সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী
সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য। ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[১]
সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী | |
---|---|
নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১১ জানুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৬১ বদলগাছী উপজেলা, নওগাঁ জেলা, বাংলাদেশ |
নাগরিকত্ব | পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পিতামাতা |
|
প্রাক্তন শিক্ষার্থী | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
পেশা | রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা |
জীবিকা | সাবেক সচিব |
শিক্ষাগত যোগ্যতা ও ছাত্রজীবন
সম্পাদনাবি.এ.(অনার্স), এম.এ (রাষ্ট্র বিজ্ঞান), এল-এল.বি.,রাজশাহী বিশ্ববিদ্যালয় (সৈয়দ আমীর আলী হালের আবাসিক ছাত্র)[২]। তিনি নিজ গ্রামের বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ থেকে ১৯৭৬ সালে এসএসসি পাস করেন। উল্লেখ্য ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি তাঁর পিতামহ শশীভূষণ চক্রবর্ত্তীর হাতে গড়া। উনার পিতামহ ১৯০৭ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। ১৯৭৮ সালে নওগাঁ বিএমসি কলেজ থেকে এচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে বি.এ.(অনার্স), ১৯৮২ সালে এম এ এবং ১৯৮৪ সালে এল.এল.বি. পাস করেন। ছাত্রজীবনে তিনি বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগের কর্মী ছিলেন। উল্লেখ্য, ১৯৮০ সালে রাকসু নির্বাচনের সময় ছানা-রানা পরিষদে সক্রিয় ছিলেন।
জন্ম ও প্রাথমিক জীবন
সম্পাদনাসৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ১৯৬১ সালে নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ব্রজেন্দ্র নাথ চক্রবর্ত্তী ও মাতা সবিতা চক্রবর্ত্তী, তিনি দুই সন্তানের জনক।
রাজনৈতিক জীবন
সম্পাদনা২৬ নভেম্বর ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হিসেবে নওগাঁ-৩ আসনে মনোনয়ন লাভ করেন।[৩][৪]
৭ জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।[৫]
৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[৬][৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-০৬।
- ↑ https://www.ru.ac.bd/
- ↑ "আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা"। বাংলাদেশ আওয়ামী লীগ। ২০২৩-১১-২৬। ২০২৩-১২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৫।
- ↑ "প্রথমবার মনোনয়ন পেলেন ৬৫ জন"। প্রথম আলো। ২০২৩-১১-২৭। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৫।
- ↑ "নওগাঁয় সাবেক মন্ত্রীসহ জামানত হারালেন ১৯ প্রার্থী"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৯।
- ↑ "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।
- ↑ "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"। বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪।