জ্যাকি চ্যান

হং কং ভিত্তিক অভিনেতা, কণ্ঠশিল্পী, মার্শাল আর্টিস্ট

জ্যাকি চ্যান, এসবিএস, এমবিই[] (জন্ম: চ্যাং কং-স্যাং, 陳港生; ৭ এপ্রিল, ১৯৫৪)[] একজন হং কং ভিত্তিক[] অভিনেতা, অ্যাকশন কোরিওগ্রাফার, মার্শাল আর্টিস্ট, চলচ্চিত্র প্রণেতা, রঙ্গ অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্য লেখক, উদ্যেক্তা, কণ্ঠশিল্পী, ও স্টান্ট পারফর্মার।

জ্যাকি চ্যান
২০০২ সালে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কিটি হক পরিদর্শনকালে জ্যাকি চ্যান
প্রাথমিক তথ্য
চীনা নাম成龍 (প্রথাগত)
চীনা নাম成龙 (সরলীকৃত)
ফিনিনচেং লোং (ম্যান্ডারিন)
জিউটপিঙ্গসিং৪ লু৪ (ক্যান্টনীয়)
জন্ম নামচ্যাং কং-স্যাং
陳港生 (ঐতিহ্যবাহী চীনা)
陈港生 (সরলীকৃত চীনা
চেন গ্যাংশেন (ম্যান্ডারিন)
কান৪ গং২ স্যাং১ (ক্যান্টনিজ)
উদ্ভবহং কং
জন্ম (1954-04-07) ৭ এপ্রিল ১৯৫৪ (বয়স ৭০)
ভিক্টোরিয়া পিক, হং কং
অন্যান্য নাম房仕龍 (ফং লি-সাং)
元樓 (ইউয়েন লু)
大哥 (বড় ভাই)
পেশাঅভিনেতা, মার্শাল আর্টিস্ট, পরিচালক, প্রযোজক, চিত্রলেখক, অ্যাকশন কোরিওগ্রাফার, গায়ক
ধারাক্যান্টোপপ
ম্যান্ডোপপ
হং কং ইংলিশ পপ
জে-পপ
কার্যকাল১৯৬২-বর্তমান
দাম্পত্য সঙ্গীলিন ফেং-জিয়াও (১৯৮২-বর্তমান)
সন্তানজেসি চ্যান (জন্ম: ১৯৮২)
পিতা-মাতাচার্লস এবং লি-লি চ্যান
উৎপত্তিলিন্জি জেলা, শ্যাংডং, চীন
প্রভাবব্রুস লি
বাস্টার কিটোন
হ্যারল্ড লয়েড
জিম ক্যারি[]

তার চলচ্চিত্রগুলোতে তিনি শারীরিক কসরতপূর্ণ মারামারির দৃশ্য, হাস্যরসাত্মক ভঙ্গি ও আবির্ভাব, অপ্রচলিত অস্ত্রের ব্যবহার, ও স্টান্ট দৃশ্যের জন্য সুপরিচিত। ষাটের দশক থেকে শুরু করে জ্যাকি চ্যান আজ পর্যন্ত একশরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনেতা পরিচয় তাকে হং কং অ্যাভিনিউ অফ স্টার ও হলিউড ওয়াক অফ ফেম-এ স্থান করে দিয়েছে।

চ্যান একজন সাংস্কৃতিক আইকন হিসেবে পরিচিত। অভিনয় ছাড়াও সংস্কৃতির বিভিন্ন দিকে তার পদচারণা রয়েছে। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পপ সঙ্গীতশিল্পী। চীনে একজন ক্যান্টোপপম্যান্ডোপপ তারকা হিসেবেও তিনি জনপ্রিয়। তার বেশ কিছু নিজস্ব অ্যালবাম রয়েছে। এছাড়াও তার অভিনীত অনেক চরচ্চিত্রের থিম সঙ্গীতেও তিনি কণ্ঠ দিয়েছেন। বাস্তব উপস্থিতির পাশাপাশি অনেক কার্টুন ও ভিডিও গেমেও জ্যাকি চ্যানর উপস্থিতি বিদ্যমান।

চ্যান ক্যান্টনীয়, ম্যান্ডারিন, ইংরেজি এবং আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ এবং কিছু জার্মান, কোরিয়ান, জাপানি, স্প্যানিশ এবং থাই ভাষায় কথা বলতে পারেন।[] চ্যান একজন ফুটবল ভক্ত এবং হংকং জাতীয় ফুটবল দল, ইংল্যান্ড জাতীয় ফুটবল দল এবং ম্যানচেস্টার সিটিকে সমর্থন করেন।[]


তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Interview in Cinema Confidential"। Cinecon.com। সংগ্রহের তারিখ ২০১০-০৯-০২ 
  2. "নং. 51772"দ্যা লন্ডন গেজেট (সম্পূরক) (ইংরেজি ভাষায়): 17। ১৬ জুন ১৯৮৯। 
  3. "Biography section, official website of Jackie"। Jackiechan.com। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১২ 
  4. "Biography section, official website of Jackie"। Jackiechan.com। ২০১২-০২-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৯-০২ 
  5. "An interview with Jackie Chan"। Empire (104): 5। ১৯৯৮। 
  6. "Extra Time: Manchester City fan Jackie Chan in good Kompany"Goal (website)। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৩ 

আরও পড়ুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা