নওগাঁ-৩

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

নওগাঁ-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নওগাঁ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৪৮নং আসন। এ আসনে বিএনপি ৪ বার, আওয়ামী লীগ ৪ বার, স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থী ১ বার করে নির্বাচিত হোন। তবে এরমধ্যে ২০১৪ তে বিনা ভোটের মাধ্যমে, ২০১৮ সালে রাতের ভোটের মাধ্যমে এবং সর্বশেষ ২০২৪ সালে আমি-ডামির নির্বাচনে আওয়ামী লীগ/ আওয়ামী লীগ সমর্থিত ডামি প্রার্থী অবৈধভাবে জয়লাভ করেন।

নওগাঁ-৩
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলানওগাঁ জেলা
বিভাগরাজশাহী বিভাগ
জনসংখ্যা৫,১৫,২০২
মোট ভোটার
  • ৪,২০,৯০৭ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,০৯,৬৯৪
  • নারী ভোটার: ২,১১,২১৩
  • হিজড়া ভোটার: ০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৮৪

সীমানা

সম্পাদনা

নওগাঁ-৩ আসনটি নওগাঁ জেলার বদলগাছী উপজেলামহাদেবপুর উপজেলা নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৮৬ মোহাম্মদ বায়তুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৮৮ মোহাম্মদ সুজাউদ্দৌলা জাতীয় পার্টি[]
১৯৯১ আখতার হামিদ সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ আখতার হামিদ সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
১৯৯৬ আখতার হামিদ সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০১ আখতার হামিদ সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ আকরাম হোসেন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ ছলিম উদ্দীন তরফদার স্বতন্ত্র
২০১৮ ছলিম উদ্দীন তরফদার বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০২০-এর দশকে নির্বাচন[]

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০২৪: নওগাঁ-৩[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ১,৩৮,৫৬১ ৬৩.৪ প্র/না
স্বতন্ত্র ছলিম উদ্দীন তরফদার ৬০,০৫১ ২৭.৪ প্র/না
স্বতন্ত্র শামিনুর রহমান (চিকন আলী) ১,৭০১ ০.৭ প্র/না
জাতীয় পার্টি মোঃ মাসুদ রানা ৩,৪৪১ ১.৫ প্র/না
তৃণমূল বিএনপি মোঃ সোহেল কবির চৌধুরী ৫৯৭ ০.২ প্র/না
স্বতন্ত্র মাহফুজা আকরাম চৌধুরী ১২,৮৭৬ ৫.৮ প্র/না
স্বতন্ত্র ডি এম মাহবুবুল-উল-মান্নাফ ১,৩৩১ ০.৬ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৭,২০৯ প্র/না প্র/না
ভোটার উপস্থিতি ২,১৮,৪৬৮ ৯৬.৮ প্র/না
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৪: নওগাঁ-৩[]
দল প্রার্থী ভোট % ±%
স্বতন্ত্র সেলিম উদ্দীন তরফদার ৭৪,০৪০ ৬১.২ প্র/না
আওয়ামী লীগ আকরাম হোসাইন চৌধুরী ৪৬,৮৬৩ ৩৮.৮ -২১.২
সংখ্যাগরিষ্ঠতা ২৭,১৭৭ ২২.৫ +১.৮
ভোটার উপস্থিতি ১,২০,৯০৩ ৩৪.৭ −৫৯.৩
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র অর্জন করে

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৪: নওগাঁ-৩[]
দল প্রার্থী ভোট % ±%
স্বতন্ত্র সেলিম উদ্দীন তরফদার ৭৪,০৪০ ৬১.২ প্র/না
আওয়ামী লীগ আকরাম হোসাইন চৌধুরী ৪৬,৮৬৩ ৩৮.৮ -২১.২
সংখ্যাগরিষ্ঠতা ২৭,১৭৭ ২২.৫ +১.৮
ভোটার উপস্থিতি ১,২০,৯০৩ ৩৪.৭ −৫৯.৩
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র অর্জন করে

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: নওগাঁ-৩[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ আকরাম হোসাইন চৌধুরী ১,৭৬,৫৬২ ৬০.০ +১৫.৬
বিএনপি আখতার হামিদ সিদ্দিকী ১,১৫,৭৪০ ৩৯.৩ -১৪.৮
বিকল্পধারা সুলতান মামুনুর রশীদ ১,১৪০ ০.৪ প্র/না
বাসদ জয়নাল আবেদীন মুকুল ৭৮৪ ০.৩ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৬০,৮২২ ২০.৭ +১১.০
ভোটার উপস্থিতি ২,৯৪,২২৬ ৯৪.০ +৫.৯
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: নওগাঁ-৩[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আখতার হামিদ সিদ্দিকী ১,৩৫,২৫০ ৫৪.১ +১৪.৫
আওয়ামী লীগ আকরাম হোসাইন চৌধুরী ১,১০,৯২৭ ৪৪.৪ -৭.৪
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট তৈয়ব উদ্দীন আহমেদ ৩,৬২৪ ১.৪ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) জয়নাল আবেদীন মুকুল ২১৭ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৪,৩২৩ ৯.৭ −২.৪
ভোটার উপস্থিতি ২,৫০,০১৮ ৮৮.১ +২.৭
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: নওগাঁ-৩[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আখতার হামিদ সিদ্দিকী ১,০৫,২২৫ ৫১.৮ +১.১
আওয়ামী লীগ দেওয়ান আমজাদ হোসাইন তারা ৮০,৫৩৬ ৩৯.৬ +১.২
জাতীয় পার্টি তৈয়ব উদ্দীন আহমেদ ৭,৯৭৩ ৩.৯ +৩.২
জামায়াতে ইসলামী মোহাম্মদ আবুল কালাম আজাদ ৭,৯১৪ ৩.৯ -৫.৩
ইসলামী ঐক্য জোট মোহাম্মদ আব্দুল হামিদ সরদার ১,০৩৬ ০.৫ প্র/না
জাতীয় জনতা পার্টি (আসাদ) বেগম রোকেয়া ফিরোজ ৩১৫ ০.২ প্র/না
জাকের পার্টি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ১৪৯ ০.১ প্র/না
ফ্রিডম পার্টি মোহাম্মদ হারুনুর রশীদ ৭৫ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ২৪,৬৮৯ ১২.১ −০.২
ভোটার উপস্থিতি ২,০৩,২২৩ ৮৫.৪ +১৩.৮
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ১৯৯১: নওগাঁ-৩[১০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি আখতার হামিদ সিদ্দিকী ৮৫,৭৮৫ ৫০.৭
আওয়ামী লীগ আব্দুল জলীল ৬৪,৯৬৬ ৩৮.৪
জামায়াতে ইসলামী মোহাম্মদ হাফেজ উদ্দীন মন্ডল ১৫,৫৩৮ ৯.২
জাতীয় পার্টি মোহাম্মদ সুজাউদ্দৌলা ১,২৪০ ০.৭
ন্যাপ (মুজাফফর) মোহাম্মদ নফর মন্ডল ৬৫৯ ০.৪
স্বতন্ত্র মোহাম্মদ গাজিম উদ্দীন ৫৭৬ ০.৩
বাংলাদেশ মুসলিম লীগ (আইয়ান উদ্দিন) মোহাম্মদ শাহজাহান সরকার ২৮৭ ০.২
জাসদ (রব) মোহাম্মদ হারুন উর রশীদ দপ্তরী ২১৪ ০.১
সংখ্যাগরিষ্ঠতা ২০,৮১৯ ১২.৩
ভোটার উপস্থিতি ১,৬৯,২৬৫ ৭১.৬
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নওগাঁ-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "নওগাঁ ৩ এর ফলাফল ২০২৪" 
  6. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ২০২৪ফলাফল নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  7. "Naogaon-3"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৯ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  8. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  9. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  10. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা