ব্যারাকপুর লোকসভা কেন্দ্র
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গ রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫১ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয় এবং মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এটি ৫ টি আসনের একটি, যা উত্তর চব্বিশ পরগনা জেলা প্রতিনিধিত্ব করে এবং ব্যারাকপুর শহরে লোকসভা কেন্দ্রের সদর দফতর। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল বাংলা ও ইংরেজি।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্র | |
---|---|
লোকসভা নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
অঞ্চল | পূর্ব ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
বিধানসভা নির্বাচনী এলাকা | আমডাঙা বীজপুর নৈহাটি ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া ব্যারাকপুর |
প্রতিষ্ঠিত | ১৯৫১-বর্তমান |
মোট নির্বাচক | ১৪,৩৩,২৭৬[১] |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব অর্জুন সিং | |
দল | বিজেপি |
নির্বাচিত বছর | ২০১৯ |
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি উত্তর চব্বিশ পরগনা জেলা পশ্চিম অংশ জুড়ে বিস্তৃত।
বিধানসভা কেন্দ্র গুলি
সম্পাদনালোকসভা কেন্দ্রটি ৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এগুলি হল- আমডাঙা বিধানসভা কেন্দ্র, বীজপুর বিধানসভা কেন্দ্র, নৈহাটি বিধানসভা কেন্দ্র, ভাটপাড়া বিধানসভা কেন্দ্র, জগদ্দল বিধানসভা কেন্দ্র, নোয়াপাড়া ও ব্যারাকপুর
- বীজপুর বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় বীজপুর শহরে অবস্থিত। এটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য নয়।
- আমডাঙা বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় আমডাঙা শহরে অবস্থিত।
- নৈহাটি বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি উত্তর চব্বিশ পরগণা জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় নৈহাটি শহরে অবস্থিত।
- ভাটপাড়া বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি উত্তর চব্বিশ পরগণা জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় ভাটপাড়া শহরে অবস্থিত।
- জগদ্দল বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি উত্তর চব্বিশ পরগণা জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় জগদ্দলে অবস্থিত।
- নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি উত্তর চব্বিশ পরগণা জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় নোয়াপাড়ায় অবস্থিত।
- ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি উত্তর চব্বিশ পরগণা জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় ব্যারাকপুর শহরে অবস্থিত।
বর্তমান ও প্রাক্তন বিজয়ী সাংসদদের তালিকা
সম্পাদনানিচের সারণীটি শুরু থেকে শেষ নির্বাচন পর্যন্ত ব্যারাকপুর সংসদীয় আসনের সকল বিজয়ী ও প্রাক্তন সংসদ সদস্যের নাম উপস্থাপন করে। এটি প্রতিটি এমপি দ্বারা প্রাপ্ত ভোটের সংখ্যা এবং তারা যে রাজনৈতিক দলের সাথে যুক্ত তাও দেখায়। ব্যারাকপুর আসনের বর্তমান সংসদ সদস্য হলেন বিজেপি-এর শ্রী অর্জুন সিং।
নির্বাচনের
বছর |
সাংসদ | দল |
---|---|---|
১৯৫২ | রামানন্দ দাস | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৯৫৭ | বিমল কুমার ঘোষ | প্রজা সমাজতান্ত্রিক দল |
১৯৬২ | রেণু চক্রবর্তী | ভারতের কমিউনিস্ট পার্টি |
১৯৬৭ | মহম্মদ ইসমাইল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
১৯৭১ | ||
১৯৭৭ | সৌগত রায় | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৯৮০ | মহম্মদ ইসমাইল | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
১৯৮৪ | [[দেবী ঘোষাল]] | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৯৮৯ | তড়িৎ বরণ তোপদার | ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) |
১৯৯৬ | ||
১৯৯১ | ||
১৯৯৬ | ||
১৯৯৮ | ||
১৯৯৯ | ||
২০০৪ | ||
২০০৯ | দীনেশ ত্রিবেদী | তৃণমূল কংগ্রেস |
২০১৪ | ||
২০১৯ | অর্জুন সিং | বিজেপি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2019"। West Bengal। Election Commission of India। ৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯।