টেকনাফ পৌরসভা
টেকনাফ পৌরসভা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি পৌরসভা। এটি বাংলাদেশের সর্ব-দক্ষিণের পৌরসভা।
টেকনাফ | |
---|---|
পৌরসভা | |
টেকনাফ পৌরসভা | |
বাংলাদেশে টেকনাফ পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২০°৫২′১৭″ উত্তর ৯২°১৮′৪″ পূর্ব / ২০.৮৭১৩৯° উত্তর ৯২.৩০১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | টেকনাফ উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ২০০০ |
সরকার | |
• পৌর মেয়র | হাজী মোহাম্মদ ইসলাম (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ৪.০৫ বর্গকিমি (১.৫৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১,৬৭,৪৭৭ |
• জনঘনত্ব | ৪১,০০০/বর্গকিমি (১,১০,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫.৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাটেকনাফ পৌরসভার আয়তন ৪.০৫ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী টেকনাফ পৌরসভার লোকসংখ্যা ২৫,১৩৭ জন। এর মধ্যে পুরুষ ১৩,৩৭৬ জন এবং মহিলা ১১,৭৬১ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাটেকনাফ উপজেলার দক্ষিণাংশে টেকনাফ পৌরসভার অবস্থান। কক্সবাজার জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব প্রায় ৮২ কিলোমিটার। এর উত্তরে ও পশ্চিমে টেকনাফ সদর ইউনিয়ন, দক্ষিণে সাবরাং ইউনিয়ন এবং পূর্বে নাফ নদী ও মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০০ সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের টেকনাফ মৌজার আংশিক নিয়ে টেকনাফ পৌরসভা গঠন করে। জনগণের সার্বিক সহযোগিতায় ২০১২ সালের ১১ জুলাই এ পৌরসভাকে গ শ্রেণী থেকে খ শ্রেণীতে এবং ২০২০ সালের ১১ মার্চ ক শ্রেণীতে উন্নীত করা হয়।[২]
প্রশাসনিক এলাকা
সম্পাদনাটেকনাফ পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম টেকনাফ মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ।
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ নিচে উল্লেখ করা হল:
ওয়ার্ড নং | এলাকার নাম |
---|---|
১নং ওয়ার্ড | নাইট্যংপাড়া |
২নং ওয়ার্ড | পল্লানপাড়া |
৩নং ওয়ার্ড | কায়ুকখালীপাড়া |
৪নং ওয়ার্ড | ইসলামাবাদ, পল্লানপাড়া (আংশিক) |
৫নং ওয়ার্ড | অলিয়াবাদ |
৬নং ওয়ার্ড | কুলালপাড়া |
৭নং ওয়ার্ড | জালিয়াপাড়া |
৮নং ওয়ার্ড | জালিয়াপাড়া |
৯নং ওয়ার্ড | জালিয়াপাড়া |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাটেকনাফ পৌরসভার সাক্ষরতার হার ৫৫.৭০%।[৩] এ পৌরসভায় ২টি সরকারি কলেজ, ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- টেকনাফ রাইফেলস পাবলিক স্কুল
- প্রাথমিক বিদ্যালয়
- জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাটেকনাফ পৌরসভায় যোগাযোগের প্রধান সড়ক কক্সবাজার-টেকনাফ সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনাটেকনাফ পৌরসভায় ২৮টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে।[১]
খাল ও নদী
সম্পাদনাটেকনাফ পৌরসভার পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে নাফ নদ।[১]
হাট-বাজার
সম্পাদনাটেকনাফ পৌরসভায় মোট ১টি হাট-বাজার রয়েছে।[১]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান মেয়র: হাজী মোহাম্মদ ইসলাম[৫]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ "এক নজরে টেকনাফ পৌরসভা - টেকনাফ উপজেলা - টেকনাফ উপজেলা"। www.teknaf.coxsbazar.gov.bd। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৮।
- ↑ "টেকনাফ পৌরসভা ১ম শ্রেণীতে উন্নীত"। coxsbazarbarta.com। কক্সবাজার বার্তা। ১২ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "টেকনাফ উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ "Schools/Colleges in TEKNAF - Bangladesh School, College Directory"। edu.review.net.bd।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://www.dainikpurbokone.net/87772/%E0%A6%9F%E0%A7%87%E0%A6%95%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AB-%E0%A6%AA%E0%A7%8C%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%B0-%E0%A6%93-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]