দেশি কই
দেশি কই (বৈজ্ঞানিক নাম: Anabas testudineus) (ইংরেজি: Climbing perch) হচ্ছে Anabantidae পরিবারের Anabas গণের একটি স্বাদুপানির মাছ।
দেশি কই Climbing perch | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
প্রতিশব্দ | |
বর্ণনা
সম্পাদনাদেশি কই বেশ জনপ্রিয় একটি প্রজাতি। বাঙালিসহ অনেক দেশের মানুষের খাবারের তালিকায় আছে এই মাছ। এই মাছ লম্বায় ২৫ সেমি হয়। মাঝারি আকারের আইশ দ্বারা আবৃত দেহ। পাখনার রং হালকা হলদেটে। পানি ছাড়া এই প্রজাতিটি ৬ থেকে ১০ ঘণ্টা জীবিত থাকে।[১]
বিস্তৃতি
সম্পাদনাএই মাছ বাংলাদেশ, ভারত, চীন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, পলিনেশিয়া, পাকিস্তান প্রভৃতি অঞ্চল পর্যন্ত বিস্তৃত।
বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ
সম্পাদনাআইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়। এই মাছটি অধিক দূষিত জলজ পরিবেশে টিকে থাকতে সক্ষম এবং বায়ু থেকে শ্বাস নেয় বলে এদেশীয় বাস্তুতন্ত্রে এখনও ঠিকে আছে। জলাশয় সেচ বা শুকিয়ে মাছ আহরণ করার কারণে এ মাছ হুমকির সম্মুখীন।[২]
মন্তব্য
সম্পাদনাপরিণত মাছের দৈর্ঘ্য ১০ সেমি। এই মাছ বাসা তৈরি করে না। মাছটি তার ডিমের কোন যত্ন নেয় না, ডিম দেওয়ার পড়ে তা পানির উপরে ভাসতে থাকে। ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে। পরিণত মাছের দেহ অধিকতর গাঢ় বর্ণের এবং পায়ুপাখনাও তুলনামূলকভাবে বড় হয়ে থাকে।
চিত্রশালা
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Hughes, G. M.; B. N. Singh (১৯৭০)। "Respiration in an Air-Breathing Fish, the Climbing Perch Anabas Testudineus Bloch"। Journal of Experimental Biology। 53: 265–280। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২০।
- ↑ সাহা, বিমল কান্তি (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ। ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২৭৭–২৭৮। আইএসবিএন 984-30000-0286-0
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।