দেবী ঘোষাল
ভারতীয় রাজনীতিবিদ
দেবী ঘোষাল একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে লোকসভার সাংসদ ছিলেন।[১]
দেবী ঘোষাল | |
---|---|
সাংসদ, লোকসভা | |
কাজের মেয়াদ ১৯৮৪ – ১৯৮৯ | |
পূর্বসূরী | মহম্মদ ইসমাইল |
উত্তরসূরী | তড়িৎ বরণ তোপদার |
সংসদীয় দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
নির্বাচনী এলাকা | ব্যারাকপুর লোকসভা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১লা নভেম্বর, ১৯৩৪ |
মৃত্যু | ৫ই আগস্ট,২০২২ |
জাতীয়তা | ভারতীয় |
দাম্পত্য সঙ্গী | জলী ঘোষ |
তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০২২ সালের ৫ই আগস্ট দেবী ঘোষাল মারা যান।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Barrackpore Lok Sabha Election Result - Parliamentary Constituency"। resultuniversity.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-১০।
- ↑ "দেবী ঘোষাল প্রয়াত, ভুগছিলেন বয়সজনিত সমস্যায়"।