টাঙ্গাইল সদর পানির ট্যাঙ্ক বধ্যভূমি
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ডিসেম্বর ২০২০) |
টাঙ্গাইল সদর পানির ট্যাঙ্ক বধ্যভূমি, এই বধ্যভূমিটি টাঙ্গাইল জেলা সদরের পানির ট্যাঙ্কের পাশে অবস্থিত।
মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী টাঙ্গাইল সার্কিট হাউসে অবস্থান নিয়ে শুরু করে হত্যাযজ্ঞ। রাজাকার-আলবদরদের সহায়তায় টাঙ্গাইল ও আশপাশের বিভিন্ন জেলা থেকে মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে আনা হতো এই সার্কিট হাউসে। নির্যাতন চালানোর পর সার্কিট হাউসের পেছনে জেলা সদর পানির ট্যাংকের পাশে তাদের হত্যা আর গণকবর দেয়া হতো। [১][২][৩][৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ টেলিভিশন, Ekushey TV | একুশে। "টাঙ্গাইলের জেলা সদর পানির ট্যাংকের বধ্যভূমি এলাকা আজও সংরক্ষণ করা হয়নি"। Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৮।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "বধ্যভূমি থেকে উদ্ধার হাড়গোড়"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নতুন প্রজন্মকে পাকবাহিনীর নির্মমতা জানাতে বধ্যভূমি সংস্কার করা হবে: কৃষিমন্ত্রী"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৮।
- ↑ "টাঙ্গাইল সদর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৮।