ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের প্রস্তাবিত সরকারি বিশ্ববিদ্যালয়

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ সরকারের অথার্য়নে নির্মিতব্য একটি সরকারী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সরকার মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের ২৮শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন প্রদান করে।[][][][] ২০২৩ সালের ১২ জুন মন্ত্রিসভা বৈঠকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ চুড়ান্ত অনূমোদন পায়।[] এর কার্য়ক্রম এখনো শুরু হয়নি।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
অবস্থান,

ইতিহাস

সম্পাদনা

২০১৮ সালের ২৯ মার্চ এক জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রেক্ষিতেই ঠাকুরগাঁওয়ে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে মন্ত্রী-পরিষদে নীতিগত অনুমোদন হয় ১২জুন ২০২৩। ২০১৮ সালে এমপি রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের পাশে প্রতিষ্ঠা হওয়ার কথা বলেন। [][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বিশ্ববিদ্যালয় পাচ্ছে নওগাঁ ও ঠাকুরগাঁও"বিডিনিউজ২৪। ২৮ ফেব্রুয়ারি ২০২২। ১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২ 
  2. "নওগাঁ-ঠাকুরগাঁওয়ে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়"দৈনিক কালের কন্ঠ। ২৮ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২ 
  3. "নওগাঁ ও ঠাকুরগাঁওয়ে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়"বাংলাট্রিবিউন। ২৮ ফেব্রুয়ারি ২০২২। ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২ 
  4. "ঠাকুরগাঁও ও নওগাঁয় হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়"এনটিভি। ২৮ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২ 
  5. https://www.jagonews24.com। "ঠাকুরগাঁও ও শরীয়তপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনে আইন চূড়ান্ত অনুমোদন"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-১২