দক্ষিণ সুরমা উপজেলা
দক্ষিণ সুরমা উপজেলা বাংলাদেশের সিলেট জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি সিলেট জেলার নবীন উপজেলা; যা ২০০৫ সালের ২৯ জানুয়ারি তে অনুষ্ঠিত নিকার-এর ৯১ তম বৈঠকের নতুন প্রশাসনিক উপজেলা গঠনের সিদ্ধান্তের প্রেক্ষিতে গঠিত হয়। এখানে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়, ডিআইজি সিলেট রেঞ্জ এর কার্যালয়, সিলেট শিক্ষা বোর্ড ভবন, কারিগরি মহিলা প্রশিক্ষণ কেন্দ্র সহ বিভাগীয় পর্যায়ের সরকারি সকল প্রতিষ্ঠানের দপ্তর অবস্থিত।[২]
দক্ষিণ সুরমা | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে দক্ষিণ সুরমা উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°৪৯′১৬.০৩২″ উত্তর ৯১°৫৩′২৫.৪০৪″ পূর্ব / ২৪.৮২১১২০০০° উত্তর ৯১.৮৯০৩৯০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
আয়তন | |
• মোট | ১৮৭.৬৭ বর্গকিমি (৭২.৪৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,৫৩,৩৮৮ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৯.১৪% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৩১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনাএই উপজেলার সিলেট সদর উপজেলা, দক্ষিণে ফেঞ্চুগঞ্জ উপজেলা ও বালাগঞ্জ উপজেলা, পূর্বে গোলাপগঞ্জ উপজেলা, পশ্চিমে বিশ্বনাথ উপজেলা। এই উপজেলাটি সিলেট জেলা হতে মাত্র ০৯ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাদক্ষিণ সুরমা উপজেলায় বর্তমানে ৮টি ইউনিয়ন রয়েছে সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম দক্ষিণ সুরমা থানার, আওতাধীন ইউনিয়নসমূহ হল
ইতিহাস
সম্পাদনাদক্ষিণ সুরমা থানা গঠিত হয় ১৯৮৩ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ২০০৫ সালে।[৩]
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার : ৫৯.১৪% (পুরুষ - ৬৩.০৯%, মহিলা - ৫৪.৬১%)
কৃষি
সম্পাদনাপ্রধান কৃষি ফসল ধান, গম, সুগন্ধি চাল। প্রধান ফল-ফলাদি আম, আনারস, লেবু (আঞ্চলিক শব্দ : লেম্বু), কতবেল, পেয়ারা (আঞ্চলিক শব্দ : শফরি)।
স্বাস্থ্য
সম্পাদনাউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স - ০১টি (৩১ শয্যা বিশিষ্ট)
দর্শনীয় স্থান
সম্পাদনা- জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙা মাদ্রাসা।
- তালীমুল কোরআন হাফিজীয়া মাদরাসা, নৈখাই, গোয়াশপুর।
- তুরুকখলা ইসলামিয়া বালিকা আলীম মাদ্রাসা।
- জিঞ্জির আরকুম শাহ রঃ মাজার।[৩]
- বিরাহিম পুর খান বাহাদুর জমিদার বাড়ি/
সাবেক বিমান বাহিনীর প্রধান মাহবুব আলি খানের বাড়ি।
- জালালপুর জমিদার বাড়ী
- সৈয়দ যাকীর শাহ ফাতিমী মাক্কী এর মাজার, তুড়ুকখলা, দাউদপুর ইউনিয়ন।
- শাহ শেখ ফরিদ-এর মাজার ও পাঞ্জেগানা
মসজিদ - ফরিদপুর গ্রাম, লালাবাজার ইউনিয়ন।
- রিজেন্ট রিসোর্ট পার্ক, সিলাম ঠাকুর বাড়ি।
- ছাফরা বিল, মোহাম্মদ পুর ও ভরাউট
অভ্যন্তরে,
- শাহ দাঊদ কুরেশী ও শেখ হরমুজউল্লা সয়দা এর মাজার ও মসজিদ, পুর্ব দাউদপুর, দাউদপুর ইউনিয়ন।
- হায়াৎ মাহমুদ তুরুকখলা কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ)।
- কাদিপুর জামে মসজিদ,জালালপুর।
- কুশিয়ারা কনভেনশন হল,চন্ডিপুল।
- হাইল্যান্ড এগ্রো ফার্ম মোহাম্মদপুর, সিলাম।
- দক্ষিণ সুরমা সরকারি কলেজ।
- হযরত শাহ তৈয়ব ছয়লানী রঃ এর মাজার শরীফ, সিলাম চকের বাজার।
- আল্লামা মন্জলালী রঃ ছাহেব বাড়ি, আলমদীন,জালালপুর।
- সিলাম বাদশাহী টিলার খেলার মাঠ।
- হাজি হাসমত ইন্তাজ হাফিজিয়া মাদ্রাসা, দক্ষিন তুড়ুকখলা, দাউদপুর ইউনিয়ন।
- আল আকসা হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা, পূর্ব তুরুকখলা, দাউদপুর ইউনিয়ন।
- মনির আহমদ একাডেমী, তুরুকখলা, দাউদপুর ইউনিয়ন।
- দাউদিয়া গৌছুদ্দিন মাদ্রাসা, পুর্ব দাউদপুর, দাউদপুর ইউনিয়ন।
- মিরাশদার জামে মসজিদ, পুর্ব তুড়ুকখলা, দাউদপুর ইউনিয়ন।
- হক্কানিয়া কওমী মাদরাসা, পুর্ব তুড়ুকখলা, দাউদপুর ইউনিয়ন
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- দিলওয়ার -বাংলা সাহিত্যের বিখ্যাত কবি
- ই.এ. চৌধুরী -বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি এবং প্রথম ডিএমপি কমিশনার
- কমরেড পীর হাবিবুর রহমান - রাজনৈতিক ব্যক্তিত্ব।
বিবিধ
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে দক্ষিণ সুরমা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৬।
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "দক্ষিণ সুরমা উপজেলার পটভূমি"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৯ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৪।
- ↑ ক খ বাংলাপিডিয়া (২০১২)। "দক্ষিণ সুরমা উপজেলা"। বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৪।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |