ডোনা গোল্ড
অস্ট্রেলীয় সাইক্লিস্ট
ডোনা গোল্ড (জন্ম ১০ জুন ১৯৬৬) একজন অস্ট্রেলীয় প্রাক্তন ক্রীড়াবিদ এবং সাইকেল প্রতিযোগী। তিনি ১৯৮৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ৩০০০ মিটার এবং ১৯৮৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের পৃথক সড়ক দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। [১][২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ইভান্স, হিলারি; গিয়ার্ড, আরিল্ড; হাইম্যানস, ইরোইন; ম্যালন, বিল; ও অন্যান্য। "Donna Gould Olympic Results"। Sports-Reference.com এ অলিম্পিক। স্পোর্টস রেফারেন্স এলএলসি। ১৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৬।
- ↑ "Donna Kite"। Australian Olympic Committee (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২১।