দানিয়েল মালদিনি

ইতালীয় ফুটবল খেলোয়াড়

দানিয়েল মালদিনি (ইতালীয়: Daniel Maldini, ইতালীয় উচ্চারণ: [daˈnjɛl malˈdiːni]; জন্ম: ১১ অক্টোবর ২০০১) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব এসি মিলান এবং ইতালি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[][] তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

দানিয়েল মালদিনি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দানিয়েল মালদিনি
জন্ম (2001-10-11) ১১ অক্টোবর ২০০১ (বয়স ২৩)
জন্ম স্থান মিলান, ইতালি
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
এসি মিলান
জার্সি নম্বর ২৭
যুব পর্যায়
২০১০–২০২০ এসি মিলান
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০২০– এসি মিলান ১০ (১)
জাতীয় দল
২০১৯ ইতালি অনূর্ধ্ব-১৮ (০)
২০১৯ ইতালি অনূর্ধ্ব-১৯ (০)
২০২১– ইতালি অনূর্ধ্ব-২০ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১০–১১ মৌসুমে, ইতালীয় ফুটবল ক্লাব এসি মিলানের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মালদিনি ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৯–২০ মৌসুমে, এসি মিলানের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। ২০১৯ সালে, মালদিনি ইতালি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

দানিয়েল মালদিনি ২০০১ সালের ১১ই অক্টোবর তারিখে ইতালির মিলানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি তৎকালীন এসি মিলানের অধিনায়ক পাওলো মালদিনি এবং ভেনেজুয়েলার মডেল আদ্রিয়ানা ফোসার দ্বিতীয় পুত্র।[] তার পিতামহ সেসারে মালদিনিও ১৯৬০-এর দশকে এসি মিলানের অধিনায়কত্ব করেছেন, যার ফলে তিনি উক্ত ক্লাবের তৃতীয় প্রজন্মের খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তার বড় ভাই ক্রিস্তিয়ান মালদিনি এসি মিলানের যুব দলের হয়ে খেলেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

মালদিনি ইতালি অনূর্ধ্ব-১৮, ইতালি অনূর্ধ্ব-১৯ এবং ইতালি অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ইতালির প্রতিনিধিত্ব করেছেন।[] ২০১৯ সালের ২২শে মার্চ তারিখে তিনি প্রীতি ম্যাচে নেদারল্যান্ডস অনূর্ধ্ব-১৮ দলের বিরুদ্ধে ম্যাচে ইতালি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Player - DANIEL MALDINI"Lega Serie A। ১ জুলাই ২০১৯। ২৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  2. "Daniel Maldini"AC Milan। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  3. Speroni, Enrica (১৪ অক্টোবর ২০০৫)। "«Vi racconto i miei Maldini»" [«I will tell you about my Maldinis»]। La Gazzetta dello Sport (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "Convocazioni e presenze in campo – Daniel Maldini" [Call-ups and appearances – Daniel Maldini]। FIGC (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০ 
  5. "Netherlands U18 - Italy U18, Mar 22, 2019 - International Friendlies - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ২২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  6. "Netherlands - Italy 2:0 (U18 Friendlies 2019, March)"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ 
  7. "Convocazioni e presenze in campo – Daniel Maldini" [Call-ups and appearances – Daniel Maldini]। FIGC (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা