তাজহাট উচ্চ বিদ্যালয়

রংপুর জেলার এ বিদ্যালয়টি বৃটিশ শাসনের সময় প্রতিষ্ঠিত (১৮৯৪) হিসাবে পরিচিত।

তাজহাট উচ্চ বিদ্যালয়, রংপুর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর অধীনে পরিচালিত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়টি বৃটিশ শাসনের সময় প্রতিষ্ঠিত (১৮৯৪) হিসাবে পরিচিত।[২]

তাজহাট উচ্চ বিদ্যালয়, রংপুর
ঠিকানা


তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
নীতিবাক্যজ্ঞানই শক্তি
প্রতিষ্ঠাকাল১৮৯৪ খৃ
প্রতিষ্ঠাতাজমিদার গোবিন্দলাল, জমিদারি করেন ১৮৭৯-১৮৯৭ পর্যন্ত (-মৃত্যু ১৮৯৭ খৃ)[১]
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর
বিদ্যালয় জেলারংপুর
সেশনজানুয়ারি- ডিসেম্বর
ইআইআইএন১২৭৩৮৪
প্রধান শিক্ষকতৌহিদা খাতুন
শ্রেণি৬ষ্ট-দশম
Years offeredজানুয়ারী-ডিসেম্বর
লিঙ্গসহশিক্ষা
শিক্ষার্থী সংখ্যা৮০০+ জন
ভাষাবাংলা
সময়সূচির ধরনস্কুল
ক্যাম্পাসসমূহ১টি
শিক্ষায়তন১৬৮ শতক
ক্যাম্পাসের ধরনঅনাবাসিক
ক্রীড়াফুটবল, ক্রিকেট ইত্যাদি

ইতিহাস

সম্পাদনা

বিদ্যালয়টি বৃটিশ সরকারের সময় ১৮৯৪ সালে তাজহাট জমিদারের উদ্দোগে প্রতিষ্টিত হয়। জানা যায় জমিদার গোবিন্দলাল ১৮৯০ সালে তাজহাটে একটি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেন। পরে এ প্রাইমারি স্কুলটি ১৮৯৪ সালে উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়।[১]

অবস্থান

সম্পাদনা

রংপুর নগরীর পূর্বে তাজহাট জমিদার বাড়ির পাশে অবস্থিত।

অবকাঠামো

সম্পাদনা

সুপরিসর মাঠ, ৪ তলা ভবন ১ টি, ১ তলা ভবন ১ টি ও সমৃদ্ধ পাঠাগার, সুপরিসর কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার আছে। প্রশাসনিক অবকাঠামে আছে প্রযুক্তি সমন্বিত প্রধান শিক্ষকের কার্যালয়, সুসজ্জিত শিক্ষক বিশ্রমাগার। জাতীয় চেতনার বিকাশে আছে শহীদ মিনার।

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

এ বিদ্যালয়টিতে ৬ষ্ট থেকে দশম শ্রেনী পর্যন্ত সহশিক্ষা কার্যক্রম চালু আছে। নবম-দশম শ্রেনিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় পাঠদান করা হয়।[৩]

বিভিন্ন সময়ে চিত্রাঙ্কন, বিতর্ক, আবৃত্তি, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য আছে।

বিদ্যালয়টিতে জেএসসিতে প্রায় ৮৩% এসএসসিতে প্রায় ৭৫% পাশ করে (গড় অনুযায়ী)।[৪]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. পরিষদ, সম্পাদনা (২০০০)। রংপুর জেলার ইতিহাস। রংপুর: রংপুর জেলা প্রশাসন। পৃষ্ঠা ৪৩৫। 
  2. "তাজহাট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক - Google Search"www.google.com। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৯ 
  3. "Tajhat High School - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৯ 
  4. "Tajhat High School - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৯