ডিবিসি নিউজ
ডিবিসি নিউজ হচ্ছে বাংলাদেশী উপগ্রহ ভিত্তিক একটি বেসরকারি টেলিভিশন সংবাদ চ্যানেল। ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর তারিখে চ্যানেলটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।[২]
ডিবিসি নিউজ | |
---|---|
উদ্বোধন | ২১ সেপ্টেম্বর ২০১৬ |
চিত্রের বিন্যাস | এমপিইজি-২ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
প্রচারের স্থান | বাংলাদেশ |
প্রধান কার্যালয় | আহসান টাওয়ার, ৭৬ বীর উত্তম এ কে খন্দকার সড়ক, মহাখালী বা/এ, ঢাকা -১২১৩, বাংলাদেশ।[১] |
ওয়েবসাইট | ডিবিসি নিউজ |
স্ট্রিমিং মিডিয়া | |
জাগোবিডি | http://jagobd.com/dbcnews |
অনুষ্ঠান
সম্পাদনাদৈনন্দিন খবরের পাশাপাশি ডিবিসি নিউজে প্রতিদিন নারী, কৃষি, বাণিজ্য, খেলা, রাজনীতি এবং প্রবাসীদের নিয়ে ‘বিশেষ’ খবর ও আলোচনার আয়োজন করা হয়। রাজকাহন নামে এখানে একটি জনপ্রিয় টকশো হয়ে থাকে।
ডিবিসি নিউজ পরিবেশিত অনুষ্ঠানসমূহের মধ্যে রয়েছে ১. অন্যপক্ষ (নারীদের অধিকার ও সমসাময়িক নারী উন্নয়নমূলক আলোচনা অনুষ্ঠান) ২. সমাধান সূত্র :(নারী ও শিশুদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানকল্পে আলোচনা অনুষ্ঠান) ৩. টালিখাতা: ব্যবসা ও পুঁজিবাজার বিষয়ক আলোচনা অনুষ্ঠান ৪. কৃষি কথা: কৃষি বিষয়ক আলোচনা অনুষ্ঠান ৫: খেলা নিয়ে খেলা: দেশে বিদেশের খেলাধুলা নিয়ে আলোচনা অনুষ্ঠান ৬: সংবাদ সম্প্রসারণ: দিনের বাছাই করা সংবাদের বিশ্লেষণধর্মী আলোচনা অনুষ্ঠান ৭: উপসংহার: বিষয় ভিত্তিক মাসব্যাপী আলোচনা অনুষ্ঠান ৮: রাজকাহন: রাজনীতি বিষয়ক টক শো ৯: এছাড়াও প্রতি ঘণ্টায় রয়েছে দিনের বিশেষ সংবাদ এবং নতুন সংবাদ।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Headquarter of DBC News"।
- ↑ "পূর্ণ সম্প্রচারে এলো ডিবিসি নিউজ -bdnews24.com"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২১ সেপ্টেম্বর ২০১৬। ১১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮।