দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়
দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয় (ডীএইচইউ) ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত একটি পাবলিক রাজ্য বিশ্ববিদ্যালয়। গ্রীনফিল্ড বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮-এর অধীনে এই বিশ্ববিদ্যালয়টি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়।[১][২] ২০২১ সালের নভেম্বরে সুবীরেশ ভট্টাচার্যকে প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।[৩][৪][৫] এটি নেপালি, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ এবং গণিতে শিক্ষা প্রদান করে।[৩]
ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ২০২১ |
আচার্য | পশ্চিমবঙ্গের রাজ্যপাল |
উপাচার্য | সুবীরেশ ভট্টাচার্য |
অবস্থান | , , ভারত |
ওয়েবসাইট | www |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Greenfield University Act, 2018" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১।
- ↑ "Greenfield University (Amendment) Act, 2018" (পিডিএফ)। ২৩ নভেম্বর ২০২১।
- ↑ ক খ "Hills varsity issues notice seeking application to six new PG courses"। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১।
- ↑ "দার্জিলিং পাহাড়ে চালু হল প্রথম বিশ্ববিদ্যালয়, পাহাড়বাসী পেল দার্জিলিং হিল ইউনিভার্সিটি"। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১।
- ↑ "রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত মংপুতে পাহাড় বিশ্ববিদ্যালয়"। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২১।