দিঘি বলতে সাধারণত বড় পুকুর বা বড় সরোবরকে বুঝায়।[] পৃথিবী অনেক দেশে এই বিশাল সরোবর ছড়িয়ে ছিটে আছে।এটি সাধারণত মুক্ত ও স্বাদু পানির জলাশয় প্রাকৃতিক এবং কৃত্তিম উভয়ভাবে গড়ে উঠে। বাংলাদেশ ও ভারতে প্রচুর পরিমাণে দিঘি প্রবহমান। মুক্ত পানির জলাশয় হওয়াতে এতে প্রচুর পরিমাণে মাছ উৎপাদন করা যায়।ঋতুচক্রের কারণে এই মুক্ত জলাশয়ের পানির উর্ধ্বগতি এবং ভাটা দেখা দেয়।সাধারণত বর্ষাকালে এর পানি প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং বর্ষা ঋতু অতিবাহিত হওয়ার পর পুনরায় তার অবস্থানে ফিরে আসে। ঋতু আবর্তনের কারণে কোন কোন সময় এই জলাশয় তার যৌবন হারায় এবং চিকচিক বালুকনা নজরে আসে।ছোট আকৃতির মাছ থেকে শুরু করে মাঝারি এবং বড় আকৃতির মাছ এখানে চাষ করা সম্ভব৷

রামসাগর দিঘি, দিনাজপুর

দিঘির তালিকা

  1. সিন্দুরমতি দিঘি
  2. মসাজানের দিঘী

তথ্যসূত্র

সম্পাদনা

বহিসংযোগ

সম্পাদনা