তরুণকুমার ভাদুড়ী

তরুণকুমার ভাদুড়ী (? - ১৯৯৬) একজন বাঙালি সাংবাদিক ও ঔপন্যাসিক। চম্বল এলাকার ডাকাতদের ওপর দুঃসাহসিক ও রোমাঞ্চকর তথ্য বই আকারে সাড়া জাগিয়েছিল। অভিনেত্রী জয়া বচ্চন (ভাদুড়ী) তার কন্যা।[][]

তরুণকুমার ভাদুড়ী
মৃত্যু১৯৯৬
পিতা-মাতাসুধীর ভাদুরী (পিতা)[]
আত্মীয়জয়া বচ্চন (কন্যা)

সাংবাদিকতা

সম্পাদনা

মধ্যপ্রদেশ রাজ্যের ভোপালের বাসিন্দা হলেও তরুণকুমারের পৈত্রিক আদি নিবাস বাংলাদেশের নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বাঘবেড় গ্রামে। ১৯৪৭-৪৮ সালের দেশ বিভাগের পূর্বে তরুণ কুমার ভাদুরী নেত্রকোণা ছেড়ে কলকাতায় চলে যান।[][][] তারপর ভোপালের বাসিন্দা হওয়ার আগে তিনি নদীয়া জেলার কৃষ্ণনগরে বাস করতেন। তিনি নাগপুর টাইমসের প্রধান সাংবাদিক ছিলেন। পরে ৬০ দশকের মধ্যভাগে দ্য স্টেটসম্যান সংবাদপত্রের প্রতিনিধি হন।[] মূলত চম্বলের দস্যুদের ওপর রোমাঞ্চকর রিপোর্ট তৈরি করতেন। তিনি অভিযাত্রী প্রতিবেদক হিসেবে তাদের সাথে দেখাও করতেন। ইংরেজি, উর্দু, হিন্দি ও বাংলা এই চারটি ভাষাতে সমান দক্ষতা ছিল তার।[]

গ্রন্থ

সম্পাদনা

তরুনকুমার ভাদুড়ীর গ্রন্থগুলির মধ্যে

  • অভিশপ্ত চম্বল
  • কত ব্যাথা
  • মরুপ্রান্তর
  • সন্ধ্যা দীপের শিখা
  • আবার অভিশপ্ত চম্বল
  • সমাজতাত্ত্বিক এমিল ডুর্খায়েম
  • বেহড় বাগী বন্দুক
  • হিজ হাইনেস
  • বিলকিস বেগম
  • কাগজের নৌকো

ইত্যাদি উল্লেখযোগ্য।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "জয়া বচ্চন'র আদি নিবাস বাংলাদেশের নেত্রকোনা জেলায়!"eibela.com। ২২ মে ২০২০। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৪ 
  2. "Honoured to be Tarun Bhaduri's daughter: Jaya"timesofindia.com। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭ 
  3. দ্বিতীয় খন্ড, অঞ্জলি বসু সম্পাদিত (২০০৪)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১২১। 
  4. "জয়া বচ্চন: বাঙালি হয়েও জয় করেছেন ভারতবর্ষ"channel i। ৯ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৪ 
  5. "বলিউড তারকা জয়া বচ্চনের আদি নিবাস নেত্রকোনায়!"Bangladeshtimes.com। ১৩ মে ২০২০। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০২৪ 
  6. "151 – "He was and still is, by all means, my hero""। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৭