দেশী নিম প্যাঁচা

পাখির প্রজাতি

দেশী নিম প্যাঁচা (Otus bakkamoena) হল পেঁচা প্রজাতির একটি পক্ষী। এদের দক্ষিণ এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশ হয়ে পূর্ব এশিয়ার আবর উপদ্বীপ পর্যন্ত দেখা যায়। পূর্বে এদের কন্ঠী নিমপ্যাঁচার (Otus lettia) অন্তভুক্ত করা হলেও পরে এদের আলাদা প্রজাতি হিসাবে গণ্য করা হয়। লক্ষ্মীপেঁচা (Tyto alba) ও কৃষ্ণকায় মাছ পেঁচার (Ketupa zeylonensis) থেকে এদের বর্ণনা দেওয়া যায়, যাদের সিংহলি ভাষায় bakamuna বলে।[]

দেশী নিম প্যাঁচা
Otus bakkamoena
Grey morph
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Strigiformes
পরিবার: Strigidae
গণ: Otus
প্রজাতি: O. bakkamoena
দ্বিপদী নাম
Otus bakkamoena
(Pennant, 1769)

দেশী নিম প্যাঁচা সাধারণত বনে ও বনাচ্ছাদিত স্থানে বাসা বাঁধে। এরা গাছের মধ্যেকার গর্তে বাসা তৈরি করে। এরা সাধারণত একসাথে তিন থেকে পাঁচটি ডিম পাড়ে।

দেশী নিম প্যাঁচা একটি ছোটো প্রজাতির পেঁচা (২৩-২৫ সেমি.), যদিও এরা স্কোপ্স প্রজাতির পেঁচাদের মধ্যে বড়ো। অন্যান্য স্কোপ্স পেঁচাদের মতো এদের ক্ষুদ্রাকার মাথা থাকে।

এদের দেখতে অনেকটা কন্ঠী নিমপ্যাঁচা (Otus lettia) ও উদয়ী নিম প্যাঁচার (Otus sunia) মতো। শুধুমাত্র গলার স্বর ও চোখের মণির রঙ দেখেই এদের আলাদা করে যায়।

চিত্রসমূহ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Otus bakkamoena"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2012.1প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১২ 
  2. Pittie, Aasheesh (২০০৪)। "A dictionary of scientific bird names originating from the Indian region"Buceros9 (2): 1–30। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৪