ডেভিড টাউনসেন্ড
ডেভিড চার্লস হামফ্রে টাউনসেন্ড (ইংরেজি: David Townsend; জন্ম: ২০ এপ্রিল, ১৯১২ - মৃত্যু: ২৭ জানুয়ারি, ১৯৯৭) কাউন্টিজ ডারহামের নর্টন এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩৫ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ডেভিড চার্লস হামফ্রে টাউনসেন্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | নর্টন, ডারহাম, ইংল্যান্ড | ২০ এপ্রিল ১৯১২|||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ২৭ জানুয়ারি ১৯৯৭ নর্টন, ডারহাম, ইংল্যান্ড | (বয়স ৮৪)|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | পিতামহ - এফ টাউনসেন্ড, পিতা - সিএল টাউনসেন্ড, কাকা - এফএন টাউনসেন্ড, কাকা - এএফএম টাউনসেন্ড, ভ্রাতা - পিএন টাউনসেন্ড, পুত্র - জেসিডি টাউনসেন্ড, পুত্র - জেআরএ টাউনসেন্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ২৮২) | ২৪ জানুয়ারি ১৯৩৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১৪ মার্চ ১৯৩৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৯ আগস্ট ২০১৯ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডারহাম দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, দলের প্রয়োজনে ডানহাতে মিডিয়াম বোলিং করতেন ডেভিড টাউনসেন্ড।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
সম্পাদনা১৯৩৩ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ডেভিড টাউনসেন্ডের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। উইনচেস্টার কলেজে অধ্যয়ন করেছেন ডেভিড টাউনসেন্ড।[১] এরপর অক্সফোর্ডের নিউ কলেজে পড়াশুনো করেছেন তিনি।[২] ডানহাতি ব্যাটসম্যান হিসেবে মাঝে-মধ্যে ব্যাটিং উদ্বোধনে মাঠে নামতেন। কোন প্রথম-শ্রেণীর কাউন্টি ক্রিকেট দলে যুক্ত না থেকেই ইংল্যান্ডের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণকারী সর্বশেষ খেলোয়াড়ের মর্যাদা লাভ করেছেন তিনি। তবে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছেন ডেভিড টাউনসেন্ড। বিশ্ববিদ্যালয়ের খেলায় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ১৯৩৩ ও ১৯৩৪ সালে ব্লুধারী হন। এছাড়াও ঐ সময়ে মাইনর কাউন্টিজে অংশগ্রহণকারী ডারহামের পক্ষে খেলতেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট
সম্পাদনাসমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন। ১৯৩৫ সালে ঐ টেস্টগুলো খেলেছিলেন তিনি। ২৪ জানুয়ারি, ১৯৩৫ তারিখে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেকে ঘটে তার। ১৪ মার্চ, ১৯৩৫ তারিখে কিংস্টনে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশগ্রহণ করেছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয় জীবনে দুইটি সুন্দর মৌসুম অতিবাহনের পর ১৯৩৪-৩৫ মৌসুমে বব ওয়াটের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে ওয়েস্ট ইন্ডিজ গমন করেন। সিরিজের চার টেস্টের তিনটিতেই ব্যাটিং উদ্বোধনে নেমেছিলেন। কিন্তু, তেমন সফলতা পাননি তিনি। সিরিজের শেষ তিনটি টেস্টে বব ওয়াটের সাথে ব্যাটিং উদ্বোধনে নেমেছিলেন। অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রান তুলে দলের শীর্ষ রান সংগ্রাহকে পরিণত হয়েছিলেন। খেলায় তার দল ১০৭ রানে গুটিয়ে গিয়েছিল। সিরিজ জয় করে স্বাগতিকরা ও প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ দল টেস্ট সিরিজে বিজয়ী হয়। এ সফরের পর খুবই কমই প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছেন। ১৯৪৮ সালে সর্বশেষ প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেন তিনি।
ব্যক্তিগত জীবন
সম্পাদনাপ্রথিতযশা ইংরেজ টেস্ট ক্রিকেটার চার্লি টাউনসেন্ড তার পিতা ছিলেন। নিজ সন্তান জোনাথন টাউনসেন্ড ১৯৬০-এর দশকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে খেলেছেন। ৮৪ বছর বয়সে ২৭ জানুয়ারি, ১৯৯৭ তারিখে কাউন্টি ডারহামের নর্টনে ডেভিড টাউনসেন্ডের দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Townsend, Arthur Hugh"। Winchester College।
- ↑ ক্রিকেটআর্কাইভে David Townsend (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে ডেভিড টাউনসেন্ড (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে ডেভিড টাউনসেন্ড (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
- Bodyline's final fling
- Who's Who of Cricketers, by Philip Bailey, Philip Thorn and Peter Wynne-Thomas