ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল
এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (ডিসেম্বর ২০২৪) |
ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল বাংলাদেশের ঢাকা শহরের একটি বিদ্যালয়।[১] জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউ এবং মিরপুর সড়কের কোনায় এটি অবস্থিত। স্কুলটি ১৯৬৫ সালে স্থাপিত হয়।
ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল | |
---|---|
ঠিকানা | |
, | |
স্থানাঙ্ক | ২৩°৪৪′৯.৯৭″ উত্তর ৯০°২২′৫৪.১৫″ পূর্ব / ২৩.৭৩৬১০২৮° উত্তর ৯০.৩৮১৭০৮৩° পূর্ব |
তথ্য | |
ধরন | সরকারি উচ্চ বিদ্যালয় (বালক) |
নীতিবাক্য |
|
প্রতিষ্ঠাকাল | ২১ মার্চ ১৯৬৫ |
প্রতিষ্ঠাতা | সৈয়দ জাফর আব্বাস রিজভী |
ইআইআইএন | ১০৭৯৬০ |
প্রধান শিক্ষক | ফরিদা ইয়াছমিন[১] |
শ্রেণি | ১–১০ |
লিঙ্গ | ছেলে |
বয়সসীমা | ৬-১৬ |
শিক্ষার্থী সংখ্যা | ২,২০০+ |
ভাষা | বাংলা |
শিক্ষায়তন | ১.৯২ একর[১] |
রং | সাদা গাঢ় নীল |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, হকি, ব্যাডমিন্টন |
বর্ষপুস্তক | অঙ্কুর |
বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা |
ইতিহাস
সম্পাদনাএই বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তানে (বর্তমানে বাংলাদেশে)। ১৯৬৫ সালে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু হয়। ১৯৭৩ সালে সম্পূর্ণ আলাদা শিক্ষক নিয়ে এতে সংযুক্ত হয় বেসরকারি ফিডার শাখা। এই ফিডার শাখায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়ে থাকে। পরবর্তীতে ১৯৯১ সালে সরকারিভাবে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রভাতী শাখায় পাঠদান কার্যক্রম চালু হয়।
গঠন
সম্পাদনা১৯৬৫ সালে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু হয়। ১৯৭৩ সালে সম্পূর্ণ আলাদা শিক্ষক নিয়ে এতে সংযুক্ত হয় বেসরকারি ফিডার শাখা। এই ফিডার শাখায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়ে থাকে। পরবর্তীতে ১৯৯১ সালে সরকারিভাবে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রভাতী শাখায় পাঠদান কার্যক্রম চালু হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ২টি শিফট চালু আছেঃ প্রভাতী এবং দিবা। প্রভাতী শিফটে ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ১টি শাখা এবং ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত আরেকটি শাখা চালু আছে। দিবা শিফট এ ৩টি শাখা চালু আছে যেটি ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত। দিবা শাখায় ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত পড়ার সুযোগ নেই। প্রতি শাখায় ৬০ জন শিক্ষার্থী রয়েছে। প্রতি বছর ৩০০ জন শিক্ষার্থী এস এস সি, জে এস সি এবং পি ই সি পরিক্ষায় অংশ নেয়।
বর্তমান অবস্থা
সম্পাদনাবর্তমান বিদ্যালয়টি দুটি শাখায় বিভক্তঃ প্রভাতী এবং দিবা। প্রভাতী শাখায় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং দিবা শাখায় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু রয়েছে। সংযুক্ত ফিডার শাখা-বেসরকারিভাবে প্রভাতী শাখায় তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।
উল্লেখযোগ্য শিক্ষার্থী
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল"। www.dgbhs.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-০৬।