টেমপ্লেট আলোচনা:তথ্যছক চলচ্চিত্র
এই পাতাটি তথ্যছক চলচ্চিত্র টেমপ্লেটের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
|
সুরকার/সঙ্গীত
সম্পাদনা@Moheen: সুরকারকে সঙ্গীত করার কারণ কি? এখানে এই পেরামিটারটি যিনি ঐ চলচ্চিত্রে সঙ্গীতের সুর করেছেন তার নাম দেয়ার জন্য ব্যবহৃত হয়েছে (যিনি সঙ্গীত বা গানের কথা লিখেছেন তার জন্য নয়)। “সঙ্গীতের সুর করেছেন” কে সহজে সুরকার বলা হয়, যদি আপনি সঙ্গীত লিখেন তবে তা সহজে প্রকাশ পায় না। দ্বিতীয় সমস্যা হল, আপনি বাংলা প্যারামিটার বদলের কারণে যত নিবন্ধ এই প্যারামিটার ব্যবহার করেছে সব এখন দেখা যাচ্ছে না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫০, ২১ মে ২০১৯ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: সুরকার বলতে Composer বুঝায়। এখানেও তা বোঝানো হচ্ছে না, এখানে মূলত সঙ্গীত পরিচালককেই বোঝানো হচ্ছে। কোনো চলচ্চিত্রে সুরকার এবং সঙ্গীত পরিচালক ভিন্ন হতে পারে। প্যারামিটারের জন্য দুঃখিত। কিন্তু প্যারামিটার না বদলালেও তথ্যছকে দৃশ্যমান অংশ সুরকার বদলে সঙ্গীত করা উচিত। ~মহীন (আলাপ) ১৫:৫৫, ২১ মে ২০১৯ (ইউটিসি)
- @Moheen: কিন্তু আপনি যদি নথি দেখেন (অনুবাদ বাকী, ইংরেজির উইকির প্যারামিটারের বিবরণ অংশে দেখেন) তবে সেখানে বলে দেয়া হয়েছে এটা সুরকারদের জন্য ব্যবহার করার জন্য। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৪, ২১ মে ২০১৯ (ইউটিসি)
- @Moheen: যদি
|সঙ্গীত পরিচালক=
দেখতে চান তবে সে ব্যবস্থাও করা যাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০২, ২১ মে ২০১৯ (ইউটিসি)
জনরা প্যারামিটার যোগ
সম্পাদনাজনরা/ঘরানা প্যারামিটার যোগ করলে ছকটি আরো পূর্ণতা পেতো বলে মনে করি। ইংরেজি উইকিপিডিয়ায় জনরা প্যারামিটারটি আছে।
ধন্যবাদ। VVangogh32 (আলাপ) ২০:০৬, ২৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)VVangogh32
সম্পাদনার অনুরোধ, ১৪ মে ২০২১
সম্পাদনাএই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
“শ্রেষ্ঠাংশে”র স্থলে “কুশীলব” শব্দটি অধিক উপযুক্ত। আশিক (আলাপ) ১৩:২৪, ১৪ মে ২০২১ (ইউটিসি)
- আশিক, শ্রেষ্ঠাংশ বলতে কোনও চলচ্চিত্রের প্রধান ভূমিকায় যারা অভিনয় করে তাঁদের বুঝায় আর কুশীলব বলতে ঐ চলচ্চিত্রে অভিনয়কারী সকলকে বুঝায়। তথ্যছকে কেবল যারা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন তাঁদের দেয়া উচিত। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫৮, ১৪ মে ২০২১ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান:, বিষয়টি বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ। আশিক (আলাপ) ১৩:২৮, ১৭ মে ২০২১ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ২৮ এপ্রিল ২০২২
সম্পাদনা{{সম্পাদনার অনুরোধ}}
Jiboner&to (আলাপ) ২৩:৩৯, ২৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)
সম্পাদনার অনুরোধ, ৬ মে ২০২২
সম্পাদনাএই অনুরোধটির উত্তর দেওয়া হয়েছে। |
invoke:Check for unknown parameters-এ ইংরেজি প্যারামিটারগুলোও যুক্ত করুন। বিনাকারণে ত্রুটি দেখাচ্ছে। ~ খাত্তাব (অ | আ | স) ২০:৫৪, ৬ মে ২০২২ (ইউটিসি)
- @খাত্তাব হাসান: বট চালিয়ে ঠিক করার জন্য এটি ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়নি। আপনি
{{তথ্যছক চলচ্চিত্র
বা{{Infobox film
-কে{{subst:তথ্যছক চলচ্চিত্র
বা{{subst:Infobox film
লিখে সম্পাদনা সংরক্ষণ করুন। তাহলে ঠিক হয়ে যাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ০০:৩৪, ৭ মে ২০২২ (ইউটিসি)
তথ্যছক চলচ্চিত্র
সম্পাদনাতথ্যছক চলচ্চিত্র এ "Running time" = "দৈর্ঘ্য" দেওয়া আছে। দৈর্ঘ্য শব্দের পরিবর্তে "স্থিতিকাল" শব্দ ব্যবহারের অনুরোধ রইলো। উল্লেখ্য বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড ও অনুমতিপত্রে (এখানে) "স্থিতিকাল" শব্দ ব্যবহার করে। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ০৯:৩৮, ২২ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
- করা হয়েছে ~মহীন (আলাপ) ১৯:০৭, ২৪ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)
হালনাগাদ কার্যকরের অনুরোধ
সম্পাদনা@আফতাবুজ্জামান খেলাঘরে করা হালনাগাদ কার্যকরের অনুরোধ করছি। এতে ইংরেজি উইকিপিডিয়া থেকে নতুন প্যারামিটার যুক্ত করার পাশাপাশি বিষয়শ্রেণীর কাজ করা হয়েছে। মেহেদী আবেদীন ০৮:০১, ১৩ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)
- @R1F4T, মডিউলের কোডে
|labelstyle =white-space: nowrap; padding-right: 0.65em;
দেখছি না। আর মডিউল:তথ্যছক/চলচ্চিত্র#L-53 থেকে ৬৯ নং পর্যন্ত লাইনগুলির দরকার নেই। ওগুলি উইকিকোডে যুক্ত করে পরে আস্তে আস্তে তথ্যছক থেকে সরিয়ে ফেলব। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪৫, ১৩ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)আর মডিউল:তথ্যছক/চলচ্চিত্র#L-53 থেকে ৬৯ নং পর্যন্ত লাইনগুলির দরকার নেই। ওগুলি উইকিকোডে যুক্ত করে পরে আস্তে আস্তে তথ্যছক থেকে সরিয়ে ফেলব।
এই অংশটুকু বুঝিনি। আফতাবুজ্জামান R1F4T আলাপ ০০:১২, ১৪ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)