দ্য পিঙ্ক প্যান্থার

দ্য পিংক প্যান্থার একটি মার্কিন মিডিয়া ফ্র্যাঞ্চাইজি, মূলত অদক্ষ ফরাসি পুলিশ গোয়েন্দা ইনস্পেক্টর জাক ক্লুজোর উপর নির্মিত কৌতুক-রহস্য চলচ্চিত্র ধারাবাহিক। এটি ১৯৬৩ সালে ধ্রুপদী দ্য পিঙ্ক প্যান্থার চলচ্চিত্র মুক্তির মধ্য দিয়ে শুরু হয়েছিল। ক্লুসো চরিত্রটিতে প্রথম অভিনয় করে এবং এর সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত ছিলেন পিটার সেলার্স। বেশিরভাগ চলচ্চিত্র হেনরি ম্যানসিনি রচিত আবহ সঙ্গীত সহযোগে ব্লেক এডওয়ার্ডস রচনা ও পরিচালনা করেন। চলচ্চিত্রসমূহে উপস্থাপিত উপাদান এবং চরিত্রগুলো বিভিন্ন বই, কমিক বই এবং অ্যানিমেটেড ধারাবাহিকসহ অন্যান্য মাধ্যমে উপযোগ করা হয়।

দ্য পিঙ্ক প্যান্থার
এই ফ্র্যাঞ্চাইজিকে উপস্থাপনের জন্য ব্যবহৃত পিঙ্ক প্যান্থার অ্যানিমেটেড চরিত্র
স্রষ্টাডেভিড এইচ. ডিপ্যাটি
ফ্রিজ ফ্রেলেং
মূল কর্মদ্য পিঙ্ক প্যান্থার (১৯৬৩)
স্বত্বাধিকারীমেট্রো-গোল্ডউইন-মেয়ার
চলচ্চিত্র ও টেলিভিশন
চলচ্চিত্র
রিবুট ধারাবাহিক
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রদেখুন দ্য পিঙ্ক প্যান্থার কার্টুনের তালিকাদি ইনস্পেক্টর কার্টুনের তালিকা
অ্যানিমেশন ধারাবাহিক
টেলিভিশন বিশেষ
অডিও
মূল সঙ্গীত"দ্য পিঙ্ক প্যান্থার আবহ সঙ্গীত"
"মেগ্লিও স্তাসেরা"
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
মেট্রো-গোল্ডউইন-মেয়ারে পিঙ্ক প্যান্থার
"টি পিংক প্যান্থার" এর আইকন

এই ধারাবাহিকের প্রথম চলচ্চিত্রের শুরুর দৃশ্যে একটি অ্যানিমেটেড চরিত্র ছিল, যা তৈরি করেছে ডিপ্যাটি-ফ্রেলেং এন্টারপ্রাইজেস। এতে মানচিনির সুরারোপিত "দ্য পিঙ্ক প্যান্থার আবহ সঙ্গীত" ও পিঙ্ক প্যান্থার চরিত্রের দেখা মিলে। হাউলি প্র্যাট ও ফ্রিজ ফ্রেলেঙ্গের তৈরি এই চরিত্রটি ১৯৬৪ সালে দ্য পিঙ্ক ফিঙ্ক দিয়ে যাত্রা শুরু করা তার নিজস্ব কার্টুন ধারাবাহিকের বিষয়বস্তু ছিল।[] এই কার্টুন ধারাবাহিকটি দ্য পিঙ্ক প্যান্থার শো নামে শনিবার সকালে প্রচারিত হত, যা সে সময়ে টেলিভিশনে শীর্ষ রেটিং অর্জন করে।

মূল অভিনয়শিল্পীদল

সম্পাদনা
চরিত্র ফিল্ম
দ্য পিঙ্ক প্যান্থার আ শট ইন দ্য ডার্ক ইনস্পেক্টর ক্লুজো দ্য রিটার্ন অব দ্য পিঙ্ক প্যান্থার দ্য পিঙ্ক প্যান্থার স্ট্রাইকস অ্যাগেইন রিভেঞ্জ অব দ্য পিঙ্ক প্যান্থার ট্রেইল অব দ্য পিঙ্ক প্যান্থার কার্স অব দ্য পিঙ্ক প্যান্থার সন অব দ্য পিঙ্ক প্যান্থার দ্য পিঙ্ক প্যান্থার দ্য পিঙ্ক প্যান্থার টু
ইন্সপেক্টর জাক ক্লুসো পিটার সেলার্স অ্যালান আর্কিন পিটার সেলার্স পিটার সেলার্স (দ্য পিঙ্ক প্যান্থার স্ট্রাইকস অ্যাগেইন থেকে আবার) রজার মুর (ক্যামিও) পিটার সেলার্স

(ছবিতে ক্ষণিকদৃশ্য)

স্টিভ মার্টিন
চিফ ইন্সপেক্টর চার্লস ড্রেইফাস হারবার্ট লম হারবার্ট লম কেভিন ক্লিন জন ক্লিজ
কাতো ফং বার্ট কোউক বার্ট কোউক
সার্জেন্ট ফ্রান্সোইস শেভালিয়ার / ফ্রান্সোইস দুভাল আন্দ্রে মেরান আন্দ্রে মেরান ডার্মোট ক্রোলে
স্যার চার্লস লিটন / দ্য ফ্যান্টম ডেভিড নিভন ক্রিস্টোফার প্লামার ডেভিড নিভন, সমৃদ্ধ লিটল (ভয়েস)
অধ্যাপক অগাস্ট বলস হার্ভে কোরম্যান (দৃশ্য মুছে ফেলা) গ্রাহাম স্টার্ক হার্ভে কোরম্যান (পূর্বে অদেখা ফুটেজ) হার্ভে কোরম্যান গ্রাহাম স্টার্ক
সিমোন ক্লাউসাউ / লেডি সিমোন লিটন ক্যাপাসিন ক্যাপাসিন
জর্জ লিটন রবার্ট ওয়াগনার রবার্ট ওয়াগনার
হারকিউল লজয় গ্রাহাম স্টার্ক গ্রাহাম স্টার্ক
মারিয়া গাম্ব্রেলি এলকে সোমার ক্লডিয়া কার্ডিনালে
জেন্ডারমে গিলবার্ট পন্টন জিন রেনো
নিকোল ডুরান্ট এমিলি মর্টিমার
পুনর্বার ফিলিপ গুডউইন

অভিনয়শিল্পীদলের পুনরাবৃত্তি

সম্পাদনা
অভিনেতা ফিল্ম
দ্য পিঙ্ক প্যান্থার আ শট ইন দ্য ডার্ক ইনস্পেক্টর ক্লুজো দ্য রিটার্ন অব দ্য পিঙ্ক প্যান্থার দ্য পিঙ্ক প্যান্থার স্ট্রাইকস অ্যাগেইন রিভেঞ্জ অব দ্য পিঙ্ক প্যান্থার ট্রেইল অব দ্য পিঙ্ক প্যান্থার কার্স অব দ্য পিঙ্ক প্যান্থার সন অব দ্য পিঙ্ক প্যান্থার দ্য পিঙ্ক প্যান্থার দ্য পিঙ্ক প্যান্থার টু
গ্রাহাম স্টার্ক হারকিউল লজয় পেপি বাভারিয়ান ইনকিপার প্রফেসর ড। আগস্টে বল হারকিউল লজয় ওয়েটার প্রফেসর ড। আগস্টে বল
ডেভিড লজ জর্জেস ডুভাল ম্যাক
ডগলাস উইলমার হেনরি লাফার্জ পুলিশ কমিশনার
ক্লাউদিয়া কার্দিনালে রাজকন্যা ডালা মারিয়া গাম্ব্রেলি
জোয়ানা লামলে মেরি জুভেট কাউন্টারেস চন্দ্র
রবার্ট লগগিয়া আল মার্চিয়োন ব্রুনো ল্যাঙ্গোইস
পিটার আর্ন কর্নেল শারকি কর্নেল বুফনি
জুলি অ্যান্ড্রুজ দাসী (দৃশ্য মুছে ফেলা) আইনস্লি জার্ভিস (গানে ভয়েস) চারওম্যান
এরিক পোহলমান বার্গেসেক ফ্যাট ম্যান
জিওফ্রে বেল্ডন গছ ডঃ ক্লাড ডুভাল
টুট লেমকো কাজাক নৃত্যশিল্পী ফরাসী লেবেক
জন ব্লুথাল অন্ধ ভিক্ষুক কবরস্থানে প্রহরী
ভেষজ ট্যানি সুন্দর থানার ওসি মো নরওয়ের ঘাতক হংকংয়ের পুলিশ প্রধান মো লুকুশ গোপন পুলিশ জিন ক্লড

কলাকুশলী

সম্পাদনা
চলচ্চিত্র প্রযোজক পরিচালক চিত্রনাট্যকার নির্মাণ পরিকল্পনা চিত্রগ্রাহক সম্পাদক সুরকার
দ্য পিঙ্ক প্যান্থার মার্টিন জুরো ব্লেক এডওয়ার্ডস মরিস রিচলিন এবং ব্লেক এডওয়ার্ডস ফার্নান্দো কেরের ফিলিপ এইচ রাল্ফ ই শীতকালীন হেনরি মনসিনি
আ শট ইন দ্য ডার্ক ব্লেক এডওয়ার্ডস ব্লেক এডওয়ার্ডস এবং উইলিয়াম পিটার ব্লেটি মাইকেল স্ট্রিংগার ক্রিস্টোফার চেলিস
ইনস্পেক্টর ক্লুজো লুইস জে রচমিল বুড ইয়র্কিন টম ওয়াল্ডম্যান এবং ফ্র্যাঙ্ক ওয়াল্ডম্যান আর্থার ইবেটসন জন ভিক্টর-স্মিথ কেন থর্ন
দ্য রিটার্ন অব দ্য পিঙ্ক প্যান্থার ব্লেক এডওয়ার্ডস এবং টনি অ্যাডামস ব্লেক এডওয়ার্ডস ফ্র্যাঙ্ক ওয়াল্ডম্যান এবং ব্লেক এডওয়ার্ডস পিটার মুলিনস জেফ্রি আনসওয়ার্থ অ্যালান জোন্স হেনরি মনসিনি
দ্য পিঙ্ক প্যান্থার স্ট্রাইকস অ্যাগেইন হ্যারি ওয়াক্সম্যান
রিভেঞ্জ অব দ্য পিঙ্ক প্যান্থার ফ্র্যাঙ্ক ওয়াল্ডম্যান এবং রন ক্লার্ক এবং ব্লেক এডওয়ার্ডস আর্নেস্ট ডে
ট্রেইল অব দ্য পিঙ্ক প্যান্থার ফ্র্যাঙ্ক ওয়াল্ডম্যান এবং টম ওয়াল্ডম্যান এবং ব্লেক এডওয়ার্ডস এবং জেফ্রি এডওয়ার্ডস ডিক বুশ
কার্স অব দ্য পিঙ্ক প্যান্থার ব্লেক এডওয়ার্ডস এবং জেফ্রি এডওয়ার্ডস রাল্ফ ই। শীতকালীন
সন অব দ্য পিঙ্ক প্যান্থার ব্লেক এডওয়ার্ডস এবং মাদলিন সানশাইন এবং স্টিভ সানশাইন রবার্ট পারগমেন্ট
দ্য পিঙ্ক প্যান্থার রবার্ট সিমন্ডস শন লেভি লেন ব্লুম এবং স্টিভ মার্টিন এবং মাইকেল সালটজম্যান লিলি কিলভার্ট জোনাথন ব্রাউন জর্জ ফোলসি জুনিয়র ক্রিস্টোফ বেক
দ্য পিঙ্ক প্যান্থার টু হ্যারাল্ড জাওয়ার্ট স্কট নিউস্টাডেটার, মাইকেল এইচ ওয়েবার এবং স্টিভ মার্টিন রিস্টি স্মিথ ডেনিস ক্রসান জুলিয়া ওওং

তথ্যসূত্র

সম্পাদনা
  1. লেনবার্গ, জেফ (১৯৯৯)। The Encyclopedia of Animated Cartoons। চেকমার্ক বুকস। পৃষ্ঠা 118–119। আইএসবিএন 0-8160-3831-7। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা