পদ্মা ব্যাংক পিএলসি

বাংলাদেশের ব্যাংক
(দি ফারমার্স ব্যাংক লিমিটেড থেকে পুনর্নির্দেশিত)

পদ্মা ব্যাংক পিএলসি[] (পূর্বনাম দি ফারমার্স ব্যাংক লিমিটেড)[][] বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক। অনিয়ম-জালিয়াতির দায়ে আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয়। ২০১৮ সালে বাংলাদেশের চারটি সরকারি ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ব্যাংকটির বড় অংশ শেয়ার অধিগ্রহণ করে। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালু হলে নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক।[][]

পদ্মা ব্যাংক পিএলসি
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি
শিল্পব্যাংকিং, আর্থিক পরিসেবা
প্রতিষ্ঠাকাল৩ জুন ২০১৩; ১১ বছর আগে (2013-06-03)
সদরদপ্তর৪২, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা, বাংলাদেশ
পণ্যসমূহফাইন্যান্স ও বীমা
কনসুমার ব্যাঙ্কিং
যৌথ ব্যাঙ্কিং
ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং
বিনিয়োগ ব্যবস্থাপন
ওয়েবসাইটwww.padmabankbd.com

ইতিহাস

সম্পাদনা

এই ব্যাংকটি ২০১৩ সালের ৩ জুন প্রতিষ্ঠিত হয়।[] ২০১৬ সালে শত শত কোটি টাকা অনিয়ম দেখে ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক দেয় বাংলাদেশ ব্যাংক। ঋণ কেলেঙ্কারিসহ নানা অনিয়মের কারণে ২০১৭ সালে ব্যাংকটির চেয়ারম্যান মহিউদ্দীন খান আলমগীর তার পদ ছাড়তে বাধ্য হন[] ও ব্যাংকটির এমডি এ কে এম শামীমকে বাংলাদেশ ব্যাংক অপসারণ করে।[] ২০১৮ সালের প্রথম দিকে সরকারের হস্তক্ষেপের প্রয়োজন হয়। ব্যাংকটি বাঁচাতে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এবং ইনভেস্টমেন্ট করপোরেশান অব বাংলাদেশ (আইসিবি) মূলধন জোগান দেয়।

ঋণ কেলেঙ্কারিসহ বিভিন্ন অনিময়ের কারণে সমালোচিত হওয়ার পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ ব্যাংকটির নাম পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা "‘দি ফারমার্স ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক লিমিটেড নামকরণ’" শীর্ষক এক সার্কুলার অনুযায়ী ২০১৯ সালের ২৯শে জানুয়ারি ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক লিমিটেড নামকরণ করা হয়।[][]

২০২৪ সালের মার্চ মাসে, এক্সিম ব্যাংক এবং পদ্মা ব্যাংক বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যার অধীনে এক্সিম ব্যাংক পদ্মা ব্যাংকের 'অধিগ্রহণ' করবে।[১০] জানা গেছে, একীভূত হওয়ার পর এটি এক্সিম ব্যাংক নামে চলবে।[১১]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. জনকণ্ঠ, দৈনিক। "ফারমার্স ব্যাংক এখন পদ্মা ব্যাংক"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৭ 
  2. "বদলে গেল ফারমার্স ব্যাংকের নাম"দৈনিক প্রথম আলো। ৩০ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯ 
  3. "ফারমার্স এখন পদ্মা"দৈনিক ইত্তেফাক। ২০১৯-০১-৩১। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৭ 
  4. প্রতিবেদক, নিজস্ব (২০২৩-০৯-০৫)। "পদত্যাগ করেছেন পদ্মা ব্যাংকের এমডি"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৫ 
  5. "ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন"Bangla Tribune। ২০২২-১০-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৭ 
  6. "About The Farmers Bank Limited."। ২৮ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭ 
  7. "ফারমার্স ব্যাংক ছাড়লেন মহীউদ্দীন খান আলমগীর"সমকাল। ২৮ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "বদলে গেল ফারমার্স ব্যাংকের নাম"প্রথম আলো। ৩০ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯ 
  9. "ফারমার্স ব্যাংক বদলে পদ্মা ব্যাংক"দৈনিক যুগান্তর। ৩০ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯ 
  10. "পদ্মা ও এক্সিম ব্যাংকের একত্রীকরণে কী কী পরিবর্তন আসবে?"বিবিসি বাংলা। ১৬ মার্চ ২০২৪। 
  11. "এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে পদ্মা ব্যাংক"Prothom Alo। ১৪ মার্চ ২০২৪। Archived from the original on ১৪ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা