নকশীকাঁথা কমিউটার

বাংলাদেশের রেলওয়ে পরিসেবা
(নকশীকাঁথা এক্সপ্রেস থেকে পুনর্নির্দেশিত)

নকশীকাঁথা এক্সপ্রেস (ট্রেন নাম্বার-২৫/২৬) বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি মেইল ট্রেন[] ট্রেনটি খুলনা থেকে ঢাকা যেতে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জঢাকা জেলাকে সংযুক্ত করেছে।

নকশীকাঁথা কমিউটার
নকশীকাঁথা কমিউটার ট্রেন রাজবাড়ী রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার ট্রেন
প্রথম পরিষেবা১৫ জুন ১৯৯৫; ২৯ বছর আগে (1995-06-15)
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুখুলনা রেলওয়ে স্টেশন
শেষকমলাপুর রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়১১ ঘণ্টা
পরিষেবার হারদৈনিক
রেল নং২৫/২৬
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
রেক ভাগকরণমহানন্দা এক্সপ্রেস
নকশীকাঁথা কমিউটার গড়াই রেল সেতু অতিক্রম করছে

যাত্রাপথ

সম্পাদনা

নকশীকাঁথা এক্সপ্রেস (খুলনা-ঢাকা) ও (ঢাকা-খুলনা) রেলপথে পদ্মা সেতু দিয়ে চলাচল করে এবং যাত্রাপথে থাকা প্রায় সকল স্টেশনে যাত্রাবিরতি দেয়।

স্টেশন তালিকা

সম্পাদনা

নকশীকাঁথা এক্সপ্রেস যেসকল রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল করে নিম্নে কিছু স্টেশনের নাম উল্লেখ করা হলো:

সময়সূচী

সম্পাদনা
  • নকশীকাঁথা এক্সপ্রেস খুলনা থেকে ঢাকা (কমলাপুর) এর উদ্দেশ্যে ছাড়ে রাত ১১ টা ৩০ মিনিটে, ঢাকা (কমলাপুর) পৌঁছায় সকাল ১০ টা ১০ মিনিটে।
  • ঢাকা (কমলাপুর) থেকে খুলনার উদ্দেশ্যে ছাড়ে সকাল ১১ টা ৪০ মিনিটে, খুলনা পৌঁছায় রাত ১০টা ২০ মিনিটে।

সম্পর্কিত নিবন্ধ

সম্পাদনা

বাংলাদেশের মেইল ও কমিউটার ট্রেনের তালিকা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ব্যুরো, যশোর। "খুলনাগামী নকশীকাঁথা ট্রেন লাইনচ্যুত"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৭