ত্রিনিদাদ ও টোবাগো জাতীয় ফুটবল দল
ত্রিনিদাদ ও টোবাগো জাতীয় ফুটবল দল (ইংরেজি: Trinidad and Tobago national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম ত্রিনিদাদ ও টোবাগোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ত্রিনিদাদ ও টোবাগো ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৪৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে।[৪] ১৯০৫ সালের ২১শে জুলাই তারিখে, ত্রিনিদাদ ও টোবাগো প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ব্রিটিশ গায়ানায় অনুষ্ঠিত উক্ত ম্যাচে ত্রিনিদাদ ও টোবাগো ব্রিটিশ গায়ানকে ৪–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
ডাকনাম | সোকা যোদ্ধা | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | ত্রিনিদাদ ও টোবাগো ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | কনকাকাফ (উত্তর আমেরিকা) | ||
প্রধান কোচ | টেরি ফেনউইক | ||
অধিনায়ক | খালিম হাইল্যান্ড | ||
সর্বাধিক ম্যাচ | আঙ্গুস ইভ (১১৭) | ||
শীর্ষ গোলদাতা | স্টার্ন জন (৭০) | ||
মাঠ | হাসেলি ক্রোফোর্ড স্টেডিয়াম | ||
ফিফা কোড | TRI | ||
ওয়েবসাইট | thettfa | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৯৬ (২১ ডিসেম্বর ২০২৩)[১] | ||
সর্বোচ্চ | ২৫ (জুন ২০০১) | ||
সর্বনিম্ন | ১০৬ (অক্টোবর ২০১০) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ৯৬ ২৬ (১২ জানুয়ারি ২০২৪)[২] | ||
সর্বোচ্চ | ৩৬ (১৯৩৭) | ||
সর্বনিম্ন | ১২১ (অক্টোবর ২০২০) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
ব্রিটিশ গায়ানা ১–৪ ত্রিনিদাদ ও টোবাগো (ব্রিটিশ গায়ানা; ২১ জুলাই ১৯০৫)[৩] | |||
বৃহত্তম জয় | |||
ত্রিনিদাদ ও টোবাগো ১৫–০ অ্যাঙ্গুইলা (আরিমা, ত্রিনিদাদ ও টোবাগো; ১০ নভেম্বর ২০১৯) | |||
বৃহত্তম পরাজয় | |||
মেক্সিকো ৭–০ ত্রিনিদাদ ও টোবাগো (মেক্সিকো সিটি, মেক্সিকো; ৮ অক্টোবর ২০০০) | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ১ (২০০৬-এ প্রথম) | ||
সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০০৬) | ||
কনকাকাফ গোল্ড কাপ | |||
অংশগ্রহণ | ১৬ (১৯৬৭-এ প্রথম) | ||
সেরা সাফল্য | রানার-আপ (১৯৭৩) |
২৩,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট হাসেলি ক্রোফোর্ড স্টেডিয়ামে সোকা যোদ্ধা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় ত্রিনিদাদ ও টোবাগোর কুভায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন টেরি ফেনউইক এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আল-বাতিনের মধ্যমাঠের খেলোয়াড় খালিম হাইল্যান্ড।
ত্রিনিদাদ ও টোবাগো এপর্যন্ত মাত্র ১ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যেখানে তারা শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করেছিল। অন্যদিকে, কনকাকাফ গোল্ড কাপে ত্রিনিদাদ ও টোবাগো এপর্যন্ত ১৬ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৭৩ কনকাকাফ চ্যাম্পিয়নশিপের রানার-আপ হয়েছিল।
আঙ্গুস ইভ, স্টার্ন জন, মার্ভিন অ্যান্ড্রুস, কেনউইন জোন্স এবং কর্নেল গ্লেনের মতো খেলোয়াড়গণ ত্রিনিদাদ ও টোবাগোর জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
সম্পাদনাফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০০১ সালের জুন মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে ত্রিনিদাদ ও টোবাগো তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (২৫তম) অর্জন করে এবং ২০১০ সালের অক্টোবর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১০৬তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে ত্রিনিদাদ ও টোবাগোর সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৩৬তম (যা তারা ১৯৩৭ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১২১। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৯৪ | ভিয়েতনাম | ১২৩৫.৫৮ | |
৯৫ | বেলারুশ | ১২৩২.৮ | |
৯৬ | ত্রিনিদাদ ও টোবাগো | ১২২৮.০৫ | |
৯৭ | বেনিন | ১২২৫.১ | |
৯৮ | কিরগিজস্তান | ১২২৪.১৪ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৯৪ | ১৩ | গ্যাবন | ১৪৪২ |
৯৫ | ১২ | মার্তিনিক | ১৪৪১ |
৯৬ | ২৬ | ত্রিনিদাদ ও টোবাগো | ১৪৩২ |
৯৭ | ১২ | চীন | ১৪৩১ |
৯৮ | ২ | কুর্দিস্তান অঞ্চল | ১৪২৫ |
প্রতিযোগিতামূলক তথ্য
সম্পাদনাফিফা বিশ্বকাপ
সম্পাদনাফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ||
১৯৩০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | ||||||||||||||
১৯৩৪ | ||||||||||||||||
১৯৩৮ | ||||||||||||||||
১৯৫০ | ||||||||||||||||
১৯৫৪ | ||||||||||||||||
১৯৫৮ | ||||||||||||||||
১৯৬২ | ||||||||||||||||
১৯৬৬ | উত্তীর্ণ হয়নি | ৪ | ১ | ০ | ৩ | ৫ | ১২ | |||||||||
১৯৭০ | ৪ | ১ | ১ | ২ | ৪ | ১০ | ||||||||||
১৯৭৪ | ৯ | ৬ | ১ | ২ | ২৭ | ৮ | ||||||||||
১৯৭৮ | ৬ | ২ | ২ | ২ | ১০ | ৯ | ||||||||||
১৯৮২ | ৪ | ১ | ২ | ১ | ১ | ২ | ||||||||||
১৯৮৬ | ৪ | ০ | ১ | ৩ | ২ | ৭ | ||||||||||
১৯৯০ | ১২ | ৫ | ৫ | ২ | ১৩ | ৬ | ||||||||||
১৯৯৪ | ৪ | ২ | ১ | ১ | ৭ | ৪ | ||||||||||
১৯৯৮ | ৮ | ২ | ১ | ৫ | ১৫ | ১০ | ||||||||||
২০০২ | ২২ | ১০ | ৪ | ৮ | ৩২ | ২৮ | ||||||||||
২০০৬ | গ্রুপ পর্ব | ২৭তম | ৩ | ০ | ১ | ২ | ০ | ৪ | ২০ | ১১ | ২ | ৭ | ৩০ | ২৫ | ||
২০১০ | উত্তীর্ণ হয়নি | ১৮ | ৫ | ৫ | ৮ | ২২ | ৩০ | |||||||||
২০১৪ | ৬ | ৪ | ০ | ২ | ১২ | ৪ | ||||||||||
২০১৮ | ১৬ | ৫ | ২ | ৯ | ২০ | ২৮ | ||||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | ||||||||||||||
মোট | গ্রুপ পর্ব | ১/২১ | ৩ | ০ | ১ | ২ | ০ | ৪ | ১৩৮ | ৫৫ | ২৮ | ৫৫ | ২০০ | ১৮৩ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।
- ↑ Trinidad and Tobago – List of International Matches
- ↑ "Jamaica get 1966 soccer tourney"। Kingston Gleaner in newspaperarchive.com। ২ এপ্রিল ১৯৬৪। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ ত্রিনিদাদ ও টোবাগো জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ জুলাই ২০১৮ তারিখে (ইংরেজি)
- কনকাকাফ-এ ত্রিনিদাদ ও টোবাগো জাতীয় ফুটবল দল[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] (ইংরেজি)
- সকা ওয়ারিয়রস অনলাইন, ফ্লেক্স ফুটবল সাইট (ইংরেজি)