জুমারবাড়ী ইউনিয়ন
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার একটি ইউনিয়ন
জুমারবাড়ী বাংলাদেশের গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
জুমারবাড়ী | |
---|---|
ইউনিয়ন | |
৮নং জুমারবাড়ী ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | গাইবান্ধা জেলা |
উপজেলা | সাঘাটা উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | আমিরুল ইসলাম |
আয়তন | |
• মোট | ১,৮১২ বর্গকিমি (৭০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৫,৯৬৭ |
• জনঘনত্ব | ১৪/বর্গকিমি (৩৭/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৮২৬ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
প্রশাসনিক অঞ্চল
সম্পাদনাএই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:
- জুমারবাড়ী
- মামুদপুর
- বসন্তেরপাড়া
- কুন্দপাড়া
- বগারভিটা
- দহিচড়া
- চান্দপাড়া
- কাঠুর
- আবদুল্লারপাড়া
- বাদিনারপাড়া
- থৈকরেরপাড়া
- বেঙ্গারপাড়া
- আমদিরপাড়া
- কামারপাড়া
- বাজিতনগর
- মেছট
সাবেক নাম জুমারবাড়ী বন্দর।
জনপ্রতিনিধি
সম্পাদনা- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১* | ... | ... |
০২* | ... | ... |
০৩ | শাহজাহান আলী সাজু | ১৯৮৭-১৯৯২ |
০৪ | আবদুল হাদী | ১৯৯২-১৯৯৮ |
০৫ | শাহজাহান আলী সাজু | ১৯৯৮-২০০৩ |
০৬ | আমিনুল ইসলাম | ২০০৩-২০১১ |
০৭ | মফুজার রহমান মাফু | ২০১১-২০১৬ |
০৮ | রোস্তম আলী আকন্দ | ২০১৬-২০২২ |
০৯ | আমিনুল ইসলাম | ২০২২-বর্তমান |
আয়তন
সম্পাদনা১৮১২ কি.মি(৭০০ বর্গমাইল)
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাপ্রাথমিক বিদ্যালয়
সম্পাদনা- জুমারবাড়ী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়]
- বসন্তেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বাদিনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- থৈকরেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- আমদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- দহিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বাজিতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মেছট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বেঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- আব্দুল্যারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- চান্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কাঠুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- কুন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বগারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কিন্ডারগার্ডেনঃ
- ডাঃ আবদুর রাজ্জাজ শিশু নিকেতন,জুমারবাড়ী।
- মাহবুবর রহমান কেজি স্কুল,জুমারবাড়ী।
- মায়ের কোল কেজি স্কুল,বগারভিটা।
- পাঞ্জারী একাডেমি স্কুল,বাজিতনগর।
- আমদিরপাড়া কেজি স্কুল,আমদিরপাড়া।
- ইকরা ইসলামিক একাডেমী,জুমার বাড়ী
উচ্চ বিদ্যালয়ঃ
- জুমারবাড়ী উচ্চ বিদ্যালয়।
- জুমারবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়।
- দহিচড়া উচ্চ বিদ্যালয়।
- কু্ন্দপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়।
- বাদিনারপাড়া উচ্চ বিদ্যালয়।
মহাবিদ্যালয়
সম্পাদনা- জুমারবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ,জুমারবাড়ী।
- জুমারবাড়ী মহিলা কলেজ, জুমারবাড়ী।
মাদ্রাসা
সম্পাদনা- জুমারবাড়ী দারুল হাদিস সালাফিয়া ও হাফিজিয়া মাদ্রাসা
যোগাযোগ
সম্পাদনাহাসপাতাল
সম্পাদনাধর্মীয় প্রতিষ্ঠান
সম্পাদনা- বসন্তেরপাড়া ইদগাহ মাঠ
- জুমারবাড়ী ইদগাহ মাঠ
- কামারপাড়া ইদগাহ মাঠ
- বগারভিটা ইদগাহ মাঠ