দিস টুয়েসডে ইন টেক্সাস
দিস টুয়েসডে ইন টেক্সাস একটি পেশাদার কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) এবং সরাসরি ধারাবাহিক সম্প্রচার অনুষ্ঠান ছিল, যা ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (ডাব্লিউডাব্লিউএফ) প্রযোজনা করেছে।[২] এই অনুষ্ঠানটি ১৯৯১ সালের ৩রা ডিসেম্বর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্যান অ্যান্টোনিওয়ের ফ্রিম্যান কলিসিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
দিস টুয়েসডে ইন টেক্সাস | ||||||
---|---|---|---|---|---|---|
বিবরণ | ||||||
সংস্থা | ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন | |||||
তারিখ | ৩ ডিসেম্বর ১৯৯১ | |||||
মাঠ | ফ্রিম্যান কলিসিয়াম | |||||
শহর | স্যান অ্যান্টোনিও, টেক্সাস | |||||
দর্শক সংখ্যা | ৮,০০০[১] | |||||
প্রতি-দর্শনে-পরিশোধ-এর কালানুক্রমিক | ||||||
|
প্রাক-প্রদর্শনে নয়টিসহ মূল অনুষ্ঠান মিলিয়ে সর্বমোট চৌদ্দটি ম্যাচ এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সর্বশেষ ম্যাচে হাল্ক হোগান ডাব্লিউডাব্লিউএফ চ্যাম্পিয়নশিপ ম্যাচে দি আন্ডারটেকারকে পরাজিত করেছে। অন্যান্য শীর্ষস্থানীয় ম্যাচে, রিপো ম্যান ও টেড ডিবিয়াসি ট্যাগ টিম ম্যাচে এল মাতাদোর ও ভার্জিলকে এবং একক ম্যাচে দ্য ব্রিটিশ বুলডগ দ্য ওয়ারলর্ডকে পিনফলের মাধ্যমে পরাজিত করেছে।
কাহিনী
সম্পাদনাএই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত ছিল, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ম্যাচগুলোর ফলাফল ডাব্লিউডাব্লিউএফের লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত ছিল,[৩][৪] যার ধারাবাহিক কাহিনী ডাব্লিউডাব্লিউএফের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে প্রদর্শন করা হয়েছে।[৫]
পটভূমি
সম্পাদনা১৯৯১ সালের এই অনুষ্ঠানটি দিস টুয়েসডে ইন টেক্সাস কালানুক্রমিকের প্রথম অনুষ্ঠান ছিল, যা ৩রা ডিসেম্বর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্যান অ্যান্টোনিওয়ের ফ্রিম্যান কলিসিয়ামে আয়োজন করার জন্য নির্ধারণ করা হয়েছিল। এই অনুষ্ঠানটি ঐতিহ্যগতভাবে প্রতি-দর্শনে-পরিশোধে সম্প্রচার করার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে ধারাবাহিক সম্প্রচার পরিষেবায় সরাসরি সম্প্রচার করা হয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.prowrestlinghistory.com/supercards/usa/wwf/miscppvs1990s.html#tuesday
- ↑ http://thehistoryofwwe.com/91.htm
- ↑ গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]। HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২।
- ↑ "Live & Televised Entertainment" [সরাসরি এবং টেলিভিশন বিনোদন]। webcitation (ইংরেজি ভাষায়)। ডাব্লিউডাব্লিউই। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২।
- ↑ স্টেইনবার্গ, ব্রায়ান (২৫ মে ২০১৬)। "WWE's 'Smackdown' Will Move To Live Broadcast On USA (EXCLUSIVE)" [ডাব্লিউডাব্লিউইর 'স্ম্যাকডাউন' ইউএসএতে সরাসরি সম্প্রচার হবে (এক্সক্লুসিভ)]। Variety (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৬।