ই.এ. চৌধুরী

বাংলাদেশ পুলিশের সাবেক ইন্সপেক্টর জেনারেল

চৌধুরী ইসফাকুর রহমান কুরেশী যিনি ই.এ. চৌধুরী নামে বেশী পরিচিত ছিলেন। (১৯২৮-২০০৯) বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক ছিলেন।[][][] ১৯৭৬ সালে তাঁর নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠিত হয় এবং তিনি এর প্রথম কমিশনারের দায়িত্ব পালন করেন।[][]

ই এ চৌধুরী
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক
কাজের মেয়াদ
১ ফেব্রুয়ারি ১৯৮৪ – ৩০ ডিসেম্বর ১৯৮৫
পূর্বসূরীএ এম আর খান
উত্তরসূরীএ আর খন্দকার
ব্যক্তিগত বিবরণ
জন্মচৌধুরী ইসফাকুর রহমান কুরেশী
৩১ ডিসেম্বর ১৯২৮
দাউদপুর, দক্ষিণ সুরমা, সিলেট
মৃত্যু২৮ জানুয়ারি ২০০৯
সমাধিস্থলশাহজালালের মাজার, সিলেট
জাতীয়তাবাংলাদেশি
সম্পর্কশফি আহমেদ চৌধুরী (ভাই),
ইমাম উদ্দীন আহমেদ চৌধুরী (ভাই)
পিতামাতা
  • গৌছ উদ্দিন আহমদ চৌধুরী (বাবা)
  • সারা খাতুন চৌধুরী (মা)
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়

ই এ চৌধুরী ১৯২৮ সালের ৩১ ডিসেম্বর সালে তৎকালীন ব্রিটিশ ভারতের আসামের সিলেট জেলার দক্ষিণ সুরমার দাউদপুর গ্রামের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষ হযরত শাহ দাউদ কুরেশি শাহজালালের ৩৬০ আউলিয়ার অন্যতম। তার পিতা খানবাহাদুর গৌছ উদ্দিন চৌধুরী আসাম লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন। মাতার নাম সারা খাতুন চৌধুরী। ভাই শফি আহমেদ চৌধুরী একজন ব্যবসায়ী, রাজনীতিবিদ যিনি সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য। ভাই প্রকৌশলী ইমাম উদ্দীন আহমেদ চৌধুরী সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ভাই নাসির এ চৌধুরী বাংলাদেশের বীমা ব্যক্তিত্ব।[]

শিক্ষাজীবন

সম্পাদনা

ই এ চৌধুরী ১৯৪৩ সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পাশ করেন। পরবর্তীতে সিলেট এম সি কলেজ থেকে ১৯৪৫ সালে আই.এ. এবং ১৯৪৮ সালে ইতিহাস বিভাগে বি.এ অনার্স পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

কর্মজীবনের শুরুতে তিনি ফেনী কলেজের প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৫৪ সালে ই এ চৌধুরী পুলিশ বিভাগে যোগদান করেন এবং দীর্ঘ ৩২ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশ এবং মহিলা পুলিশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৬ সালে তাঁর নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠিত হয় এবং তিনি এর প্রথম কমিশনার হিসেবে নিযুক্ত হন। ১৯৮৪ সালের পহেলা ফেব্রুয়ারী তারিখে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৮৫ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।[][]

পুরস্কার

সম্পাদনা

ঢাকার সিটি এস.পি. পদে থাকাকালে ১৯৬৪ সালে অসীম সাহসিকতার জন্য তিনি পাকিস্তান পুলিশ পদকে ভূষিত হন।

মৃত্যু

সম্পাদনা

২০০৯ সালের ২৮ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তাঁকে হযরত শাহজালালের মাজার সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Former Commissioners"dmp.gov.bd। সংগ্রহের তারিখ ২ মে ২০২২ 
  2. "দৈনিক জনকন্ঠ || বাংলাদেশে এ পর্যন্ত ২৭জন আইজিপি নিযুক্ত"দৈনিক জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০২ 
  3. "ই এ চৌধুরী।।এমাদ উদ্দিন আহম্মদ চৌধুরী।।Emad Uddin Chowdhury।। | HaorPedia.Org"। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০২ 
  4. "কে হচ্ছেন ডিএমপির কমিশনার, আলোচনায় পাঁচজন"www.bhorerkagoj.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০২ 

৫ 'ইসফাক কুরায়শী রচনাসমগ্র' চৌধুরী ইসফাকুর রহমান কুরেশী