টঙ্গী রেলওয়ে সেতু
বা তুরাগ রেলওয়ে সেতু বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে তুরাগ নদীর উপর অবস্থিত রেলওয়ে সেতু
টঙ্গী রেলওয়ে সেতু বা তুরাগ রেলওয়ে সেতু বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে তুরাগ নদীর উপর অবস্থিত রেলওয়ে সেতু।[২] এতে পাশাপাশি দুটি রেলওয়ে সেতু রয়েছে।[৩] এটি নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ ঘাট রেলপথের অংশ। এর দুই দিকে টঙ্গী জংশন ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন অবস্থিত।
টঙ্গী রেলওয়ে সেতু | |
---|---|
বহন করে | ট্রেন |
অতিক্রম করে | তুরাগ নদী |
স্থান | গাজীপুর জেলা |
অন্য নাম | তুরাগ রেলওয়ে সেতু |
যার নামে নামকরণ | টঙ্গী |
মালিক | বাংলাদেশ রেলওয়ে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ রেলওয়ে
- ↑ "নৌপথের সম্ভাবনায় শঙ্কা বাড়াচ্ছে রেলসেতুর উচ্চতা"। বণিক বার্তা। ২০২০-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২০-১২-১১।
- ↑ "টঙ্গীর রেল সেতুর স্লিপারে নাটের বদলে বাঁশ ও কাঠ"। যমুনা টেলিভিশন। ২০২০-০৮-২৩। সংগ্রহের তারিখ ২০২০-১২-১১।