২২ জুলাই

তারিখ
(জুলাই ২২ থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

২২ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২০৩তম (অধিবর্ষে ২০৪তম) দিন। বছর শেষ হতে আরো ১৬২ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১৪৫৬ - উসমানীয় তুর্কিরা বেলগ্রেড অধিকার করে।
  • ১৯০৫ - জাপানের সাথে শান্তি বৈঠকে রাশিয়া সম্মত হয়।
  • ১৯১২ - ইংল্যান্ডে ইন্ডিয়া সোসাইটি কর্তৃক রবীন্দ্রনাথের সংবর্ধনা।
  • ১৯১২ - চীনের কার্যকরী শাসক হন ভাইসরয় ইউয়ান শি-কাই।
  • ১৯১৫ - ইতালির ইযোনিযো পাহাড়ি এলাকায় ইতালি ও অস্ট্রিয়ার সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়।
  • ১৯১৭ - আলেকজান্দার কেরেনস্কি রাশিয়ার প্রধানমন্ত্রী হন।
  • ১৯২৬ - শহীদ অধ্যাপক ও প্রাবন্ধিক মোফাজ্জল হায়দার চৌধুরীর জন্ম।
  • ১৯৩৩ - উইলি পোস্ট প্রথম একা পৃথিবী প্রদক্ষিণ করেন। উড়ে পৃথিবী প্রদক্ষিণ করতে তার সময় লেগেছিল সাত দিন ১৮ ঘণ্টা ৪৫ মিনিট।
  • ১৯৪৪ - পোল্যান্ডে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়।
  • ১৯৪৬ - ব্রিটেনে পাউরুটির রেশন চালু হয়।
  • ১৯৪৭ - ভারতের গণ পরিষদে তেরঙা ভারতের জাতীয় পতাকা বা রাষ্ট্রীয় ধ্বজা হিসাবে গৃহীত হয়।
  • ১৯৪৮ - নেদারল্যান্ডসের রানি উইলহেলমি পদচ্যুত হন।
  • ১৯৬১ - ফরাসী সেনারা তিউনিসিয়ার পূর্ব উপকূলীয় শহর বিযোর্তে হামলা চালায়, ফলে তিউনিসিয়ার সেনাবাহিনীর সাথে তাদের তুমূল সংঘর্ষ বাঁধে।
  • ১৯৭২ - রাশিয়ার মনুষ্যবিহীন নভোযান ভেনেরা-৮ শুক্রে অবতরণ করে।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গুয়াতেমালা
  • ১৯৭৭ - চীনের নেতা দেং জিয়াও পিং পুনরায় ক্ষমতা গ্রহণ করেন।
  • ১৯৮৩ - পোল্যান্ডে সামরিক আইন প্রত্যাহৃত হয়।
  • ২০০০ - পাকিস্তানের ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয় এবং তার রাজনৈতিক তৎপরতার ওপর ২১ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
  • ২০০২ - রাতে ফিলিস্তিনের নিরপরাধ নারী ও শিশুরা যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, তখন ইসরাইলী এফ-১৬ জঙ্গীবিমান রাতের অন্ধকারে গাজা উপত্যকার কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করে।
  • ২০০৩ - ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের দুই পুত্র উদয় ও কুসাই উত্তর ইরাকের মসুলের কাছে মার্কিন হামলায় নিহত হয়।
  • ২০১১ - নরওয়েতে ভয়ানক হামলা চালায় ৩২ বছর বয়স্ক অ্যানডার্স ব্রেভিক নামের এক নরওয়েজিয়ান।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা