অমর উজালা

(দৈনিক অমর উজালা থেকে পুনর্নির্দেশিত)

দৈনিক অমর উজালা হিন্দি ভাষায় ভারতে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা। এটি সাত রাজ্যের ২০ টি সংস্করণ এবং ১৮০ টি জেলার প্রচলিত। এটি প্রায় তিন মিলিয়ন কপি সার্কুলেশন হয়। [] ২০১৭ সালের ইন্ডিয়ান রিডারশিপ সার্ভের রিপোর্ট অনুযায়ী পত্রিকাটির পাঠক ৪৬.০৯৪ মিলিয়ন। এটি ভারতের সংবাদপত্রগুলির মধ্যে পাঠকদের পছন্দে তৃতীয় বৃহত্তম। [][]

দৈনিক অমর উজালা
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
প্রতিষ্ঠাকাল১৯৪৮
ভাষাহিন্দি
সদর দপ্তরনিবন্ধিত অফিস: ১১০১, ১১তলা, আন্তরিক ভবন, ২২, কস্তুরবা গান্ধী মার্গ, কনট প্লেস, নয়া দিল্লি - ১১০০০১। কর্পোরেট অফিস: ১৬৪/১, মহকামপুর, দিল্লি রোড, মেরুত - ২৫০০০২ (ইউপি)।
প্রচলন২,৬১০,৭৮৪ দৈনিক (জানুয়ারি-জুন ২০১৮)
ওয়েবসাইটwww.amarujala.com

দৈনিক অমর উজালা ১৯৪৮ সালে আগ্রায় প্রথম প্রকাশিত হয়। ১৯৯৪ সালে উত্তর প্রদেশের হিন্দী সংবাদপত্র পাঠকের প্রায় ৭০ শতাংশ দৈনিক জগরণদৈনিক অমর উজালা দখল করে নিয়েছে। দৈনিক অমর উজালা পাঁচটি সংস্করণে ৪.৫ লাখ কপি বিক্রি করে। [] দৈনিক অমর উজালা প্রতিদিন ১৬ থেকে ১৮ পৃষ্ঠায় প্রকাশিত হওয়ার পাশাপাশি কর্মজীবন, জীবনধারা, বিনোদন এবং নারী ইত্যাদি বিষয়গুলি নিয়মিত প্রকাশ করে।

সংস্করণ

সম্পাদনা

দৈনিক অমর উজালা সাতটি রাজ্য ২০ টি সংস্করণ রয়েছে গুলিতে ( উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি এনসিআর এবং উত্তরপ্রদেশ ) এবং ১৮০ টি জেলার একটি কেন্দ্রীয় অঞ্চল ( চণ্ডীগড় ) রয়েছে। এটা অনলাইনে পাওয়া যায়। []

উল্লেখযোগ্য কলামিস্ট

সম্পাদনা

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Details of language wise most circulated dailies for the audit period July-December 2016" (পিডিএফ)Audit Bureau of Circulations। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৮ 
  2. "Indian Readership Survey
    (IRS) 2017"
    (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৮
     
  3. "IRS 2017: Dainik Jagran, Hindustan and Amar Ujala top three Hindi dailies
    (IRS) 2017"
    । সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৮
     
  4. Dilip Awasthi (১৫ নভেম্বর ১৯৯৪)। "Belligerent as ever, Mulayam Singh Yadav takes on the press"India Today। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৪ 
  5. "Amar Ujala E-Paper"epaper.amarujala.com। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১৮