ সংস্করণ)। কলকাতাঃ বেঙ্গল সচিবালয় পুস্তক বিভাগ। পৃষ্ঠা ১১২। ২৪ নভেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৫।
- ↑ "পৌরসভার তালিকা" (পিডিএফ)। স্থানীয় সরকার বিভাগ। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "এক নজরে পৌরসভা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নলছিটি পৌরসভা - এক নজরে পৌরসভা"। PauraInfo.gov.bd। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১৫। horizontal tab character in
|শিরোনাম=
at position 14 (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;nalchitygovt
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৯।