টাঙ্গাইল সদর পানির ট্যাঙ্ক বধ্যভূমি

টাঙ্গাইল সদর পানির ট্যাঙ্ক বধ্যভূমি, এই বধ্যভূমিটি টাঙ্গাইল জেলা সদরের পানির ট্যাঙ্কের পাশে অবস্থিত।

মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী টাঙ্গাইল সার্কিট হাউসে অবস্থান নিয়ে শুরু করে হত্যাযজ্ঞ। রাজাকার-আলবদরদের সহায়তায় টাঙ্গাইল ও আশপাশের বিভিন্ন জেলা থেকে মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে আনা হতো এই সার্কিট হাউসে। নির্যাতন চালানোর পর সার্কিট হাউসের পেছনে জেলা সদর পানির ট্যাংকের পাশে তাদের হত্যা আর গণকবর দেয়া হতো। [][][][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. টেলিভিশন, Ekushey TV | একুশে। "টাঙ্গাইলের জেলা সদর পানির ট্যাংকের বধ্যভূমি এলাকা আজও সংরক্ষণ করা হয়নি"Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৮ 
  2. প্রতিবেদক, নিজস্ব। "বধ্যভূমি থেকে উদ্ধার হাড়গোড়"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "নতুন প্রজন্মকে পাকবাহিনীর নির্মমতা জানাতে বধ্যভূমি সংস্কার করা হবে: কৃষিমন্ত্রী"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৮ 
  4. "টাঙ্গাইল সদর উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৮