উদয়ী নিম প্যাঁচা
উদয়ী নিম প্যাঁচা (Otus sunia) হল একটা ছোটো আকারের স্কোপ্স পেঁচা যাদেরকে প্রধানত পাওয়া যায় দক্ষিণ এশিয়া। এদেরকে প্রধানত শুষ্ক বনভুমিতে দেখতে পাওয়া যায়। এদেরকে প্রধানত চেনা যায় তাদের অন্যরকমের ডাকের সাহায্যে। আলাস্কাতে এদের নিয়ে দুটো রেকর্ড আছে। বাংলাদেশে এদের সুন্দরবন ও সুন্দরবনসংলগ্ন এলাকায়, বৃহত্তর সিলেট ও চট্টগ্রামের টিলা-পাহাড়ি বনে এদের দেখা যায়। এদের বাংলা নাম ছোট নিমপোখ।[২]
উদয়ী নিম প্যাঁচা Otus sunia | |
---|---|
উদয়ী নিম প্যাঁচা (বাঁদিকে) বাদামী-পিঠ পেচকশিশু এর সাথে। | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Strigiformes |
পরিবার: | Strigidae |
গণ: | Otus |
প্রজাতি: | O. sunia |
দ্বিপদী নাম | |
Otus sunia Hodgson, 1836 |
বর্ণনা
সম্পাদনাহলুদ চোখের এই ছোট পেঁচাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি বিরল প্রজাতির পাখি। এ পর্যন্ত লালচে-ধূসর, ধূসর-বাদামি এবং লালচে-বাদামি পালকযুক্ত নিমপোখের অস্তিত্ব পাওয়া গেছে। এদের মাথার উপরে কানের দুপাশে শিঙের মত দেখতে দুটি পালক গুচ্ছ রয়েছে, এগুলো সবসময় খাড়া থাকে না। এদের শরীরের উপরের দিকে মাথা-পিঠে ধূসর-বাদামি বা লালচে-ধূসর রঙের ছিট ছিট দাগ থাকে এবং শরীরের নিচের অংশে বুকে-পেটে সাধাটে-ধূসর বর্ণের পালক থাকে।
দৈর্ঘ্য সাধারণত ১৭ থেকে ২১ সেন্টিমিটার হয়ে থাকে। পাখার দৈর্ঘ্য ১১.৯-১৫.৮ সেন্টিমিটার এবং লেজের দৈর্ঘ্য ৪.৯-৭.৫ সেন্টিমিটার হয়। ওজন হয় ৭৫-৯৫ গ্রাম। স্ত্রী পাখিরা সাধারণত পুরুষদের তুলনায় ভারী হয়।
এই নিশাচর পাখিটি খোলা এবং আধা-খোলা বনভূমি, প্রায় বৃক্ষ শূন্য নদীর তীরে বাস করে। এরা বেশিরভাগ সময়ে নিকটবর্তী বনপ্রান্তে বা জঙ্লাভূমিতে শিকার করে। দিনের বেলা গাছের গুঁড়িতে ডালে বা গর্তে পাতার ঘন সন্নিবেশের আড়ালে লুকিয়ে থাকে। এদের কার্যকলাপ শুরু হয় গোধূলির পর থেকে।
এর মূলত পোকামাকড় ও মাকড়সা খেয়ে থাকে। কখনো কখনো এরা ছোট মেরুদণ্ডী প্রাণিও শিকার করে। দাড়িয়ে থেকে বা উড়ন্ত উভয় অবস্থাতে এরা শিকারে পটু।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ BirdLife International (২০১২)। "Otus sunia"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।
- ↑ [দৈনিক প্রথম আলো, শেষ পাতা ২০ সেপ্টেম্বর ২০১৯, নিবন্ধ: বিরল আবাসিক পাখি: বেঁটেখাটো ছোট নিমপোখ
- ↑ Oriental Scops Owl ~ Otus sunia