ডসমোচে
ডসমোচে হল ভারতের লাদাখে উদযাপিত ঐতিহ্যবাহী ও পারম্পরিক একটি উৎসব। এটি লেহ, লিকির এবং দিস্কিত মঠে উদযাপিত হয়।[১] এটি নববর্ষ উদ্যাপনের অন্তিম উৎসবের একটি, অন্যটি হল লোসার।[২][৩] দুই দিনব্যাপী ডসমোচে উৎসবের জন্য লেহ জেলা এবং জাংস্কার মহকুমার জন্য রাজ্যসরকার ঘোষিত ছুটি বরাদ্দ রয়েছে।[১] ডসমোচে উৎসবটি "বলির পাঁঠার উৎসব"[২] নামেও পরিচিত এবং এটি লাদাখের অন্যতম জনপ্রিয় প্রার্থনা উৎসব।
ডসমোচে/ডসমোছে | |
---|---|
পালনকারী | বৌদ্ধ |
ধরন | ধর্মীয় উৎসব নববর্ষ উৎসব স্মৃতিচারণ অনুষ্ঠান |
তাৎপর্য | আসন্ন লাদাখি নববর্ষে শান্তি ও সমৃদ্ধির জন্য উদযাপিত হয় |
শুরু | ফেব্রুয়ারি |
সমাপ্তি | ফেব্রুয়ারি |
তারিখ | তিব্বতীয় চন্দ্র বর্ষপঞ্জীর প্রতিবছর ১২তম মাসের ২৮তম এবং ২৯তম দিন |
সংঘটন | বার্ষিক |
ইতিহাস
সম্পাদনালাদাখের শাসকরা ডসমোচে উৎসব শুরু করেছিলেন।[৪] রাজা লাচেন গংডুপ / লাহা চেন-ডোনস-গ্রবের (১২৯৫–১৩২০) রাজত্বকালে এই উৎসব শুরু হয়েছিল।[৪][৫] তিনি যুদ্ধে বিনাশকারী শক্তিকে প্ৰতিহত করার জন্য ন্যুংটি (হিমাচল প্রদেশের কুলু) আক্রমণকারীদের সাথে দুটি যুদ্ধ করেছিলেন।[৪] এই অনুষ্ঠানে পুরানো খ্রীষ্টীয় ভজনালয়ের আঙিনায় পবিত্র মুখোশ পরে চাম নৃত্যের আয়োজন করা হত। এটি লেহ প্রাসাদের ফটকের নিচে অবস্থিত।[৬]
দিনক্ষণ
সম্পাদনাযেহেতু লাদাখ তিব্বতীয় চান্দ্র বর্ষপঞ্জী অনুসরণ করে, তাই ডসমোচে উৎসবটি গ্রেগরিয়ান বর্ষপঞ্জীতে প্রতিবছর একই তারিখে উদযাপিত হয় না। তিব্বতীয় চান্দ্র বর্ষপঞ্জী দ্বাদশ মাসের ২৮তম এবং ২৯তম দিনে এটি উদ্যাপন করা হয়।[৭]
সাল | তারিখ |
---|---|
২০১৪ | ২৭-২৮ ফেব্রুয়ারি |
২০১৫ | ১৭-১৮ ফেব্রুয়ারি |
২০১৬ | ৬-৭ ফেব্রুয়ারি |
২০১৭ | ২৪-২৫ ফেব্রুয়ারি |
২০১৮ | ১৩-১৪ ফেব্রুয়ারি |
২০২০ | ২-৩ ফেব্রুয়ারি |
২০২০ | ২১-২২ ফেব্রুয়ারি |
চিত্রশালা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Leh, Likir Dosmoche begins"। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮।
- ↑ ক খ Sutinder Singh (১৫ সেপ্টেম্বর ২০১৭)। Tourist Places in Jammu and Kashmir। Educreation Publishing। পৃষ্ঠা 50–। GGKEY:3EN6BQXNEE3।
- ↑ "Dosmoche Festival"। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৮।
- ↑ ক খ গ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;oneIndia
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Antiquities of Indian Tibet। Asian Educational Services। পৃষ্ঠা 98–। আইএসবিএন 978-81-206-0769-9।
- ↑ "Likir Festival in Likir Gompa"। india.com। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৮।
- ↑ "Calendar of Monastic festival"। Leh official website। ১২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৮।