জিম ক্যারি
জেমস ইউজিন “জিম” ক্যারি (/kæri/; জন্ম জানুয়ারি ১৭, ১৯৬২), কানাডিয়ান বংশোদ্ভূত একজন মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক। ক্যারি ১৯৯০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে তার স্কেচ হাস্যরসাত্মক টেলিভিশন ধারাবাহিক ইন লিভিং কালার দিয়ে পরিচিতি অর্জন করেন। তার প্রথমদিকের অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দি মাস্ক (১৯৯৪), এইস ভেঞ্চুরা: পেট ডিটেক্টিভ (১৯৯৪), ডাম্ব অ্যান্ড ডাম্বার (১৯৯৪), লায়ার লায়ার (১৯৯৭) প্রভৃতি। তিনি দ্য ট্রুম্যান শো (১৯৯৮) ও ম্যান অন দ্য মুন চলচ্চিত্র দিয়ে সমালোচকদের প্রশংসা অর্জন করেন এবং দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন।
জিম ক্যারি | |
---|---|
জন্ম | জেমস ইউজিন ক্যারি জানুয়ারি ১৭, ১৯৬২ |
জাতীয়তা | কানাডীয় মার্কিন |
নাগরিকত্ব | কানাডীয় মার্কিন |
পেশা |
|
কর্মজীবন | ১৯৮০–বর্তমান |
দাম্পত্য সঙ্গী |
|
সঙ্গী | জেনি ম্যাকার্থি (২০০৫–২০১০) |
সন্তান | ১ |
কৌতুকাভিনয় কর্মজীবন | |
মাধ্যম | স্ট্যান্ড আপ কমেডি, চলচ্চিত্র, টেলিভিশন |
ধরন | অবজার্ভেশনাল কমেডি, ফিজিক্যাল কমেডি, সারেল হিউমার |
বিষয়(সমূহ) | প্রাত্যহিক জীবন, জনপ্রিয় সংস্কৃতি, রাজনীতি, সেলিব্রেটি |
প্রভাবিত হয়েছেন | জোনাথান উইন্টার্স,[১] জেরি লুইস[২] |
ওয়েবসাইট | www |
স্বাক্ষর | |
২০০০ সালের দিকে তিনি হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস ও হাস্যরসাত্মক মি, মাইসেলফ অ্যান্ড আইরিন (২০০০), ব্রুস অলমাইটি (২০০৩), ইটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড (২০০৪), লেমোনি স্নিকেট্স আ সিরিজ অফ আনফরচুনেট ইভেন্ট্স (২০০৪), ফান উইথ ডিক অ্যান্ড জেন (২০০৫), ইয়েস ম্যান (২০০৮), হরটন হিয়ার্স আহু! (২০০৮) এবং আ ক্রিসমান ক্যারল (২০০৯) এ অভিনয় করে আরও জনপ্রিয়তা অর্জন করেন। ইটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার জন্য বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | টীকা | সূত্র |
---|---|---|---|---|
১৯৮৩ | দ্য সেক্স ভায়োলেন্স ফ্যামিলি আওয়ার | হোস্ট / বিভিন্ন ভূমিকা | Direct-to-video | |
১৯৮৩ | অল ইন গুড টেস্ট | রালফ পার্কার | ||
১৯৮৪ | ফাইন্ডারস কিপার্স | লেন বিডলকফ | ||
১৯৮৫ | ওয়ান্স বিটেন | মার্ক কেন্ডাল | ||
১৯৮৬ | পেগি সু গট ম্যারেড | ওয়াল্টার গেটজ | ||
১৯৮৮ | দ্য ডেড পুল | জনি স্কোয়ার্স | ||
১৯৮৮ | আর্থ গার্লস আর ইজি | উইপ্লোক | ||
১৯৮৯ | পিংক ক্যাডিলাক | লাউঞ্জ এন্টারটেইনার | ||
১৯৯১ | হাই স্ট্রং | ডেথ | Uncredited | |
১৯৯২ | ইটসি বিটসি স্পাইডার | দ্য এক্সটারমিনেটর | Voice; short film | |
১৯৯৪ | এইস ভেঞ্চুরা: পেট ডিটেক্টিভ | এইস ভেঞ্চুরা | এছাড়াও সহ-চিত্রনাট্যকার | |
১৯৯৪ | দ্য মাস্ক | স্ট্যানলি ইপকিস / দ্য মাস্ক | ||
১৯৯৪ | ডাম্ব অ্যান্ড ডাম্বার | লয়েড ক্রিসমাস | ||
১৯৯৫ | ব্যাটম্যান ফরেভার | এডওয়ার্ড নাইগমা / দ্য রিডলার | ||
১৯৯৫ | এইস ভেঞ্চুরা: হয়েন ন্যাচার কলস | এইস ভেঞ্চুরা | ||
১৯৯৬ | দ্য ক্যাবেল গাই | ক্যাবেল গাই / আর্নি "চিপ" ডগলাস | ||
১৯৯৭ | লায়ার লায়ার | ফ্লেচার রিড | [৩] | |
১৯৯৮ | দ্য ট্রুম্যান শো | ট্রুম্যান বারব্যাঙ্ক | ||
১৯৯৮ | সাইমন বার্চ | প্রাপ্তবয়স্ক জো ওয়েন্টওয়ার্থ / কথক | ||
১৯৯৯ | ম্যান অন দ্য মুন | অ্যান্ডি কফম্যান | ||
২০০০ | মি, মাইসেলফ অ্যান্ড আইরিন | চার্লি বেইলিগেটস / হ্যাঙ্ক ইভান্স | ||
২০০০ | হাউ দ্য গ্রিঞ্চ স্টোল খ্রিস্টমাস | গ্রিঞ্চ | ||
২০০১ | দ্য ম্যাজেস্টিক | পিটার অ্যাপলটন | ||
২০০৩ | ব্রুস অলমাইটি | ব্রুস নোলান / ব্রুস অলমাইটি | এছাড়াও প্রযোজক | |
২০০৩ | পিক্যান পাই | গাড়ি চালক | Short film | |
২০০৪ | ইটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড | জোয়েল বারিশ | ||
২০০৪ | লেমোনি স্নিকেট্স আ সিরিজ অব আনফরচুনেট ইভেন্ট্ | কাউন্ট ওলাফ | ||
২০০৫ | ফান উইদ ডিক অ্যান্ড জেন | রিচার্ড "ডিক" হার্পার | এছাড়াও প্রযোজক | |
২০০৭ | দ্য নাম্বার টোয়েন্টি থ্রি | ওয়াল্টার স্প্যারো / ডিটেকটিভ ফিঙ্গারলিং | ||
২০০৮ | হরটন হিয়ার্স আহু! | হর্টন দ্য এলিফ্যান্ট | কণ্ঠ | |
২০০৮ | ইয়েস ম্যান | কার্ল অ্যালেন | ||
২০০৯ | আই লাভ ইউ ফিলিপ মরিস | স্টিভেন জে রাসেল | ||
২০০৯ | আ ক্রিসমান ক্যারল | ইবেনেজার স্ক্রুজ / Ghosts of Christmas: Past, Present, Yet to Come | Voice and motion-capture | |
২০১১ | মিস্টার পপার্স পেঙ্গুইন | থমাস "টম" পপার জুনিয়র মিস্টার | ||
২০১৩ | দ্য ইনক্রিডিবল বার্ট ওয়ান্ডারস্টোন | স্টিভ গ্রে | ||
২০১৩ | কিক-অ্যাস ২ | সাল বার্টোলিনি / কর্নেল স্টারস অ্যান্ড স্ট্রাইপস | ||
২০১৩ | অ্যাঞ্চরম্যান ২: দ্য লিজেন্ড কন্টিনিউস | স্কট রিলস | Uncredited cameo | [৪] |
২০১৪ | ডাম্ব অ্যান্ড ডাম্বার টু | লয়েড ক্রিসমাস | [৫] | |
২০১৬ | দ্য ব্যাড ব্যাচ | সন্ন্যাসী | ||
২০১৬ | ডার্ক ক্রাইমস | টাডেক | ||
২০২০ | সনিক দ্য হেজহগ | ডক্টর এগম্যান | ||
২০২২ | সনিক দ্য হেজহগ ২ | ডক্টর এগম্যান |
তথ্যচিত্র
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | সূত্র |
---|---|---|---|
১৯৯৪ | মাস্টার্স অব ইলিউশন: দ্য উইজার্ডস অব স্পেশাল ইফেক্টস | নিজেই | |
১৯৯৫ | আ কমেডি স্যালুট টু অ্যান্ডি কফম্যান | নিজেই | |
১৯৯৫ | জিম ক্যারি স্পটলাইট | নিজেই | |
১৯৯৮ | জাঙ্কেট হোর | নিজেই | |
১৯৯৮ | ইন মাই লাইফ | নিজেই | |
১৯৯৯ | পেসেল হা'জাহাভ | নিজেই | |
১৯৯৯ | এএফআইয়ের ১০০ বছর...১০০ তারকা: আমেরিকাস গ্রেটেস্ট স্ক্রিন লিজেন্ডস | নিজেই | |
২০০০ | জিম ক্যারি আনসেন্সরড | নিজেই | |
২০০১ | আমেরিকা: আ ট্রিবিউট টু হিরোস | নিজেই | |
২০০১ | দ্য কনসার্ট ফর নিউ ইয়র্ক সিটি | নিজেই | |
২০০৯ | আন্ডার দ্য সি থ্রিডি | কথক | |
২০১১ | কোনান ও'ব্রায়েন ক্যান্ট স্টপ | কথক | |
২০১১ | দ্য লাভ উই মেক | কথক | |
২০১৫ | রাবল কিংস | শুধুমাত্র প্রযোজক | |
২০১৭ | জিম অ্যান্ড অ্যান্ডি: দ্য গ্রেট বিয়ন্ড | নিজেই | |
২০১৮ | দ্য জেন ডায়েরিজ অব গ্যারি শ্যান্ডলিং | নিজেই |
টেলিভিশন
সম্পাদনাবছর | শিরোনাম | ভূমিকা | টীকা | Ref. |
---|---|---|---|---|
১৯৮০ | দ্য অল-নাইট শো | Additional voices | ||
১৯৮১ | রাবারফেস | টনি মোরোনি | Television film | |
১৯৮৩ | কপার মাউন্টেন | ববি টড | Television film | |
১৯৮৪ | বাফেলো বিল | জেরি লুইস Impersonator | Episode: "Jerry Lewis Week" | |
১৯৮৪ | দ্য ডাক ফ্যাক্টরি | Skip Tarkenton | 13 episodes | |
১৯৮৯ | মাইক হ্যামার: মার্ডার টেকস অল | ব্র্যাড পিটার্স | Television film | |
১৯৯০–১৯৯৪ | ইন লিভিং কালার | Fire Marshall Bill, various roles | 125 episodes; credited as James Carrey | |
১৯৯১ | জিম ক্যারি: দ্য আন-ন্যাচারাল অ্যাক্ট | নিজেই | Television special; also producer and writer | |
১৯৯২ | ডুইং টাইম অন ম্যাপেল ড্রাইভ | টিম কার্টার | Television film | |
১৯৯২ | সেসেমি স্ট্রিট | নিজেই | Episode: "3023" | |
১৯৯৬, ২০১২, ২০১৪ | স্যাটারডে নাইট লাইভ | নিজেই | Host; 3 episodes | |
১৯৯৮ | দ্য ল্যারি স্যান্ডার্স শো | নিজেই | Episode: "Flip" | |
২০১২ | দ্য অফিস | The FingerLakes Guy | Episode: "Search Committee" | |
২০১২ | থার্টি রক | ডেভ উইলিয়ামস | Episode: "Leap Day" | |
২০১৫ | স্যাটারডে নাইট লাইভ ফর্টি অ্যানিভার্সারি স্পেশাল | নিজেই / ম্যাথু ম্যাকনাহে | ||
২০১৭–২০১৮ | আই অ্যাম ডায়িং আপ হেয়ার | — | Executive producer only | |
২০১৮–২০২০ | কিডিং | জেফ পিকিরিলো / জেফ পিকলস | 20 episodes; also executive producer | |
২০২০ | স্যাটারডে নাইট লাইভ | জো বাইডেন | 6 episodes |
চিত্রসঙ্গীত
সম্পাদনাবছর | শিল্পী | সঙ্গীত | সূত্র |
---|---|---|---|
১৯৯৪ | টোন লোক | "অ্যাস ইজ ইন দ্য হাউস" | [৬] |
১৯৯৫ | সীল | "কিস ফ্রম আ রোজ" | [৭] |
২০২২ | দ্য উইকেন্ড | "আউট অব টাইম" | [৮] |
ভিডিও গেম
সম্পাদনাবছর | শিরোনাম | কণ্ঠ | সূত্র |
---|---|---|---|
২০০৪ | লেমনি স্নিকেটস আ সিরিজ অব আনফরচুনেট ইভেন্টস | কাউন্ট ওলাফ | [৯] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Jonathan Winters, who influenced Jim Carrey and Robin Williams, among others, dead at 87"। National Post। এপ্রিল ১২, ২০১৩। ১৩ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৩, ২০১৪।
- ↑ Sepinwall, Alan (জুলাই ২৯, ২০১১)। "Press tour: Jerry Lewis is cranky for Encore"। Hitflix। জুন ১১, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১৩, ২০১৪।
- ↑ Kitchener, Shaun (জুলাই ৯, ২০১৮)। "Jim Carrey played ANOTHER role in comedy classic Liar Liar: Did you spot his secret cameo?"। express.co.uk।
- ↑ Zuckerman, Esther (ডিসেম্বর ১৮, ২০১৩)। "A Definitive Ranking of All the 'Anchorman 2' Cameos"। thewire.com। Atlantic Monthly Group। মে ১১, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ৮, ২০১৪।
- ↑ "Jeff Daniels Says 'Dumb & Dumber 2' is Still Alive"। Screenrant.com। আগস্ট ৬, ২০১২। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৪, ২০১৩।
- ↑ Tone Loc - Ace Is In The House (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১১
- ↑ Seal - Kiss From A Rose (Official Music Video 720p HD) + Lyrics (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২৩-০৪-১১
- ↑ Lowe, Lindsay (এপ্রিল ৬, ২০২২)। "The Weeknd teams up with Jim Carrey for a collab no one saw coming in new music video"। TODAY.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৮, ২০২৩।
- ↑ Ford, Jack (সেপ্টেম্বর ২৮, ২০২২)। "Lights, Camera, Action Button! A Series of Unfortunate Events - HeadStuff"। HeadStuff। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ৮, ২০২৩।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
বহিঃসংযোগ
সম্পাদনা- Article at thecanadianencyclopedia.ca
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জিম ক্যারি (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে Jim Carrey (ইংরেজি)
- ডিস্কওগ্সে জিম ক্যারি ডিস্কতালিকা