দশা (তরঙ্গ)
তরঙ্গের অবস্থা নির্দেশক রাশি
(দশা থেকে পুনর্নির্দেশিত)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যে কোনো মুহূর্তে গতির সম্যক অবস্থাকে তার দশা(Phase) বলা হয়। এখানে গতির সম্যক অবস্থা অর্থ হলো একটি নির্দিষ্ট মুহূর্তে কণাটির সরণ, বেগ, ত্বরণ ইত্যাদি। একই বেগে গতিশীল দুটি কণার সরণ যদি একই দিকে হয়, তাহলে বলা যায় কণা দুটি সমদশা সম্পন্ন। একে গ্রিক বর্ণ ফাই () দিয়ে প্রকাশ করা হয়। দশা পার্থক্য হলো কোণের পার্থক্য
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রামাণিক, মোহাম্মদ গোলাম হোসেন, উদ্দিন, দেওয়ান নাসির এবং ইসলাম, রবিউল. ২০১৯. পদার্থবিজ্ঞান প্রথম পত্র: একাদশ ও দ্বাদশ শ্রেণি. (ষষ্ঠ সংস্করণ). অক্ষর-পত্র প্রকাশনী, ঢাকা.