কুলু
ভারতের হিমাচল প্রদেশের একটি শহর
কুলু (ইংরেজি: Kullu) ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের কুলু জেলার একটি শহর।
কুলু कुल्लू (কুল্লূ) | |
---|---|
শহর | |
ভারতের হিমাচল প্রদেশে অবস্থান। | |
স্থানাঙ্ক: ৩১°৩৫′ উত্তর ৭৭°০৬′ পূর্ব / ৩১.৫৮° উত্তর ৭৭.১০° পূর্ব | |
দেশ | India |
রাজ্য | হিমাচল প্রদেশ |
জেলা | কুল্লু |
সরকার | |
• ধরন | গণতান্ত্রিক |
• বিধায়ক | সুন্দর সিং ঠাকুর (ভারতীয় জাতীয় কংগ্রেস) |
উচ্চতা | ১,২৭৯ মিটার (৪,১৯৬ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,৩০৬(১০তম) |
ভাষাসমূহ | |
• সরকারী | হিন্দি |
সময় অঞ্চল | IST (ইউটিসি+৫:৩০) |
পিন | ১৭৫১০১ |
Telephone code | ০১৯০২ |
যানবাহন নিবন্ধন | HP ৩৪ HP ৬৬ |
ওয়েবসাইট | www.hpkullu.gov.in |
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাভারতের ২০০১ সালের আদম শুমারি অনুসারে কুল্লু শহরের জনসংখ্যা হল ১৮,৩০৬ জন।[১] এর মধ্যে পুরুষ ৫৪% এবং নারী ৪৬%।
এখানে সাক্ষরতার হার ৮১%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৪% এবং নারীদের মধ্যে এই হার ৭৭%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে কুল্লু এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১০% হল ৬ বছর বা তার কম বয়সী।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ভারতের ২০০১ সালের আদম শুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১, ২০০৭।