দলদলিয়া ইউনিয়ন
দলদলিয়া ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ। এটি উলিপুর উপজেলার উত্তর পশ্চিম কোণে অবস্থিত। উলিপুর থেকে ৯ কিলোমিটার দূরত্বে দলদলিয়া ইউনিয়ন অবস্থিত। দলদলিয়া বাজারের দক্ষিণ দিক দিয়ে বয়ে গেছে তিস্তা নদী যার অপর তীড়ে গাইবান্ধা এই ইউনিয়নের গ্রাম গুলোর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রাম হলো, উত্তর দলদলিয়া, করতোয়ার পাড়, দামুয়ার পাড়, খাঁন পাড়া, বাহারবন্ধ, বড় মিয়া পাড়া, ছোট মিয়া পাড়া, সরদার পাড়া। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫৫.৪৯.৯৪.৩৩।[২]
দলদলিয়া | |
---|---|
ইউনিয়ন | |
ডাকনাম: দলদলিয়া ইউপি | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | উলিপুর উপজেলা |
আসন | কুড়িগ্রাম-৩ |
আয়তন[১] | |
• মোট | ২২.৫৫ বর্গকিমি (৮.৭১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১] | |
• মোট | ২৩,০৮৪ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৬.৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস:
সম্পাদনাহয়রত দলদলিয়া(রাঃ)এর নাম অনুসারে দলদলিয়া ইউনিয়নের নাম করন করা হয়েছে।
সম্পাদনাভৌগোলিক অবস্থান ও আয়তন
সম্পাদনাউলিপুর উপজেলা সদর হতে পূর্ব দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৫৫৭৩ একর বা ২২.৫৫ বর্গকিলোমিটার।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাদলদলিয়া ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। গ্রামসমূহ হল —
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দলদলিয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৩০৮৪ জন[১] যারা ৬৩৮০ টি পরিবারে বসবাস করে, যার মধ্যে পুরুষ হল ১০৮০৭ জন এবং নারী হল ১২২৭৭ জন।
গ্রাম ভিত্তিক জনসংংখ্যা নিম্নরুপ। মহাদেব- ২,৯৪৭জন, সরফদি- ২,৯৪২জন, রতিদেব- ৩,৫২৫জন, অর্জুন- ২,১৭৭জন, কর্পুরা- ৪,৩৫৪জন, ঘাটিয়াল পাড়া- ১,৫২১জন, কাজী পাড়া- ৩,৮৫৭ জন, খামার মাগুরা- ১,৪৭০জন, উত্তর দলদলিয়া- ৫,৫৫৫জন, রাজারাম- ১,৪২৫জন, দলদলিয়া- ৪২৪৬জন, পাতিলাপুর- ১,৭২৬জন।[৩]
শিক্ষা ও সংস্কৃতি
সম্পাদনাদলদলিয়া ইউনিয়নের গড় সাক্ষরতা হার ৫৬.৯%। তার মধ্যে নারী শিক্ষার হার ৫৩.১% এবং পুরুষ শিক্ষার হার ৬১.৪%। এখানকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেঃ
অর্থনীতি ও যোগাযোগ
সম্পাদনাদলদলিয়া ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর।
আরও দেখুন
সম্পাদনা- ↑ ক খ গ Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান (পৃষ্ঠা নম্বরঃ ৪৪৩)। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। পৃষ্ঠা ৪৪৩। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৭।
- ↑ "Rangpur Division" (পিডিএফ)। www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "দলদলিয়া ইউনিয়ন - গ্রাম ভিত্তিক জনসংখ্যা"। ২০১৯-১১-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৭।