ট্যাটুম ওনিল
মার্কিন অভিনেত্রী
ট্যাটুম বিয়াট্রিচ ওনিল (ইংরেজি: Tatum Beatrice O'Neal; জন্ম: ৫ নভেম্বর ১৯৬৩)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী ও লেখিকা। তিনি প্রতিযোগিতামূলক একাডেমি পুরস্কার জয়ী কনিষ্ঠতম ব্যক্তি,[২] ১৯৭৪ সালে পেপার মুন চলচ্চিত্রে অ্যাডি লগিন্স চরিত্রে তার কাজের জন্য তিনি মাত্র দশ বছর বয়সে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার জয় করেন।[৩] এছাড়া তিনি কিশোরী বয়সে দ্য ব্যাড নিউজ বেয়ারস (১৯৭৬), নিকেলোডেন (১৯৭৬), এবং লিটন ডার্লিংস (১৯৮০) চলচ্চিত্রে অভিনয় করেন।
ট্যাটুম ওনিল | |
---|---|
Tatum O'Neal | |
জন্ম | ট্যাটুম বিয়াট্রিচ ওনিল ৫ নভেম্বর ১৯৬৩ |
পেশা | অভিনেত্রী, লেখিকা |
কর্মজীবন | ১৯৭৩-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জন ম্যাকএনরো (বি. ১৯৮৬–১৯৯৪) |
সন্তান | ৩ |
পিতা-মাতা | রায়ান ওনিল (পিতা) জোয়ানা মুর (মাতা) |
আত্মীয় | গ্রিফিন ওনিল (সৎ ভাই) প্যাট্রিক ওনিল (সৎ ভাই) |
পরবর্তীকালে তিনি সেক্স অ্যান্ড দ্য সিটি, এইট সিম্পল রুলস ও ল অ্যান্ড অর্ডার: ক্রিমিনাল ইনটেন্ট টিভি ধারাবাহিকে অভিনয় করেন। ২০০৬ থেকে ২০০৭ সালে তিনি মাই নেটওয়ার্কের টিভি ধারাবাহিক উইকড উইকড গেমস-এ ব্লিদ হান্টার চরিত্রে অভিনয় করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Tatum O'Neal Biography (1963-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৮।
- ↑ সমারস, জেফ্রি (১৯ এপ্রিল ২০১৮)। "Biography of Tatum O'Neal, Youngest Oscar Winner Ever"। থট কো.। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৮।
- ↑ হান্ট, স্ট্যাসি উইলসন (২৭ ফেব্রুয়ারি ২০১৪)। "Tatum O'Neal Remembers Her 1974 Oscar Win, Shares Advice for Jennifer Lawrence (Q&A)"। দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ট্যাটুম ওনিল সংক্রান্ত মিডিয়া রয়েছে।