দেবিকা
দেবিকা দেবদাস (জন্ম নাম প্রমীলা দেবী) (২৫শে এপ্রিল ১৯৪৩ – ২রা মে ২০০২) হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি মূলত তামিল, তেলুগু চলচ্চিত্রে এবং অল্প কিছু মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষার চলচ্চিত্রে কাজ করেছিলেন। তিনি ১৯৬০ এর দশকে একজন জনপ্রিয় প্রধান অভিনেত্রী ছিলেন।
দেবিকা | |
---|---|
জন্ম | প্রমীলা দেবী ২৫ এপ্রিল ১৯৪৩ |
মৃত্যু | ২ মে ২০০২ চেন্নাই, তামিলনাড়ু, ভারত | (বয়স ৫৯)
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনয়শিল্পী |
কর্মজীবন | ১৯৫৪–১৯৮৬ |
দাম্পত্য সঙ্গী | দেবদাস (বি. ১৯৬৮; বিচ্ছেদ. ১৯৯০) |
সন্তান | কনকা (জন্ম ১৯৭৩) |
আত্মীয় | রঘুপতি ভেঙ্কাইয়া নাইডু (ঠাকুরদা) |
দেবিকা হলেন গজপতি নাইডুর কন্যা এবং তেলুগু চলচ্চিত্রের চূড়ামণি এবং পথপ্রদর্শক রঘুপতি ভেঙ্কাইয়া নাইডুর নাতনি।[১] তাঁর এক মামা সি বাসুদেব চেন্নাইয়ের মেয়র ছিলেন। অভিনেত্রী কনকা তাঁর মেয়ে।
চলচ্চিত্র জগত
সম্পাদনাতামিল চলচ্চিত্র জগতে, তিনি সেই সময়কার সমস্ত প্রধান নায়কদের সাথে অভিনয় করেছেন। দেবিকা চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন মুধলালি ছবির মাধ্যমে, এটি এভিএম এর একটি চলচ্চিত্র, যেটিতে তিনি এস. এস. রাজেন্দ্রনের বিপরীতে অভিনয় করেছিলেন। এই ছবিটি শ্রেষ্ঠ তামিল ভাষার চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পক্ষ থেকে সেই বছরের জন্য একটি শংসাপত্র পেয়েছিল (সেরা আঞ্চলিক ভাষার চলচ্চিত্র হিসেবে)।
তিনি আনন্দ জোড়ি চলচ্চিত্রে এম জি রামচন্দ্রনের বিপরীতে অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছ থেকে প্রশংসা অর্জন করেছিলেন।
শিবাজি গণেশনের সাথে তিনি যে চলচ্চিত্রগুলিতে অভিনয় করেন সেগুলি হল কারনান, কুলমগল রাধাই, আন্দাবন কাত্তালাই, আনবু কারাঙ্গল, আন্নাই ইলম, পাভা মান্নিপ্পু, মুরাদান মুথু, নীলা ভানম এবং বালে পান্ডিয়া।
সুমাইথাঙ্গী চলচ্চিত্রে তাঁর ভূমিকা খুবই স্পর্শকাতর ছিল। যদিও তিনি এই ছবিতে জেমিনি গণেশনের সাথে জুটিবদ্ধ ছিলেন, এই সম্পর্কটি পরিণয়ে সম্পূর্ণতা পায়নি এবং শেষটা ছিল বিয়োগান্তক। এই চলচ্চিত্রটি ছিল শ্রীধর নির্মিত।
তিনি আরও কিছু শ্রীধর নির্মিত চলচ্চিত্রে অভিনয় করেন যেমন নেনজাম মারাপ্পাথিল্লাই এবং নেঞ্জিল অর আলায়াম। নেঞ্জিল অর আলায়াম ছবির সোনাধু নে থানা গানটি গানের কথা ও সুর ছাড়াও তাঁর অভিনয়ের কারণে জনপ্রিয় হয়ে উঠেছিল।
দেবিকা বুকে ব্যথার অভিযোগ করে মাদ্রাজ হাসপাতালে ভর্তি হন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েকদিন পর মারা যান।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাতামিল
সম্পাদনা- নানুম ওরু থোজিলালি(১৯৮৬)
- সত্যম (১৯৭৬)
- ইপ্পাদিয়ুম ওরু পেন (১৯৭৫)
- পিল্লাই সেলভাম(১৯৭৪)
- পারুভা কালাম (১৯৭৪)
- ভারত বিলাস (১৯৭৩)
- আনবু সগোধরারগাল (১৯৭৩)
- ভেগুলি পেন (১৯৭১)
- আন্নাই ভেলাঙ্কানি (১৯৭১)
- ইঙ্গিরুন্ধো বনধাল (১৯৭০)
- দেবী (১৯৬৮)
- দেইভেগা উরাভু(১৯৬৮)
- থায়ে উনাক্কাগা(১৯৬৬)
- সরস্বতী সাবাথম(১৯৬৬)
- মারক্কা মুদিউমা?(১৯৬৬)
- থিরুভিলাইয়াডাল (১৯৬৫)
- আনবু করঙ্গাল (১৯৬৫)
- শান্তি(১৯৬৫)
- নীলা ভানাম (১৯৬৫)
- পাজানি (১৯৬৫)
- ভাজকাই পদগু(১৯৬৫)
- মুরাদান মুথু (১৯৬৪)
- কারনান (১৯৬৪)
- আন্দাবন কাট্টলাই (১৯৬৪)
- নেনজাম মারাপ্পাথিল্লাই(১৯৬৩)
- ইধ্যাথিল নি (১৯৬৩)
- আনন্দ জোধি (১৯৬৩)
- কুলামগাল রাধাই (১৯৬৩)
- বনমবাদি (১৯৬৩)
- কুবের থিভু (১৯৬৩)
- ইয়ারুক্কু সোন্থাম(১৯৬৩)
- কাদাভুলাই কান্দেন(১৯৬৩)
- পান্নাইয়ার মাগান (১৯৬৩)
- আন্নাই ইলম (১৯৬৩)
- নেঞ্জিল অর আলায়াম (১৯৬২)
- পিরান্ধা নল (১৯৬২)
- নেয়া নানা? (১৯৬২)
- বান্ধা পাসম (১৯৬২)
- সুমাইথাঙ্গি (১৯৬২)
- দক্ষযজ্ঞম (১৯৬২) সাথী দেবীর চরিত্রে
- বলে পান্ডিয়া(১৯৬২)
- আদি পেরুক্কু (১৯৬২)
- পাঙ্গালিগাল (১৯৬১)
- মামিয়ারুম ওরু ভিতু মারুমাগেলে (১৯৬১)
- মল্লিয়াম মঙ্গলম (১৯৬১)
- কানাল নীর (১৯৬১)
- পাভা মানিপ্পু (১৯৬১)
- নাগা নন্দিনী (১৯৬১)
- কালথুর কান্নাম্মা (১৯৬০)
- ইভান অ্যাভানেথান (১৯৬০)
- পাঞ্চালি (১৯৫৯)
- সহধরি (১৯৫৯)
- নালু ভেলি নীলম (১৯৫৯)
- আনবু এঞ্জে (১৯৫৮)
- মনমাগন থেভাই(১৯৫৭)
- মুধলালি (১৯৫৭)
তেলুগু চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- আদাভালে আলিগিথে (১৯৮৩)
- আদা ব্রাথুকু (১৯৬৫)
- আন্না চেল্লালু (১৯৬০)
- আত্তা ওকিন্তি কোদালে(১৯৫৮)
- ভাম বিজয়ম (১৯৬৭)
- বাতাসারি (১৯৬১)
- চিন্নানাটি স্নেহিতুলু(১৯৭১)
- চিত্তি তাম্মুদু (১৯৬২)
- ধর্ম পথিনী(১৯৬৯)
- দেসা দ্রোহুলু (১৯৬৪)
- দক্ষ্যাগনম (১৯৬২) সাথী দেবীর চরিত্রে
- গান্ডিকোটা রহস্যম (১৯৬২) ললিতার চরিত্রে
- গালি মেডালু (১৯৬২)
- কাঞ্চু কোটা (১৯৬৭)
- কারনান (১৯৬৩)
- কান্না কোডুকু (১৯৬১)
- মঙ্গলসূত্রম(১৯৬৬)
- মহামন্ত্রী তিম্মারুসু(১৯৬২)
- মঙ্গল্যম(১৯৬০)
- নিন্দু মানাসুলু (১৯৬৭)
- নিপুলান্তি মনীষী(১৯৭৪)
- নিলুভু দোপিদি(১৯৬৮)
- নুভা? নেনা? (১৯৬২)
- পল্লেতুরি চিন্নোডু(১৯৭৪)...জনকাম্মা
- পাপম পাসিভাদু (১৯৭২) জানকী চরিত্রে
- পাপা কোসাম (১৯৬৮)
- পিন্নি (১৯৬৭)
- পেম্পুডু কুথুরু (১৯৬৩)
- পেন্ডলি পিলুপু (১৯৬১)
- পাপা পরিহারম (১৯৬১)
- রাজাকোটা রহস্যম (১৯৭১) কাঞ্চনা চরিত্রে
- রক্ত সম্বন্ধম (১৯৬২)
- রেচুক্কা (১৯৫৫) ললিতা দেবীর চরিত্রে
- শ্রীমদ্বিরত বীরব্রহ্মেন্দ্র স্বামী চরিত্র (১৯৮৪)
- শ্রী কৃষ্ণঞ্জনেয়া যুদ্ধাম (১৯৭২)
- শ্রী কৃষ্ণ সত্য (১৯৭১) রুক্মিণী চরিত্রে
- সুগুণসুন্দরী কথা(১৯৭০)
- শ্রী কৃষ্ণাবতারম (১৯৬৭)
- সোমভরা ব্রত মহাথিয়াম (১৯৬৩)
- সভাস রাজা (১৯৬১)
- সহস্র সিরচেদা অপূর্ব চিন্তামণি(১৯৬০)
- সন্তি নিবাস(১৯৬০)
- সভাস রামুডু (১৯৫৯)
- তারা শসংকাম (১৯৬৯) তারা চরিত্রে
- ট্যাক্সি রামুডু (১৯৬১)
- বিজয়ম মানদে (১৯৭০)
- মনমাগন থেভাই(১৯৫৭)
মালয়ালম
সম্পাদনা- পুলিমান(১৯৭২)
- সি.আই.ডি. ইন জঙ্গল(১৯৭১)
- নিজলত্তম (১৯৭০)
- করুণা (১৯৬৬)
- কাট্টুপুক্কল (১৯৬৫) অ্যানির চরিত্রে
হিন্দি
সম্পাদনা- নয়া দিন নাই রাত (১৯৭৪)
- গ্রহস্তি (১৯৬৩)
- মানুষ-মৌজি (১৯৬২)
- ঘরানা (১৯৬১)
- ঘর সংসার(১৯৫৮)
কন্নড়
সম্পাদনা- মাদি মাদিদাভারু (১৯৭৪)
- ভালে রানী (১৯৭২)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Devika – Popular South Indian Actress of Yesterdays"। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৩।
- "Blend of grace and charm"। The Hindu। ১০ মে ২০০২। ২১ জুন ২০০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দেবিকা (ইংরেজি)